সোমবার, ২৫ জুন, ২০১৮

মানুষ হুদাই হাসে ! হুদাই কান্দে !

** মানুষ কেন হাসে?

১ - সহজ হিসাব আনন্দে হাসে।

২ - দুঃখ কষ্ট লুকানোর জন্য হাসে।

৩ - হাসি সংক্রামক। মানুষ অন্য কাউকে হাসতে দেখলে হাসে।

৪ - হাসির কিছু ফিলোসফি আছে। কেউ ধরুন আপনাকে জিজ্ঞেস করল ' কেমন আছেন?' আপনে শুধু মাত্র হাসি দিয়ে জবাব দিতে পারবেন।

৫ - অতিরক্ত দুঃখে মানুষ হাসে। আবার অতি আনন্দে মানুষ কাঁদে !

৬ - ' মানুষের হাসি হয় নিষ্পাপ' এরকম একটি প্রবাদ আছে। কথাটা ভুল। প্রতারণা করার জন্য মানুষকে হাসির আশ্রয় নিতে হয়।

৭ - আবার বিবর্তনবাদীরা হাসির ভেতরে খুঁজে পায় ডারউইনের রহস্য। অবাক হচ্ছেন? এরা বলছে শিম্পাঞ্জিকে কাতুকুতু দিলে এরা মানুষের মতই গড়াগড়ি করে। অর্থাৎ মানুষ এই স্বভাব সেখান থেকেই পেয়েছে।

৮ - মানুষকে সব থেকে বেশি সময় হাসতে হয় - আমি ভাল আছি। এই বাক্যটি বোঝানোর জন্য। যেন বেঁচে থাকার একটি শর্ত হল তোমাকে ভাল থাকতেই হবে।

৯ - স্বাস্থ্য ঠিক রাখার জন্য অনেকেই সকাল ৫ টায় সাদা জুতা পরে এক সাথে হয়ে হাসতে থাকে। বিজ্ঞান আমাদের বলছে জোর করে হলেও প্রতিদিন নিয়ম করে হাসতে। পৃথিবীটা আসলেই নিষ্ঠুর, এখানে হাসি না এলেও হাসতে বলা হয়েছে !

.....................................................................................

** মানুষ কেন কাঁদে?

১- সহজ কথা হল মানুষ কষ্ট পেলে কাঁদে।

২ – কান্না সংক্রামক। মানুষ অন্যকে কাঁদতে দেখলে কাঁদে।

৩ – কোথায় যেন পড়েছিলাম বছরে একজন পুরুষ গড়ে ৭ বার কাঁদে এবং নারীর ক্ষেত্রে এই সংখ্যাটি ৪৭।

৪ – কান্না সম্পর্কে আরো একটি মজার জরিপ আছে। সেখানে বলা হয়েছে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা হলো কান্নাকাটির জন্য সবচেয়ে কমন সময়।

৫ – মানুষ শুধু দুঃখেই কাঁদে তা কিন্তু না, মানুষ মানুষের কাছ থেকে সিম্পেথি পাবার জন্য কাঁদতে পছন্দ করে। ‘ আমি বড় দুঃখী’ এই প্রিয় বাক্য প্রতিষ্ঠিত করার জন্য কান্নার প্রয়োজন হয়।

৬ – মানুষ কোন কিছু পাবার জন্য কান্নার আশ্রয় নেয় আবার না পেয়েও কাঁদতে থাকে।

৭ - মানুষের চোখের পানি তিন ধরনের-

ক - চোখকে ধুলাবালি থেকে রক্ষা করে
খ- চোখের রিফ্রেসের জন্য
গ- দু:খ কষ্ট অনুভব করার কান্না

৮ - চোখের পানি লোনা বলে অনেকেই মানুষের আদিজন্ম সমুদ্র বলে ধারণা করে তবে এই তথ্যবিজ্ঞান সমর্থন করে না।

৯ – আমাদের সমাজে কান্না একান্তই ব্যাক্তিগত ব্যাপার। রাস্তা ঘাটে শপিং মলে কান্না এলে চেপে যেতে হয়।

১০ – সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কথা আমার খুব পছন্দ। ‘মেয়েরা যে কথাটি কাউকে বলতে পারে না সে কথাটি রাতে কাঁদতে কাঁদতে বলে বালিশকে’।

১১- বিজ্ঞান এখন আবেগকে স্বীকার করছে। অনেক সময় আমরা কারো সাথে কথা বলেই বুঝতে পারি মানুষটি কষ্টে আছে। এই ব্যাপারটি ঘটে মস্তিষ্কে অ্যামাগডালার কারণে।

১২ – কান্না খুব পবিত্র জিনিস এরকম একটি ভুল প্রবাদ আছে। অনেক নষ্ট ছলনার জন্য মানুষ বার বার নেকি কান্নার আশ্রয় নিয়েছে।

১৩ - মনোবিজ্ঞানীরা বলছে কাঁদলে মানুষের মন হালকা হয়। আবার অকারণে ঘন ঘন কাঁদতে নিষেধ করছে। তারা এই রোগটির নাম দিয়েছে বিষণ্ণতা রোগ। প্রায় ৩০ ভাগ মানুষ এই রোগে আক্রান্ত।

* হুদাই হাসে ! হুদাই কান্দে !

★. Source :  ©. Zunayed Evan. (17.05.2016)
Vocal, Lyricist, Composer @ Ashes.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog (Dhumkeatu's Diary - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog (Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Dhumkeatu's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Dhumkeatu's Diary" || 25.06.2018 || 🇧🇩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় গানের সংক্ষিপ্ত তালিকা...

**প্রিয় গানের সংক্ষিপ্ত তালিকা... ১) মন শুধু মম ছুঁয়েছে- সোলস ২)নিঃস্ব করেছ আমায় - শাফিন ৩)ফিরিয়ে দাও- মাইলস ৪)শ্রাবনের মেঘগু...