সোমবার, ২৫ জুন, ২০১৮

BCS পরীক্ষার প্রস্তুতি সম্পর্কিত আর্টিকেল - ৪

* "৩৭ তম প্রিলি প্রস্তুতি: এই মুহূর্ত থেকে যারা শুরু করতে চান "
.....................................................................................
----©. Shamim Anwar, এএসপি, বাংলাদেশ পুলিশ
৩৪তম বিসিএস ( পুলিশ) ক্যাডার।
......................................................................................

" বিসিএস সম্পর্কিত অজস্র পরিকল্পনা আছে, প্রত্যাশিত ক্যাডার পাবার পর কেমন লাগবে, কল্পনায় তা অনুভব করে প্রায়ই দিবাস্বপ্নে বিভোর হয়ে থাকেন। শুধু একটা কাজই কিঞ্চিত কম করা হয় ( বা হয়তো মোটেই করেন না), সেটি হলো পড়াশুনা। বিসিএস রথীমহারথীদের "কমপক্ষে ১৫ ঘন্টা পড়ার উপদেশ" বা 'সফলতা অর্জন বিষয়ক সুচিন্তিত পরামর্শমালা শুনে চরম পুলকিত ও উৎসাহিত বোধ করেন কিন্তু পরক্ষণেই ইজি কাজে বিজি হয়ে পড়ে দিব্যি সবকিছু ভুলে বসে থাকেন। সারাবছর বই-পত্রের সাথে কোন যোগাযোগ নেই, অথচ পরীক্ষার আগ মুহূর্তে ' এখন আমার কী হবে গো"...বলে আহাজারি শুরু করেন.....উপরের বাস্তবতা যাদের সাথে মিলে যায়, সেই ফাঁকিবাজ মহোদয়গণই শুধু সামনে আগান।

আর বছরের পর বছর দিবানিশি 'মাথার ঘাম (চুল) বইয়ে ফেলে' যারা কঠোর প্রস্তুতি নিয়েছেন... তারা আজাইরা এ লেখা পড়ায় এখুনি ক্ষান্তি দিয়ে 'নিজনিজ পাঠে ' মন দিন। চাইলে প্রাজ্ঞ কোন বিসিএস বিশেষজ্ঞের ওয়াল হতে একটু ঘুরেও আসতে পারেন।কাজে দিবে।
তো আর কথা না বাড়িয়ে আসুন দেখে নেওয়া যাক, যারা এই মুহূর্ত থেকে ৩৭ তম বিসিএস এর প্রস্তুতি পর্ব শুরু করতে চান, কেমন হতে পারে তাদের দেড় মাস মেয়াদী স্বল্পসময়ের কৌশলী প্রস্তুতির গতিধারা।

# ইংরেজি :
......................................................
১. English for competitive exam
২. ওরাকল
৩. সাইফুরস এমবিএ বইয়ের শুধু গ্রামার অংশ।
.......................................................

>বেশিরভাগ জ্ঞানীগুণী বিসিএস-বিশেষজ্ঞ একগাদা মহাগুরুত্বপূর্ণ বইয়ের লিস্টি ধরিয়ে দিয়ে তারপরই ইংরেজি বিষয়ে তাদের মূল্যবান পরামর্শ দান শুরু করেন। " P. C. Das, Wren & Martin, Advance Learners, s@ifur’s, mentors, sm zakir hossain, cliffs toefl এসবের অমুক অমুক অধ্যায় পড়ার মাধ্যমে বিশদ জ্ঞানের অধিকারী না হয়ে বিসিএস ক্যাডার হয়ে যাবা!! তা হবে না বাপু"

আসলেই কালোত্তীর্ণ এসব বই ইংরেজি বিষয়ে আপনার সুসংহত প্রস্তুতি নিশ্চিত করবে, এটা পরম সত্য, কিন্তু স্বল্প সময় বিবেচনায় অনেক বেশি লোডও যে তৈরি করবে, তাও তো অস্বীকার করার উপায় নেই। যা আপনার-আমার মতো শেষ মুহূর্তের আগন্তুকের পক্ষে বাস্তবতা বিবর্জিত উচ্চাভিলাষ মাত্র। কার পেটে যেন ঘি সয় না!! জানেনই তো....

এখন এত কিছু না ভেবে শুধু কম্পিটিটিভ এক্সাম বইটাই এই একমাসে রিভিশনের পর রিভিশন দিয়ে ভাজাভাজা করে খেয়ে ফেলুন তো! রুল পড়া বাদ দিন, শুধু রিয়াল কোশ্চেনগগুলোতেই বারবার চোখ বুলাতে থাকুন ( তবে preposition, phrase, group verb ইত্যাদি ক্ষেত্রে রিয়াল কোশ্চেনের পাশাপাশি লিস্টের আইটেমগুলোও দেখে নিন।)

অন্যরা সকল জ্ঞানীগুণীদের বই থেকে শুরু করে হালের প্রফেসরস ওরাকল এসিওরেন্স গুলে খেয়ে পণ্ডিত বনে যাক, আমাদের মতো অল্পজ্ঞান- মূর্খ -নাদানের কি আর তা শোভে!! আমাদের দরকার নিরাপদ দূরত্বে শুধু প্রিলিটা টেকা। তারপর লিখিততে তো নিশ্চয়ই সবাইকে দেখিয়ে দিবেন নিজের ক্লাস!!! কি বলেন ভাইয়েরা....। হয়ে যাক না জীবনের সর্বশ্রেষ্ঠ মহান এক জুয়া খেলা।

# সতর্কতা : লিটারেচারের জন্য যে ওরাকল আর গ্রামারের জন্য যে সাইফুরস এমবিএ' র কথা বললাম দুটোই কিন্তু আমাদের জন্য এডভান্স লেভেল (হাইসেন না ভাই, যা সত্য, তাই বললাম)। দুই ক্ষেত্রেই এলিমেন্টারি লেভেলটা কম্পিটিটিভ এক্সামই কভার করবে।

# বাংলা:
........................................
১. mp3 বাংলা
২. সৌমিত্র স্যারের জিজ্ঞাসা
.........................................

>"হা হা হা... mp3 এটা একটা বই হলো!! জ্যোতি ভূষণ চাকী, হরলাল রায়, মাহবুবুল হক না পড়লে বিসিএস পরীক্ষায় আসা ব্যাকরণের 'ব' ও বুঝবা না" পন্ডিতমহলের সদয় হয়ে দেওয়া এসব সদুপদেশ এক কান দিয়ে ঢুকান, অন্য কান দিয়ে বের করে দিন। ইংরেজিতে কম্পিটিটিভ এক্সাম বইটির যে হাল করেছিলেন, এবার বাংলায় mp3 র ক্ষেত্রে তার পুনরাবৃত্তি করতে থাকুন। পড়তে পড়তে একেবারে ফাতাফাতা করে ফেলেন।

আর স্যারের বই হতে শুধু চর্যাপদ, শ্রীকৃষ্ণকীর্তণ, মঙ্গল কাব্য,রোসাংগ রাজ সভা, রোমান্টিক প্রণয়োপাখ্যান, ফোর্ট উইলিয়াম কলেজ সহ গুরুত্বপূর্ণ ২০-৩০জন কবিসাহিত্যিকের সম্পূর্ণ প্রশ্নোত্তর ঠোটস্থ করে ফেলুন। কয়েকটি নাম আমি বলি-

রবীন্দ্র , নজরুল, বঙ্কিম, শরত, রোকেয়া, দীনবন্ধু মিত্র,বিদ্যাসাগর, মাইকেল, মীর মোশাররফ, জসীমউদ্দিন, সুফিয়া কামাল,শামসুর রাহমান, মানিক, বিভূতি, জহির রায়হান, সৈয়দ শামসুল হক,জীবনানন্দ। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন বিষয়ক গল্প, কবিতা,কাব্যগ্রন্থ , উপন্যাস, নাটক ইত্যাদি ও এখান থেকে দেখে নিন। এর বাইরে স্যারের বই হতে আর কিছু পড়ার দরকার নেই। যাদের সময় আরো কম তারা ১ মিনিট স্যারের বইয়ের সুদৃশ্য মলাটের সৌন্দর্য দেখেটেখে স্যারকে আসসালামু আলাইকুম জানিয়ে এবারের মতো বইটা তাকে তুলে রেখে দিন। আস্থা রাখুন mp3 তেই।

# সাধারণ জ্ঞান #(বাংলাদেশওআন্তর্জাতিক),নৈতিকতাওভূগোল:
.................................................
১.mp3 বাংলাদেশ ও আন্তর্জাতিক,
২. সাম্প্রতিক সাধারণ জ্ঞানের জন্য নীলক্ষেতে ৩০-৪০
পৃষ্ঠার কিছু বই পাওয়া যায়, সেগুলোর ২/১ টা।( নাম বলে লাভ নাই সব একই,)
....................................................

>আজকের বিশ্ব, নতুন বিশ্ব সহ বিভিন্ন নামে গালিভার সাইজের সাধারণ জ্ঞানের বই দেখলে আমার গায়ে রীতিমতো ১০৫ ডিগ্রী জ্বর উঠে যায়। ( আপনাদের কী অবস্থা, ভাইসব)। তাই টিউশনি তে আসতে যেতে নীলক্ষেতের কোনায় হোটেলগুলোর সামনের ফুটপাথের দোকানে বিভিন্ন বই নেড়েচেড়ে বিকল্প সন্ধান করতে থাকি। লক্ষ্য এমন একটা বই, যেটাতে শুধু প্রয়োজনীয় তথ্যাদি সীমিত কলেবরে সাজিয়ে-গুছিয়ে দেওয়া থাকবে। mp3 বাংলাদেশ ও আন্তর্জাতিক।

(শেষপর্যন্ত, পাইলাম, আমি ইহাকে পাইলাম)। একমত হন আর না হন, পড়তে পড়তে বইটা তুষ করে ফেলেন। আর ভূগোলও নৈতিকতা অংশের জন্য ওরাকল ফলো করুন। ঠকবেন না, নিশ্চিত।

সংবিধানের শুধু সূচিপত্রটা ফটোকপি করে নিয়ে সেখান থেকে ১-৪৬, ৫২, ৫৯, ৬৪, ৬৬, ৭০, ৭২, ৭৫, ৮০-৯২, ৯৩, ৯৪, ১০০, ১০১, ১০৩, আ" ১০৮, ১১৭, ১১৮, ১২৭, ১৩৭, ১৪১ A,B,C, ১৪২, ১৪৫, ১৪৮, এ ক'টি অনুচ্ছেদ কোনটা কত নম্বরে, শুধু এটুকুই মুখস্থ করবেন। আর অতি-অবশ্যই ( কি, ব্যাকরণগত ভুল ধইরা ফালাইলেন, আফনেরাও তো ভাই কম আতেল নাহ, মনে রাখবেন, আমাদের টাইপের মানুষের ব্যাকরণের ভুল বলতে কিছু নাই, যা বলি,সবই শুদ্ধ...হেহেহেহে ) আর সাম্প্রতিক সাধারণ জ্ঞানের যে বাচ্চা বইটা কিনলেন, তার একটু ভাল করে আদর যত্ন করতে ভুল করবেন না। জয় হো....

# বিজ্ঞান # কম্পিউটার :
.............................................
বিজ্ঞান ও কম্পিউটার নিয়ে মহাটেনশান?
সমাধান, ওরাকল, দ্য অনলি ওয়ান
.............................................

>এ প্রসঙ্গে আর কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না) তবে মনে রাখবেন, ওরাকল হতে শুধু MCQ গুলোই পড়বেন। ডিটেইলস লেখা পড়তে যেয়ে নিজের বিপদ ডেকে আনবেন না।

# গানিতিক যুক্তি ও # মানসিক দক্ষতা:
................................................
১. ওরাকল
২. শর্টকাট ম্যাথ by আরিফুল ইসলাম।
.....................................................

>ভাব ধইরা লাভ নাই ভাই, প্রিলির জন্য এই জীবনে জ্যামিতি, ত্রিকোণমিতি, ক্ষেত্রফল ও নতুন সিলেবাসের কিছু ইউনিক চ্যাপ্টার ছাড়া অন্য কোন ম্যাথ পড়ি নাই। সিলেবাসভুক্ত যে যে চ্যাপ্টারসমূহে আপনার সমস্যা খুব বেশি সেগুলো বাদ দিয়ে দিন। সামান্য হলেও ধারনা আছে সেগুলো হতেই শুরু করুন। ক্যালকুলেটর ছাড়া হিসাবনিকাশ করার কৌশল জেনে নিয়ে সেটি চর্চা করতে ভুলবেন না। মানসিক দক্ষতার প্রতিটি পার্টই টুকটাক দেখে যাবেন। বিগত বছরের প্রশ্নসমূহ ফলো করে প্রশ্নের ধারা বুঝে নিন। নমুনা প্রশ্নাবলী ভালমতো চর্চা করতে থাকুন।

অন্যথায় পরীক্ষার হলে গিয়ে চোখে শর্ষে ফুল দেখার সম্ভাবনা শতভাগ। তবে যারা যারা এ শর্ষে ফুলকে গোলাপ ফুলে রূপান্তরিত করতে চান, তারা ওরাকল ( গনিত ও মানসিক দুক্ষেত্রেই) বইটির ওপর নিশ্চিন্তে আস্থা রাখতে পারেন। ( কোন কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আমার ভবিষ্যৎ কেমন?) আর জ্যামিতির ক্ষেত্রে শুধু শর্টকাট ম্যাথই দেখবেন।

এবার জেনে নিন, কম পড়ে গনিতে ভাল মার্কস পাবার গোপন (!!!!!) ফর্মুলা ( কি, টেনশনে পড়ে গেলেন নাকি, ভাই)। ওকে শুনুন, বলছি- পাটিগণিত -বীজগণিতের ৪০-৫০% এবং মানসিক দক্ষতার বেশির ভাগ গানিতিক প্রশ্নের উত্তরই ব্যাক-সলভিং পদ্ধতিতে করা যায়। অর্থাৎ যে চারটা অপশন দেওয়া আছে, এর মধ্যেই যেহেতু উত্তর আছে। তাই প্রথমে 'ক' কে সঠিক উত্তর ধরে নিয়ে টেস্ট করে দেখা যে, তা প্রশ্নে প্রদত্ত কন্ডিশনের সাথে ম্যাচ করে কিনা...যদি না করে তখন পর্যায়ক্রমে খ, গ, ঘ.... কপাল ভাল হলে 'ক' ই ম্যাচ করে যেতে পারে, অন্যথায় একটু সময় বেশি লাগলো, এই তো... যারা ব্যাকসলভিং এর প্রক্রিয়াটি এখনো ঠিকঠাক বুঝে উঠতে পারলেন না তারা পলাশীর মোড়ে গিয়ে কড়া লিকারে এককাপ চা খেয়ে মাথা ঠান্ডা ( নাকি গরম) করে এসে আবার পড়ুন, বুঝবেন।

তারপরও না বুঝলে আমাকে ইনভাইট করে চা-টা খাওয়ান। বুঝায়েদিব।
......................................................

আর মনে রাখবেন, আপনার লক্ষ্য বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, নির্দিষ্ট বিষয়ের বিশেষায়িত জ্ঞান অর্জন নয়। শেষ মুহূর্তে এসে আবেগাপ্লুত হয়ে এমন কিছু করা যাবে না, যা সিলেবাসভুক্ত সকল বিষয়ে আপনার ভারসাম্যপূর্ণ প্রস্তুতি গ্রহণকে বিঘ্নিত করে। এতই উচ্চমার্গীয় প্রস্তুতি যখন আপনার দরকার, সারা বছর কই ছিলেন, মিয়া!!
এখন আর অতশত না ভেবে শুধু সামান্য এ ক'টি বইই বহুবার রিভাইজ করে ঠোটস্ত করে ফেলুন তো দেখি!! ইনশাআল্লাহ হয়ে যাবে। ( সারাজীবন তো কেবল ফাকিই দিয়ে এলেন, অল্প কিছু দিনের জন্য স্বভাবটা একটু বদলান না ভাই!!)

সতর্কতাঃ " হাজার হাজার পরীক্ষার্থী যেখানে বছরের পর বছর কঠোর প্রস্তুতি নিয়েছে , সেখানে এই দেড় মাসে আমি এমন কি আর প্রস্তুতি নিয়ে উলটে ফেলব, তার চেয়ে এবারের জন্য বরং বাদ দেই, সামনের বার ভালমতো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিব" এমন চরমতম ভুল চিন্তা যারা করছেন, তাদেরকে বলব- আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় এই দেড় মাস। এই দেড়মাসের নিরবিচ্ছিন্ন সাধনা আপনাকে সেই গন্তব্যে পৌছে দিতে পারে, যা হয়তো অন্যরা ২/৩ বছরের পরিশ্রমের পরও পাবেন না। অন্যবার হয়ত এমন হয়েছে যে, আপনার দীর্ঘ পরিশ্রমের ফল ভাগ্যক্রমে দুচার দিনের চেষ্টায় ছিনতাই করেছিল অন্যকেউ।

এবারই কি সেই সময়, যখন আপনি তার প্রতিফল বুঝে নেবেন!!! বিসিএসের প্রকৃতিটাই আসলে এমন, এখানে তিন বছরের চেষ্টা যেমন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে, আবার তিন সপ্তাহের প্রাণান্ত চেষ্টায় আপনি পেয়ে যেতে পারেন সাফল্যের আপাত সোনার পাথর বাটির দেখা। তাই কোনরকম দ্বিধা সংকোচে না ভুগে সৃষ্টিকর্তার ওপর আস্থা রেখে শুরু করুন শেষমুহুর্তের স্বপ্নযাত্রা। ( ভারি ভারি কথা
বলতে ভালই তো লাগে, হা হা...)

আমি নিশ্চিত, বিসিএস সম্পর্কিত বিষয়ে আমার চেয়ে বহুগুণ ভাল ধারনা রাখেন, এমন অনেকেই এখানে আছেন। তাই পরামর্শ দেওয়ার দুঃসাহস নেই। এটুকু শুধু আশা করব, আমার এবং অন্য অনেকের মতামতের সাথে নিজের ধ্যানধারণা মিলিয়ে আপনি বিসিএস নামের মহাযুদ্ধে জয়লাভের লক্ষ্যে স্বল্প সময়ের কৌশলগত প্রস্তুতি- পরিকল্পনা সাজিয়ে নিবেন। নিজের শক্তি-দুর্বলতার কথা না ভেবে অন্ধভাবে অন্যের অনুগামী হওয়া কোন কাজের কথা না। আপনাদের এই স্বপ্ন অভিযাত্রায় আমার শুভ কামনা রইল।

( আমার এই আলগা পন্ডিতি শেয়ার করে নিজের ওয়ালে রাখার মতো মস্তবড় ভুল জীবনেও করবেন না। চাইলে গালি-টালিও দিতে পারেন। তবে কমেন্টের মতো পাবলিক প্লেইসে নয়, ইনবক্সে। চৌধুরী সাহেব, ফাঁকিবাজ হয়েছি বলে কি আমাদের মানসম্মান নেই!!!)

[ আমার লেখা অনুসরন করেন জানিয়ে ইনবক্সে অনেকেই স্বল্পসময়ে প্রিলি প্রস্তুতির জন্য কিছু লেখার অনুরোধ করেছেন। কিন্তু বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদায় মৌলিক প্রশিক্ষণরত অবস্থায় দিনরাতের প্রতিটি মুহূর্ত যখন ঘড়ির কাটায় বাধা, তখন নতুন কিছু চিন্তা করা বা লেখা শুধু অসম্ভবই নয়, রীতিমতো অকল্পনীয় ও বটে। তাই ৩৬ তম বিসিএসের আগমুহূর্তে লেখা এই পোস্টটাই কিছুটা পরিবর্তিত আঙ্গিকে রিপোস্ট করলাম।]

★. Source : Shamim Anwar, এএসপি, বাংলাদেশ পুলিশ
৩৪তম বিসিএস ( পুলিশ) ক্যাডার।
Former Lecturer, Department of Accounting,
Khagrachari Govt. College.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog (Dhumkeatu's Diary - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog (Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Dhumkeatu's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Dhumkeatu's Diary" || 25.06.2018 || 🇧🇩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় গানের সংক্ষিপ্ত তালিকা...

**প্রিয় গানের সংক্ষিপ্ত তালিকা... ১) মন শুধু মম ছুঁয়েছে- সোলস ২)নিঃস্ব করেছ আমায় - শাফিন ৩)ফিরিয়ে দাও- মাইলস ৪)শ্রাবনের মেঘগু...