সোমবার, ২৫ জুন, ২০১৮

আমার পছন্দের ৯৯ টি 'বাংলা' গানের সংকলন

গান গুলি বর্ণমালা অনুযায়ী দেওয়া হলঃ

★. অ :
অন্যথায় - রিকল
অনেক সাধের ময়না আমার - বশীর আহমেদ
অশ্রু দিয়ে লেখা এ গান - সাবিনা ইয়াসমিন

★. আ :
আল্লাহ আল্লাহ - আব্দুল আলীম
আলো আলো - তাহসান
আকাশ মাটি - আহমেদ রাজীব
আজ এই আকাশ - আদিত
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি
আমি তোমাকেই বলে দেব- সঞ্জীব চৌধুরী
আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন - শেখ ইশতিয়াক
আমি বাংলায় গান গাই - প্রতুল মুখোপাধ্যায়
আমি এক যাযাবর- ভূপেন হাজারিকা
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো - বশীর আহমেদ
আমি অপার হয়ে বসে আছি - লালন গীতি
আবার এলো যে সন্ধ্যা - হ্যাপী আখন্দ
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি - জেমস
আজ এই বৃষ্টির কান্না দেখে - নিয়াজ মোহাম্মদ চৌধুরী
আমার নয়নে নয়ন রাখি - নজরুল গীতি
আলাল ও দুলাল - আজম খান
আমি কষ্ট পেতে ভালোবাসি - আইয়ুব বাচ্চু
আয়নাতে ঐ মুখ - মাহমুদুন্নবী
আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে - রবীন্দ্র সংগীত
আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে - রুনা লায়লা
আমার গায়ে যত দুঃখ সয় - বারী সিদ্দিকী
আমি এত যে তোমায় ভালোবেসেছি - মানবেন্দ্র মুখোপাধ্যায়
আমাকে আমার মত থাকতে দাও - অটোগ্রাফ

★. এ :
এক পায়ে নূপুর - তপু
এক সুতোয় - নয়ন মেহেদী এতটা ভালোবাসি - রিকল
একবার বল - ২২শে শ্রাবণ (অনুপম রায়)
এক সাগর রক্তের বিনিময়ে- গোবিন্দ হালদার এর গান
এ এমন পরিচয় - সোলস
একদিন ঘুম ভেঙ্গে দেখি - শেখ ইশতিয়াক
একখানা মেঘ ভেসে এল আকাশে- ভূপেন হাজারিকা
এমনতো প্রেম হয় - সৈয়দ আব্দুল হাদী
এই মেঘলা দিনে একলা- হেমন্ত মুখোপাধ্যায়
এই রাত তোমার আমার- হেমন্ত মুখোপাধ্যায়
একটা ছিল সোনার কন্যা - সুবীর নন্দী
এক সেকেন্ডর নাই ভরসা - ফিরোজ সাঁই
এই দূর পরবাসে -  আর্টসেল

★. ঐ :
ঐ রঙধনু থেকে কিছু কিছু রঙ এনে দাও না - বেবী নাজনীন

★. ও :
ওরে নীল দরিয়া - মোঃ আব্দুল জব্বার
ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা - পবন দাশ বাউল/ শেফালী ঘোষ
ওকি গাড়িয়াল ভাই - আব্বাস উদ্দিন

★. ক :
কবে - নেমেসিস
কেন দূরে থাক- হেমন্ত মুখোপাধ্যায়
কষ্ট কাকে বলে - আইয়ুব বাচ্চু
কি জাদু তোমার চোখে - মাইলস
কবিতা পড়ার প্রহর এসেছে - সামিনা চৌধুরী
কফি হাউজের সেই আড্ডাটা - মান্না দে
কেন এই নিঃসঙ্গতা - সোলস
করিমনা কাম ছাড়ে না - লালন গীতি
কোনবা দোষে আইলো পিরিত - শেখ ইশতিয়াক
কত দিন দেখিনি তোমায় - নজরুল সংগীত কেমন আছ কোথায়  - অ্যাশেজ
কি আর হবে রে - অ্যাশেজ

★. গ :
গাড়ি চলে না চলে না - শাহ্ আব্দুল করিম
গানেরই খাতায় স্বরলিপি - রুনা লায়লা
গাইবোনা - সুমন / আনিলা

★. চ :
চাইতে পার - অর্থহীন
চার ছক্কা হৈ হৈ,বল উড়াইয়া গেল কৈ
চাঁদ তারা সূর্য নও তুমি- মাইলস
চলছে - ত্রিরত্নের খ্যাপা
ছায়া - স্কাম্প হোমিস গ্যাং

★. ছ :
ছাড়পোকা - অ্যাশেজ

★. জ :
জন্ম আমার ধন্য হলো মা’গো- সাবিনা ইয়াসমিন
জীবনের গল্প আছে বাকি অল্প - এন্ড্রু কিশোর
জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি - নিয়াজ মোহাম্মদ চৌধুরী

★. ড :
ডুব - হাবীব

★. ত :
তুমি আমার ঘুম  - সৈনিক তোমাকে - আর্টসেল
তোমারে লেগেছে এত যে ভালো - তালাত মাহমুদ
তোমার খোলা হাওয়া - রবীন্দ্র সংগীত
তাঁরা ভরা রাতে - মোঃ আব্দুল জব্বার
তোমাকেই মনে পড়বে - ওয়ারফেজ

★. দ :
দ্বীপ ছিল শিখা ছিল - মান্না দে
দূরে - তাহসান

★. ধ :
ধন্যবাদ হে ভালোবাসা - গীতিকবিতা ২ - ফিডব্যাক
ধ্রুবতারা - এস. আই. টুটুল
ধর যদি হারাই কোনদিন - K-OZ

★. ন :
নেই - তাহসান
নীলাঞ্জনা - শেখ ইশতিয়াক
নন্দিতা তোমার কথা - শেখ ইশতিয়াক
নিঝুম রাতের আধারে - অবসকিউর

★. প :
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব- হেমন্ত মুখোপাধ্যায়
পরী (আজ তোমার মন খারাপ মেয়ে) - বাপ্পা মজুমদার

★. ফ :
ফিরিয়ে দাও আমার প্রেম ( নিঃস্ব করেছ আমায় ) - মাইলস

★. ব :
বেদনা - শূন্য
বেঁচে থাকার গান - ২২শে শ্রাবণ (ফসিল)
বিষন্ন বর্ষা - স্কাম্প হোমিস গ্যাং
বাঁশি শুনে আর কাজ নাই- শচীন দেব বর্মন
বিস্তির্ণ দুপাড়ের অসংখ্য মানুষের- ভূপেন হাজারিকা
বাংলাদেশ - জেমস
বাংলাদেশ - আজম খান
বৃষ্টি দেখে অনেক কেঁদেছি - পার্থ বড়ুয়া
বাড়ীর কাছে আরশী নগর - লালন গীতি
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান - জলের গান
বোঝে না সে বোঝে না - অরিজিৎ সিং
বৃষ্টি ঝড়ে যায় - তৌসিফ

★. ভ :
ভ্রমর কইও গিয়া - রাধারমণ দত্ত পুরোকায়েস্ত
ভেবে ভেবে - হৃদয় খান
ভীনদেশী তাঁরা - চঁন্দ্রবিন্দু

★. ম :
মাটির রোদ - আফটারমাথ
মেঘ থম থম করে কেউ নেই- ভূপেন হাজারিকা
মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে- মান্না দে
মন শুধু মন ছুঁয়েছে - সোলস
মেলায় যাইরে, মেলায় যাইরে - ফিডব্যাক
মনে পড়ে তোমায়- গীতিকবিতা ১ - ফিডব্যাক
মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়া -হাসন রাজার গান
মন আমার দেহ ঘড়ি - আব্দুর রহমান বয়াতী
মা - জেমস
মৌসুমী - ফিডব্যাক
মায়াবী এ রাতে - সুমনা হক
মনে বড় আশা ছিল যাব মদিনায় - আব্দুল আলীম
মান্নান মিয়ার তিতাস মলম - জেমস
মনে পড়ে রুবি রায় - আর. ডি. বর্মন
মাঝ রাতে  - অবসকিউর
মন ভালো নেই - তপু
মাটি হব মাটি  - রুমি

★. য :
যদি কাগজে লেখো নাম - মান্না দে
যে পথে পথিক নেই- জেমস
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে - রবীন্দ্র সংগীত
যেখানে সীমান্ত তোমার – কুমার বিশ্বজিৎ
যেতে দাও গেল যারা - রবীন্দ্র সংগীত
যাক না উরে - মিলন মাহমুদ

★. র :
রাজাহীন রাজ্য - শুন্য

★. ল :
লোকে বলে বলেরে - হাসন রাজার গান

★. হ :
হাঁসিমুখ -শিরোনামহীন

★. শ :
শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে- ভূপেন হাজারিকা
শাড়ি - হায়দার হোসেন
শীতলও বাতাসে - তানজীব সরোয়ার
শেষ সূচনা - ইমরান

★. স:
সুন্দরীতমা - জেমস সব লোকে কয় লালন কী জাত সংসারে - লালন গীতি
সবাইতো সুখী হতে চায় - মান্না দে
সুখেরই পৃথিবী সুখেরই অভিনয় (আসলে কেউ সুখী নয়) - আইয়ুব বাচ্চু
সাগর সঙ্গমে সাঁতার কেঁটেছি কত- ভূপেন হাজারিকা
সে যে বসে আছে - অর্ণব
সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো - হাসন রাজা
সেই তুমি কেন - এল আর বি
সুনীল বরুণা - মাহদি

★. হ :
হারিয়ে যাও - আর্বোভাইরাস
হৃদয়হীনা - মাইলস
হাসতে দেখ গাইতে দেখ - আইয়ুব বাচ্চু
হৃদয় কাঁদা মাটির কোন মূর্তি নয় - রেনেসা
হাতের রেখা - আনন

©. Collected By : Mr. Nobody । 07.05.16 ।

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog (Dhumkeatu's Diary - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog (Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Dhumkeatu's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Dhumkeatu's Diary" || 25.06.2018 || 🇧🇩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় গানের সংক্ষিপ্ত তালিকা...

**প্রিয় গানের সংক্ষিপ্ত তালিকা... ১) মন শুধু মম ছুঁয়েছে- সোলস ২)নিঃস্ব করেছ আমায় - শাফিন ৩)ফিরিয়ে দাও- মাইলস ৪)শ্রাবনের মেঘগু...