জানিস, "চন্দ্রবিন্দুর" গানটা না ; আমার আর তোর, সাথে খুব মিলে
যায়রে ! তোকে দেখলে, আমার দূর আকাশের তাঁরার কথা মনে হয় । আকাশের তাঁরার দিকে আমরা যেমন শুধু তাকিয়ে থাকি, তাকিয়ে থেকে স্বপ্নালু হই, মন যেমন করে চায় শুধু তাঁরাটিকে ছুঁতে, তার পাশে নিজেও গিয়ে জ্বলতে, আমারো ঠিক তেমন হয় । গানে যেমন বলা আছে.......
"আমার রাত জাগা তাঁরা
তোমার আকাশ ছোঁয়া বাড়ি,
আমি পাইনা ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারি ! "
আমি যে ঠিক তেমন করেই, তোকে ছুঁতে পারি না । কাছে থেকেও তুই অনেক দূরে, নিজের সামনে তোকে দেখলেও, তোকে শুধু একটা তাঁরাই মনে হয় ! নিজেকে খুব, খুব সাধারণ একজন মানুষ মনে হয়, যে কিনা স্বপ্ন দেখতেই পারে । স্বপ্নের কথা বলতে ভয় পায়, যদি স্বপ্নটিকে কেউ তার থেকে ছিনিয়ে নিয়ে যায় ?
"আমি ভালোবাসি " । কেন বাসি জানিস ? জানার তো কথা না, আমি
নিজেই যে জানি না, সত্যিই জানি না । হয়ত 'ভালবাসা' কে যুক্তি দিয়ে বিচার করে, কারণ বের করলে সেইটা ভালবাসা থাকে না, হয়ে যায় কিছু স্তুপায়িত বুলির সম্ভার, এজন্যই জানি না । তোকে, তোর সামগ্রিকতাকে ভাল লাগে বলেই 'ভালোবাসি' !
কেন তোকে 'ভালবাসা' কি অন্যায় নাকি রে ? হলে হোক, আমার তাতে কিছুই যায় আসে নারে । এক অলস বিষবাঁশির মত করে, তুই আমাকে তন্দ্রালু করে রাখিস । আমি এমন হয়েই থাকতে চাই । আর কিছু চাই নারে ।
গানটার পরের লাইন এমন :
"ঠিক সন্ধ্যে নামার মুখে,
তোর নাম ধরে কেউ ডাকে,
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্প বলো কাকে ? "
কাউকে তোর গল্প বলিস ? আমিও কি শুনতে পারি রে ? খুব শুনতে ইচ্চে করে জানিস !
তোর সাথে থাকতে, তোর হাঁসি দেখতে, চোখাচোখি হলে, তোর দুষ্টুমিমাখা হাঁসিটা দেখে লজ্জায় নিজের চোখ নামিয়ে নিতে ইচ্ছে করে । ঠিক তেমনি অন্যের বুকে মাথা রেখে, তাকে তোর গল্প গুলা বলিস, এইটা ভাবতেও অনেক বেশি অনেক বেশি কষ্ট লাগেরে ।
যদিও আমি জানি, হয়ত তেমনটাই হবে । কেন এমন হয় বলতে পারিস ? যাকে তুই হঠাত্ করেই 'ভালবেসে' ফেলার পরে, দিনে দিনে আরো বেশি গভীর, গভীর থেকে গভীরতর ভাবে, 'ভালোবাসতে' থাকিস সবচেয়ে বড় কষ্ট গুলা কেন তাদের কাছ থেকেই পেতে হয়রে ?
জানিস, নিজেকে আনাড়ি মনে হয় । তাছাড়া, কেউ কি এমন বোকার মত করে বল ? কিন্তু আমি যে, এমন হয়েই থাকতে চাই । যেই যুক্তি আমাকে কঠোর হতে শেখায় আমি তেমন যুক্তি চাই না । আলোর দিকে তাকিয়ে বলে উঠি.. ..
"আমার চোখ বেঁধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি ....! "
আমি একলাটি পথ হাঁটতে চাই না রে আর । তোর পানে, তোর বিহনে, তোর সঙ্গে হাঁটতে চাই । তাঁরারা আলোকবর্ষ দূরে থেকেও আমাদের দৃষ্টিতে যেমন খুব কাছে, আমি ঠিক তেমন করেই তোর কাছে থাকতে চাই রে । এইটা কি খুব বেশি চাওয়া বল ?
একটু স্বপ্ন দেখি ? তোর হাঁসি দেখে না আমার হৃদেয়ে কেমন শূন্যতা তৈরী হয় । অনেক ভালো কোন ছবি দেখলে বা গান শুনলে যেমন একটা নিঃসঙ্গতা সৃষ্টি হয় ঠিক তেমন । আমার নিজের মাঝে এখন এই সব গাঢ় নক্ষত্রের প্রতিটা নিঃসঙ্গতা ঝিক-মিকিয়ে আমায় উপহাস করে । আমার তাঁরা তো তুই, তোকে আমি প্রয়ই বলি.....
"আমার বিচ্ছিরি এক তাঁরা
তুমি নাও না কথা কানে ! "
কেন নিস নাসে কানে ? আমার যখন অনেক রাতে, অনেক অনেক রাতে ঘুম ধরে না, তখন আমার ভয়ংকর ইচ্ছা করে তোকে বলতে....
"প্লিজ, ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপ এ রাতে...! "
মন, অনেক খারাপ থাকে আজকাল । তোর জন্য । শুধুই তোর জন্য । তুই আমার থেকে দূরে চলে গেলে আমি কেমন করে থাকব ? এইটা চিন্তা করে আমার খুব খারাপ লাগে ? তোর সাথে তো আর থাকা হবে না ! তাঁরাদের সাথে নিজেকে কল্পনা করার মতো দুঃসাহস আমার নাইরে । সাধারণ একজন মানুষের থাকেও না........... ।
(Collected)
﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋
** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog (Dhumkeatu's Diary - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]
﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋
*** N.B : [All the post on this blog (Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Dhumkeatu's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]
*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷
*** Posted by : © "Dhumkeatu's Diary" || 02.07.2018 || 🇧🇩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন