" খোলা চিঠি "
- আতাউর রহমান রোদ্দুর
অনেক দিন পর আজ তোমাকে দেখলাম।
যেভাবে দেখতে চাইনি কোনোদিন !
তোমার ঠোঁটের সে হাসিটা মরে গেছে,
যে হাসিতে একদিন পাগল হতো ব্যাকুল প্রেমিক একজন তনু-মনে ।
ঝরে গেছে চুম্বকের মতো চোখের জাদুময়ী দৃষ্টি, যা
একদিন টেনে নিতো আমার হৃদয় তোমার কাছে,
সেখানে এখন খেলছে এক ভয়ঙ্কর অন্ধকার;
যমজ দু'ঠোঁটে স্মৃতির মলিন ছায়া ।
এভাবে দেখতে চাইনি তোমাকে কোনোদিন ।
বিরহ লিখে দিয়ে আমার বুকের তোরণে,
সমুদয় সুখ তো নিয়ে গিয়েছিলে কপট করপুটে তুলে,
ভুলে বিগত জীবন তোমার আমার;
তাহলে এমন কেনো হলো?
কী এমন সুখের বিক্রিয়া ঘটে পুরোটা সুখই দুঃখ হয়ে গেলো তোমার?
আমি জানি,
কোনোদিন পাবো না উত্তর তার,
কেননা এ চিঠি পড়বে না তুমি কোনোদিন;
শুধু আমার প্রশ্ন গুলো প্রজাপতি উড়বে তোমার চারিপাশে,-
খুব নিশিতে যখন জাগবে তোমার বুকে ব্যথার নদী,
উতলে উঠবে করুণ ঢেউ দু'চোখ মাঝে,
আমার প্রশ্ন তোমার চোখের জলে জল হয়ে পড়বে ঝরে প্রতিরাতে।
পাবে না তুমি টের এসবের কিছুই ।
আমি নই ,
আমার জিজ্ঞাসা তোমাকে চোখে চোখে রাখবে সারা জীবন |
﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋
*** Note: ® [This is one of my Favorite Bangla Poems. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog (Dhumkeatu's Diary - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]
﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋
*** N.B : [All the post on this blog (Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Dhumkeatu's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]
*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷
*** Posted by : © "Dhumkeatu's Diary" || 04.07.2018 || 🇧🇩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন