" শেষ চিঠি "
- মোঃ ফয়সাল মাহমুদ আব্দুল্লাহ
প্রিয় মায়াবিনী ;
এক সময় তোমাকে কতটুকু চাইতাম ;
তা ভাবলে আজো আমার কেমন
জানি শিহরণ জাগে
মনে হয় কি পাগলের মতই
না তোমাকে চাইতাম ; তাই না ?
আজো চাই ;
তবে আজ তোমার
একটা চাওয়া আমি পূরণ করছি
তুমি চেয়েছিলে আমি তোমায় ছাড়া
আমার জীবন খানি পার করে যাই ।
আমার কাছে তোমার এই
চাওয়া খানি অনেক ছোট মনে হয় ;
কারণ আমি তোমার এর চাইতে বড়
চাওয়া ও পূরণ করতে প্রস্তুত ছিলাম ।
হ্যাঁ ; তুমি আজ থেকে মুক্ত ;
মুক্ত বিহঙ্গের মতো তুমিও আজ
থেকে ভেসে বেড়াবে
যতটুকু পার ভেসে বেড়াও ;
দেখ এই জগত খানি নিজের মতো করে
যতই এই জগত খানিকে চিনবে ;
ততই আমাকে জানবে ;
ততই বুঝতে শিখবে আমি কি ছিলাম ;
কে ছিলাম; কেমন ছিলাম ।
তাই তুমি আজ থেকে স্বাধীন ;
কখনো তোমার কাছে আমার আর কোন
চাওয়া থাকবে না ।
এতই স্বাধীনতা দিলাম যে ; আমি চাই
তুমি এই স্বাধীনতার আতিশয্য যেন
সহ্য করতে না পার ।
আমি চাই একদিন তোমার দীর্ঘ শ্বাস
হোক ; নিজেকে নিজে বলবে আর কতো !!!!
আর কতো বাঁচবো ? আর কতোটুকু মুক্ত থাকবো ?
মুক্ত থাকতে থাকতে তোমার আবদ্ধ
হয়ার ইচ্ছা জাগবে
ইচ্ছা হবে কেউ তোমায় আবদ্ধ করুক
কেউ তোমাকে বলুক তুমি কি আমার হবে ?
হ্যাঁ ; আজ তোমায় অভিশাপ দিলাম
তুমি জীবনে যা চাইবে তাই পাবে
তোমার কোন অভাব থাকবে না ;
কারণ আমি চাই একদিন
তুমি এতো পাওয়ার মাঝে অভাব খুজবে ;
একটুখানি অপূর্ণতা খুজবে ,
কিন্তু ; আমি তোমায় অভিশাপ দিলাম
তোমার কোন অপূর্ণতা থাকবে না
তুমি অনেক সুখী হবে ; এতই
সুখী হবে যে তুমি একদিন দুঃখ খুজবে ।
তোমায় ছাড়া আমি অপূর্ণ ; আমি চাই
এই অপূর্ণতার অভাব খানি তোমার জাগুক কিন্তু;
আপসোস তুমি কখনো অপূর্ণ হবে না ।
কারণ পূর্ণতাই তোমার অপূর্ণতা ;
আর আমি ?
আমার কাছে তোমাকে না পাওয়ার
অপূর্ণতাই আমার পূর্ণতা ।
ভালোবাসি ; ভালোবাসব...
ইতি
কবি ; তোমার কবি ।
﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋
*** Note: ® [This is one of my Favorite Bangla Poems. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog (Dhumkeatu's Diary - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]
﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋
*** N.B : [All the post on this blog (Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Dhumkeatu's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]
*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷
*** Posted by : © "Dhumkeatu's Diary" || 04.07.2018 || 🇧🇩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন