১. হযরত মুহম্মদ মুস্তাফা (স) [ [১] কাসিম ইবনে মুহাম্মাদ (ইংরেজি: Qasim Ibn Muhammad); (আরবি: قاسم بن محمد) ছিলেন মুহাম্মদ (স:) এবং খাদিজা বিনতু খুওয়াইলিদ (রখ: ) এর সন্তান। তিনি তার দ্বিতীয় জন্মদিনের আগে ৬০৫ খ্রিষ্টাব্দ মারা যান এবং তিনি সৌদি আরবের মক্কার জান্নাতুল মওলা কবরস্থান সমাহিত আছেন। তিনি ছিলেন মুহাম্মাদ (স:) - এর প্রথম সন্তান] ]
[ [২] আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (ইংরেজি: Abd-Allah ibn Muhammad; আরবি: عبدالله بن محمد) এছাড়াও তাহির ইবনে মুহাম্মাদ (তাহির = “বিশুদ্ধ/পবিত্র”)হিসাবে পরিচিত অথবা তায়িব ইবনে মুহাম্মাদ (তায়িব = “মিষ্টি”) হলো মুহাম্মাদ (স:) এবং খাদিজার (রা:) সন্তান। কাসিম ছিলো তার বড় ভাই। আব্দুল্লাহ ৬১৫ খ্রিস্টাব্দে শৈশবেই মৃত্যুবরণ করেন] ]
[ [ ৩] ইব্রাহিম ইবনে মুহাম্মাদ (ইংরেজি: Ibrahim ibn Muhammad); (Arabic script إبرهيم بن محمد) মহানবী মুহাম্মাদ (স:) এবং মারিয়া আল-কিবতিয়া (রা:) এর পুত্র সন্তান ছিলেন। তিনি বছরের ৮ম হিঃ এর শেষ মাসে জন্মগ্রহণ করেন। তার মা, মুকাউকিস থেকে একটি উপহার হিসেবে পাঠানো একজন মিশরীয় কপ্টিক খ্রিস্টান ক্রীতদাস ছিলেন। ইব্রাহিম ষোল বা আঠারো মাস বয়সে সময় তাবুক যুদ্ধের পরে অসুস্থ পড়ে গিয়েছিলেন। তাকে তার মায়ের বসবাসের কাছাকাছি এবং তার বোন শিরীনের যত্ন অধীনে একটি ফলের বাগানে সরিয়ে নেওয়া হয়। যখন এটা স্পষ্ট ছিল যে, তিনি সম্ভবত অবগত ছিলেন যে তাকে বেঁচে থাকতে হবে। ইব্রাহিম মদিনা মুনাওয়ারে জান্নাত-উল-বাকিতে সমাধিত আছেন।
[ [৪] জয়নব বিনতে মুহাম্মাদ (ইংরেজি: Zainab bint Muhammad); (আরবি: زينب بنت محمد) ছিলেন মুহাম্মাদ (স:) এবং খাদিজা বিনতে খুওয়াইলিদের (রা:) জ্যেষ্ঠ কন্যা। খাদিজার (রা:) বিবাহের পঞ্চম বছরের সময়ে ৬০০ সিএ এর মধ্যে জন্ম হয়, যখন তিনি ত্রিশ বছরে পদার্পণ করেন। তিনি ৮ম হিঃ (৬২৯) সময়ে মৃত্যুবরণ করেন। জন্ম ৫৯৮ খ্রি মক্কা, হেজাজ, আরব মৃত্যু মে / জুন ৬২৯ (বয়স ৩১) মদিনা, হেজাজ, আরব সমাধি আল-বাকীদাম্পত্য সঙ্গী আবু আল-আস ইবনে আল রাবী সন্তান আলী ইবনে জয়নব, উম্মাহ বিনতে জয়নাব
[ [৫] রুকাইয়াহ বিনতে মুহাম্মাদ (ইংরেজি: Ruqayyah bint Muhammad); (Arabic: رقية بنت النبي محمد) ছিলেন মুহাম্মাদ (স:) এবং খাদিজা বিনতে খুওয়াইলিদের (রা:) কন্যা। তিনি “উতবাহ ইবনে আবু লাহাব” এর সাথে বিয়ে করেন কিন্তু তিনি ইসলামে রূপান্তরের পরে তালাকপ্রাপ্ত হন, এরপর তিনি উসমান ইবনে আফফানের এর সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জন্ম ৬০১সিই মক্কা, হেজাজ, আরব মৃত্যু মার্চ, ৬২৪ (২৩ বছর বয়সী)মদিনা, হেজাজ, আরব সমাধি আল-বাকী দাম্পত্য সঙ্গী উসমান ইবন আফ্ফান সন্তান আবদুল্লাহ ইবনে উসমান
[ [৬] উম্মে কুলসুম বিনতে মুহাম্মাদ (ইংরেজি: Umm Kulthum); (আরবি: أم كلثوم) ছিলেন মুহাম্মাদ (স:) এবং তার প্রথম স্ত্রী খাদিজা বিনতে খুওয়াইলিদের (রা:) তৃতীয় কন্যা।জন্ম ৬০৩ অব্দ মক্কা, হেজাজ, আরব মৃত্যু নভেম্বর, ৬৩০ (২৭ বছর বয়সী) মদিনা, হেজাজ, আরব দাম্পত্য সঙ্গী উসমান ইবন আফ্ফান ।
[ [ ৭] ফাতিমা বিনতে মুহাম্মদ (আরবি: فاطمة; fāṭimah; উচ্চারণ /ˈfɑːtˤɪma/; c. ৬০৫বা ৬১৫–৬৩২) ছিলেন ইসলামের মহানবী মুহাম্মাদ (সা.) এবং তার প্রথম স্ত্রী খাদিজা (রা.) এর কন্যা। তিনি মুসলিম নর-নারীর কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব হিসাবে সন্মানিত।মক্কায় কোরাইশদের দ্বারা তার পিতার উপর নিযার্তন ও দুর্দশার সময় ফাতিমা (রা.) সবসময় তার পাশে ছিলেন। মদিনায় হিজরতের পর তিনি মুহাম্মাদ (সা.) এর চাচাত ভাই আলি ইবন আবি তালিব (রা.) এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের চারটি সন্তান হয়। তার পিতা হযরত মুহাম্মাদ (সা.) এর পরলোকগমনের কয়েক মাস পরেই তিনি পরলোকগমন করেন এবং মদিনার জান্নাতুল বাকিতে তাকে সমাধিস্থ করা হয়। তার কবরের প্রকৃত অবস্থান জানা যায় নি। অধিকাংশ শিয়ারা বিশ্বাস করে যে, প্রথম খিলাফতের বিপক্ষে হযরত আলি (রা.) কে বাচাতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন পরিণতিতে তার অকাল মৃত্যু ঘটে। জন্ম ২০ জামাদ-আল-আখর৫বিএইচ জন্মস্থান Mecca, Hejaz জাতিতত্ত্ব হেজাজ আরব স্বামী/দাম্পত্যসঙ্গী আলি ইবনে আবি তালিব সন্তান হাসান,হুসেন,মুহসিন ইবনে আলি,জয়নব বিনতে আলি,উম্মে কুলসুম বিনতে আলি মৃত্যু ১৩ জমাদিউল আউয়াল ১১ হি. (বুধবার আগস্ট ৫, ৬৩২ খ্রিষ্টাব্দ)
- মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন ( Kuakata News)
﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋
🚫 Note: ® [This is one of my Favorite Islamic Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.] ♥️
﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋
⚠ ️N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]
🔊 Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌹
📮 Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 16.06.2020 || 🇧🇩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন