সোমবার, ২৫ জুন, ২০১৮

মেয়েদের প্রতিঃ 'মেয়েরা সচেতন হোন'

*** (মেয়েরা আপনাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক অনুরোধ জানাচ্ছি এই 'নোট' টা ধৈর্য সহকারে সম্পূর্ণ পড়ার জন্য, কারন আপনার দুর্ভাগ্য আপনি ছেলে নন, এবং আপনার সৌভাগ্য আপনি একজন মেয়ে, কারো মা, কারো বোন...)

★. মেয়েদের প্রতিঃ

আপনি কাউকে ভালোবাসেন? তার বহিঃপ্রকাশ যদি কেউ কাপড় খুলে ছবি পাঠিয়ে দিতে বলে তাহলে সে কি ভালোবাসার মানুষ খুঁজছে নাকি প্রস্টিটিউট খুঁজছে আপনি ভেবে দেখুন এবং সিদ্ধান্ত নিন আপনি কি হতে চান।

আমি বছরের পর বছর এসব নিয়ে কাজ করতে করতে ত্যাক্ত বিরক্ত। আমার অভিজ্ঞতার ভিত্তিতে কিছু সাজেশন দিয়ে রাখিঃ

১) বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসেন? তার জন্য ত ইনবক্সে কাপড় খুলে ছবি দেওয়ার দরকার নেই। যদি তার এই আব্দার পূরন করতে না পারেন সে চলে যাবে। এমনই যদি হয় তাহল তার যাওয়াই ভালো। কারন আরেকদিন আরো সুন্দরী কাউকে পেলে এমনিতেই চলে যাবে।

২) বিয়ে হয়ে গেছে, জামাই। তো কি হয়েছে? সবকিছু ক্যামেরায় বন্দি করে রাখার তো দরকার নেই। কোনদিন যে তালাক হয়ে সেই আপনার শত্রু হবে না তার নিশ্চয়তা কেউ দিতে পারে না।

উদাহরনঃ আমার পরিচিত এক ভিক্টিম, তার জামাই পরকিয়া করছে, সে কিছুই করতে পারছে না। কারন আগের ছবি ইন্টারনেটে দিয়ে দেওয়ার হুমকি দেওয়ায়।

৩) আপনি ফেসবুক আইডিতে কোন ছবিই দেন না বা অনলানেই থাকেন না। তাহলে আর কি ভয়। হ্যাঁ, আপনি আরো ভয়ানক সাইবারক্রাইমের শিকার হতে পারেন।

উদাহরনঃ একজন ভুক্তভোগী, সিংগাপুরে হানিমুনে গিয়েছিলেন। ফেসবুক আইডি আছে তবে ছবিই দেন না। বিদেশে নিজেদের মোবাইলে গোপনীয় অনেক ছবি তুলেছিলেন। ঢাকায় এসে এয়ারপোর্টে মোবাইল হারিয়ে ফেলেন। এরপর সব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়।

৪) অনেকেই দেখা যায়, আয়নার সামনে নিজে নিজেই ছবি তুলেন আর ডিলিট করেন না। কোনদিন মোবাইল হারালো তো অনলাইনে আপলোড সব। আমার দেখা একটি সাইবারক্রাইম একেক রকম অদ্ভুত। এইসব সমস্যা সমাধান করতে গিয়েও পাগল হয়ে যাওয়ার অবস্থা হয়। যাই হোক, এইসব নিয়ে লিখালিখি করবো ভাবছি, যাতে সবাই ভবিষ্যতে সাবধান হতে পারেন। আহাজারি আর ভালো লাগে না।

©. BD GREY HATS & Kazi Minher MohsinUddin.

★.মেয়েরা সচেতন হন ঃ

(প্রয়োজনে শেয়ার করে রাখুন এতে কোন না কোন বোনের উপকার হবে)

১) রাতের বেলা বাসায় ফেরার সময় কোন মাইক্রো বাস লিফট দিতে চাইলে উঠবেন না।

২) রাতের বেলা ফাঁকা বাসে উঠবেন না।

৩) বাসে উঠে ঘুমিয়ে পড়বেন না এবং অন্যের দেয়া খাবার খাবেন না ।

৪) খালি বাসায় টিউশনি করাবেন না।

৫) কোচিং সেন্টারে বান্ধবিদের সাথে যাবেন। একা একা অতিরিক্ত সময় আগে চলে যাবেন না এবং ক্লাস হবে কিনা আগেই নিশ্চিত হয়ে নিবেন। কারন ফাঁকা নির্জন ক্লাস রুমে অনেক মেয়েই শিক্ষকের আক্রমন এর স্বীকার হয়।

৬) পরিচিত কারো দ্বারা হয়রানির আঁচ পেলে পরিবারের সদস্যদের অবহিত করবেন ।

৭) ফেসবুক/ মোবাইলে অপরিচিত কারো সাথে দেখা করতে চাইলে ভুলেও দেখা করবেন না।

৮) সন্ধ্যার পর পর্যন্ত নির্জন লেক পার্ক গুলোতে অবস্থান করবেন না। আঁধার নামার আগেই সেসব স্থান ত্যাগ করবেন।

৯) নির্জন পার্ক জঙ্গল বন বা পিকনিক প্লেসের গভীর এলাকায় যাবেন না।

১০) কিছু করার আগে, কোথাও যাবার আগে নিজের নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হয়ে নিবেন। বা নিরাপত্তার কথা ভাববেন। ...... কারন আপনার সাথে জরিয়ে আছে , আপনার পরিবারের, বাবা, মা, ভাই, বোনের সম্মান এবং ভালোবাসা।।

©. (সংগৃহীত)

★. আপনাদের অবশ্যই জানা উচিৎ ঃ

*** "মেয়েরা আপনাদের Facebooking নিয়ে বলব, আরো বেশি Careful হোন সকল প্রকার Social Networking - এ। সামান্য Like আর পাম্প মারা Comment - এর জন্য, আপনারা অনেকেই ভুল আবেগে Fully Unknown Person - কে Friend Request পাঠাচ্ছেন, Real Life - এ যাকে চেনেন না তাকে Accept করছেন। তবে Friends & Family & Classmate & Known Buddy এবং কর্মক্ষেত্র ও শিক্ষা ক্ষেত্রের অনেক জনকে Add করা টা হয়ত আপনার ক্ষতির কারন হতে পারে না।

*** নিতান্ত Unknown কাউকে বা কারো কিছু ভাল লাগলে, আমার Tips হলো আপনি তাকে Add নয়, Follow করতে পারেন। এই জন্য বলছি, আপনার Life, আপনার অবশ্যই Personality & Privacy আছে, কারো যদি না থাকে তবে এগুলো থাকা উচিৎ।

*** আপনার Life, আপনি, আপনার Personal Life -কে Publicity করতে পারেন না। হুম, পারেন শুধু মাত্র পরিচিত দের মাঝে, (Friends & Family & Known Buddies), Real Life -এ, যাদের সাথে কোন Connection, নেই, তাদের সাথে নয়, কেন নয়...? সে ব্যাখ্যা ও দিব..!

*** একজন মানুষের জিবন চলতে ২০, ৩০, ৫০ জন, কাছের মানুষ Enough, ১০০,২০০ কখনো অতি আপন করা / ভাবা অর্থহীন। আমি অনুরোধ করছি, Unknown or Harmful কাউকে তার নূন্যতম পরিচয় না যেনে Add or Accept কখনোই করবেন না।

*** যদি করেউ থাকেন, আর নয়। তিনি আপনার জন্য, Harmful or Disgusting হলে, আজ ই Unfriend করে দেন, আর এই অধিকার আপনি রাখেন, আপনার Life, আপনার Likings, আপনার Decisions... আপনি নিজেকে যত Open করবেন, আপনি তত অনিরাপদ, অন্তত এই Social Networking - এ।

*** আপ্নি কোন Super Star নন যে আপ্নি আপ্নার, Personal Feelings, আপনার Personal Moments, Publicity করবেন।
Example : ধরুন, কারিনা কাপুর - এর সবই তো Publicity করা,,,, , O.K, I'm agree with you, কিন্তু আপ্নি কি জানেন তার অন্তঃবাস কোন Brand - এর, কোন Colour -এর, এটা জানেন না। কারন Personal বলে যে কিছু আছে, কিছু থাকে, যা Publicity করতে হয় না, করতে পারা যায় না।

*** Extrovert, হওয়ার মধ্যে Artistic Excellency নাই, শেষে শুধু উপহাস জুটবে। আপ্নি নিজেকে যত গোপন রাখবেন, আপনি তত নিরাপদ।

হুমায়ূন আহমেদের কথা টা মনে রাখবেন, " "নিজেকে খবরদার সহজলভ্য করো না। নিজের মূল্য বুঝতে শিখো। তুমি যে অমূল্য সেটি বুঝিয়ে দাও। কমপক্ষে এইটুকু বুঝিয়ে দাও চাইলেই তোমাকে পাওয়া সহজ নয় "

*** কেন নিজের খেয়ে, এত উপদেশ দিচ্ছি, এবার শুনুন : "আমরা, সবাই যেহেতু Adult (১৮+), আমাদের এটা জানা উচিৎ। আপ্নি কি যানেন বেশির ভাগ Adult Blog, Adult Web Site, Adult Page (fb), তে আপ্নার মত অনেক সুন্দরিদের Photo, Video, আছে, যারা কোন দিন জানেউ না যে তাদের Photo গুলা এখন, Adult Blog/Page/Site (বিশেষ করে Bangladeshi & Indian) User দের Public Property, Se*-Fantacy,,,,

শুন্তে খারাপ লাগ্লেউ, এটাই Reality... কিছু Basterd Por*holic অই সব Photo গুলো বেশির ভাগ Collection, করে Social Media (Facebook, Twitter, Google +) থেকে, বিশেষ করে অই সব মেয়েদের Id থেকে জারা, Like - এর আশায় "সব Personal Photo, Video, Public করে রাখে।

হয়ত, ১০ পর বছর দেখবেন, আপ্নার কোন এক Nice Photo... আছে 18+ Blog, Web Site - এ, আর photo গুলার Caption -এ যা লেখা থাকে, তা পড়লে, আপ্নার বমি হয়ে যাবে।

হুম, মানুষ এতই খারাপ, কিছু মানুশ এতোই খারাপ যে "মা" এর বয়সী দের Photo গুলাও, অমুক Se*y Aunty, তমুউক Se*y Vabi, বানিয়ে Upload দেয়। এরা বিকৃত মস্তিষ্কের, কিন্ত আপ্নি তো সুস্থ, তাই যে যদি না চান, আপ্নার কোন Personal Photo ঐ সব Blog, Site -এ না যাক, ৫/১০ বছর পর আপ্নার ছোট ভাই/ Husband /Children আপ্নার Photo খুযে পাক, বমি চলে আসা Caption, গুলোসহ, তাই সচেতন হোন, অন্য কে সচেতন করুন।

*** তাই বলে কি মেয়েরা Social Networking করবে না, Facebook,  Twitter,  Instagram, Google + -এ Photo upload দিব না,,,? Personal Feelings, Moments Share করব না,? অবশ্য ই করব, কিন্তু যা Publicity করার দরকার নাই, তা Friends & Family -এর মাঝে সীমাবদ্ধ রাখব... Photo, Video, Post গুলা, Public না, Friends করে রাখব। অন্তত আপ্নার পরিচিত কেউ এই ক্ষতি করবে না,,,
Facebook -এ Friends Add এ সচেতন হোন, না চিনে, না যেনে Unknown কাউকে কোন দিন Add দিবেন না। যদি দিয়ে থাকেন ও, Unfriend করে দেন, (যদি সে আপ্নার Problem -এর কারন হয়) Unknown কাউকে Add করার আগে (যদি তাকে Add করার খুব ইচ্ছে হয়), অন্তত তাকে,Message দিয়ে যেনে নিন, তিনি কে,,,?
আপ্নার জন্য, আপ্নার Facebook Friend List -এ থাকা Family Members, Classmates, Friends, Known Senior, Known Junior, Teachers, kin, -এরাই যথেষ্ট।

* Always Avoid Unknown Person on Social Media - Mr. Nobody.

* The channel is known only to the natives; so that if any stranger should enter into the bay without one of their pilots he would run great danger of shipwreck. - Thomas More.

* The oldest and strongest emotion of mankind is fear, and
the oldest and strongest kind of fear is fear of the unknown. - H. P. Lovecraft.

★ "প্রয়োজন মনে করলে শেয়ার করবেন। মেয়েরা আমাদের মা-মেয়ে ও বোন তোমাদের ইজ্জত আমাদের ইজ্জত! তোমাদের সম্মান আমাদের সম্মান! তোমারাই পরিবারের অহংকার গৌরব! তোমাদের সুরক্ষা করা প্রতিটি মানুষের দায়িত্ব ও কর্তব্য!!! শেয়ার করে প্রচার করুন।

©. Mr. Nobody. । 19.05.16 ।

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog (Dhumkeatu's Diary - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog (Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Dhumkeatu's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Dhumkeatu's Diary" || 25.06.2018 || 🇧🇩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় গানের সংক্ষিপ্ত তালিকা...

**প্রিয় গানের সংক্ষিপ্ত তালিকা... ১) মন শুধু মম ছুঁয়েছে- সোলস ২)নিঃস্ব করেছ আমায় - শাফিন ৩)ফিরিয়ে দাও- মাইলস ৪)শ্রাবনের মেঘগু...