☞ হিটলার এবং লাদেনের মৃত্যু ঘোষণা করার দিন
একই তারিখে। তারিখটি ১ মে।
☞ আমরা সাধারণত মেসেজ, বা চ্যাটিং এর সময়
ইংরেজি you কে ছোট করে U লিখি। এটি সর্বজন
স্বীকৃতি হয়েছে যখন প্রথম সেক্সপিয়ার তার
বইতে you এর পরিবর্তে U ব্যাবহার শুরু করেন।
☞ ভালোবাসা আসলে মানুষের হৃদয় থেকে
অনূভুত হয় না। হয় মানুষের ব্রেইন থেকে।
☞ ডায়েট কোকাকোলা পানির ভিতরে ঢাললে
পানির উপরে ভেসে থাকবে। কিন্ত সাধারণ
যে কোকাকোলা আছে তা পানিতে ঢাললে
পানির সাথে মিশে যাবে।
☞ মধু ই একমাত্র খাদ্য যা কখনোই পচে যায় না।
☞ পৃথিবী জুড়ে প্রতি বছর ৫০০০০ বারের ও
বেশী ভূমিকম্প হয়ে থাকে।
☞ পৃথিবীতে ফুটবল খেলাকে ১৮৮ টি দেশ
ফুটবল (football) বলে থাকে। আর বাকি
দেশগুলো ফুটবল খেলাকে সকার (soccer) নামেই জানে।
☞ সনি কোম্পানি এক ধরনের ফ্রিজ তৈরী
করেছে যার সামনে গিয়ে মানুষ হাসি দিলে ফ্রিজটি
খুলবে। তাছাড়া খুলবে না।
☞ ২৩ বছর বয়সের আগে আমেরিকার ৩০
থেকে ৪০% মানুষ পুলিশের হাতে গ্রেফতার হয়।
☞ 80 কে letter marks বলা হ্য় কারণ
L=12, E=5, T=20, T=20, E=5,R=18
(অক্ষরের অবস্হানগত সংখ্যা)
সুতরাং 12 5 20 20 5 18=80।
☞ ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো
করে পড়লে একই হবে।
☞ “ A quick brown fox jumps over the lazy dog”
বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
☞ “ I am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
☞ “Education” ও “Favourite”শব্দে সবগুলো
vowel আছে।
☞ “Abstemious ও Facetious ”শব্দে সবগুলো
vowel আছে।তবে মজার ব্যাপার হল শব্দের
vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
☞ ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Qএ পরে u
আছে।
☞ Rhythm সবচেয়ে দীর্ঘ ইংরেজি শব্দ যার
মধ্যে vowel নাই।
**
Colorful কে উচ্চারণ না করে বলা হলে, ঠোট নাড়ানো দেখে মনে হবে সে I love u বলছে।
.
*Courtesy : © RadioMunna.com (September 18, 2016)
﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋
** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog (Dhumkeatu's Diary - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]
﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋
*** N.B : [All the post on this blog (Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Dhumkeatu's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]
*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷
*** Posted by : © "Dhumkeatu's Diary" || 14.07.2018 || 🇧🇩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন