প্রযুক্তির দুনিয়ায় মানুষের যে বিষয়টি সবচেয়ে ঝুঁকির মুখে পড়েছে তা হলো গোপনীয়তা। একে রক্ষা করা সত্যিই কঠিন বিষয়। গুগল, বিং, ইয়াহু কিংবা অন্য সার্চ ইঞ্জিনগুলো ব্যবহারকারীর আইপি ঠিকানা এবং সার্চের বিষয়গুলো রেকর্ড করে রাখে। এসংক্রান্ত বিষয় গুগল তুলে ধরেছে তাদের ‘প্রাইভেসি অ্যান্ড টার্মস এফএকিউএস (ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স)’-এ। কিন্তু এসব আমরা কয়জনই বা পড়ি।
অবস্থান প্রকাশ পায় এমন কিছু
বিশেষজ্ঞরা দেখেছেন, কারো সার্চের ইতিহাস বিশ্লেষণ করে তার জন্মভূমি, শহর, প্রতিবেশী, বয়স, লিঙ্গ বের করা কোনো ব্যাপার নয়। অথচ যিনি সার্চ করছেন তিনি হয়তো কিছু না ভেবেই তথ্য খুঁজে যাচ্ছেন। বছরখানেক আগে নিউ ইয়র্ক টাইমসের কলামিস্ট ডেভিড লিওনহার্ড ভৌগোলিক অবস্থানের সঙ্গে কিভাবে সার্চের নিয়ম বদলায় তা ব্যাখ্যা করেন। যারা সাধারণ সামাজিক নিরাপত্তা, বিশেষ ধরনের অস্ত্র কিংবা নির্দিষ্ট কিছু বিষয়ে বেশি সার্চ দেয়, তারা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশ বা অঞ্চলে বাস করে। এভাবে সার্চের কোনো একটি বিষয়ে একেবারে বাড়ির ঠিকানা দিয়ে দেবে গুগলকে।
স্বাস্থ্যগত বা ওষুধসংক্রান্ত
আপনার জীবনের স্পর্শকাতর তথ্যগুলোর একটি স্বাস্থ্যগত তথ্য।
গুগলে যা সার্চ দেবেন সে তথ্যসহ আপনার আইপি অ্যাড্রেস কিংবা গুগল অ্যাকাউন্ট সংশ্লিষ্টি তথ্য রেকর্ড করার অধিকার সংরক্ষণ করে কম্পানি। ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ার অ্যানেনবার্গ স্কুল ফর কমিউনিকেশনের এক গবেষক টিম লিবার্ট জানান, স্বাস্থ্যবিষয়ক তথ্য যারা খোঁজে তাদের ৮০ শতাংশ তথ্য থার্ড-পার্টির কাছে চলে যায়। কেউ যদি এইচআইভি/এইডস নিয়ে সার্চ দেয়, তবে এর সঙ্গে তার অতীতের অন্যান্য সার্চের ইতিহাস বিশ্লেষণ করে সে যে এইডসের রোগী তা বের করে ফেলা হবে।
নিরাপত্তাহীনতা সংক্রান্ত
নিরাপত্তাহীনতার বিষয়ে জানাটা অনেক কম্পানির ব্যবসার নোংরা কৌশল হয়ে ওঠে। যেকোনো মানুষ নিরাপত্তাহীনতা থেকে মুক্তি চায়। আবার এগুলো এক ধরনের দুর্বলতা, যা অপরাধীদের কাছে সুযোগ হয়ে ওঠে। কাজেই আপনি যখন গুগলে নিজের দুর্বলতার জানান দিচ্ছেন, তখনই আপনি ঝুঁকির মুখেও পড়ছেন।
সন্দেহজনক কোনো জিনিস
বছর দুয়েক আগে একটি গল্প ইন্টারনেটে বেশ ছড়িয়ে পড়ে। গুগলে সন্দেহজনক জিনিস খোঁজার কারণে আমেরিকার একটি পরিবারকে আটক করা হয়। ওই পরিবারের সদস্যরা ‘ব্যাকপ্যাক’ আর ‘প্রেসার কুকার বম্ব’ লিখে বেশ কয়েকবার সার্চ দিয়েছিল। পরে গৃহকর্ত্রী বলেন, ‘আমার স্বামী ব্যাকপ্যাক খুঁজছিলেন। আমার দরকার ছিল প্রেসার কুকার। ওই সময়টি বোস্টন বম্বিং আলোচিত ঘটনা। তখন আমার অতি উৎসাহী ২০ বছরের সন্তান স্রেফ আগ্রহের বশে হয়তো ‘বম্ব’ লিখে সার্চ দিয়েছিল। এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিন। ’
-- ইন্টারনেট অবলম্বনে সাকিব সিকান্দার
**Courtney : © কালের কণ্ঠ অনলাইন
** গুগলে খুঁজবেন না যে ১০ শব্দ!
গুগল এমন একটা টুল যেটা শুধু সার্চ ইঞ্জিন নয়, প্রায় সর্বজ্ঞানের ভাণ্ডার হয়ে দাঁড়িয়েছে। কোনো প্রশ্নের উত্তর পাচ্ছেন না, তখনই যদি আপনি গুগল করেন তাহলে সেই প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায়।
আপনিও অনেক প্রশ্ন হয়তো গুগলে খুঁজেছেন। আবার অনেক ছবিও হয়তো গুগলে খুঁজেছেন। অনেক সময় দেখা যায় যে আমরা গুগলে কোনো জিনিস খুঁজতে গিয়ে আমাদের চিন্তা ভাবনার বাইরের অনেক কিছু অন্য জিনিস খুঁজে পেয়ে গেছি। কিছু জিনিস দেখলে হঠাৎ মাথায় আসে যে আরে এটা আবার কি?
আজ আমরা আপনাকে এমন কিছু শব্দ বলবো যেগুলো আপনার গুগলে খোঁজা উচিত নয়। বিশ্বাস করুন এই সমস্ত শব্দগুলো যদি আপনি ইমেজ সেকশনে গিয়ে খোঁজেন তাহলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। দেখুন আপনাকে আমি প্রথমে একটি শব্দ বলছি, এরপর যদি আপনি না শোনেন তাহলে বিপদ আপনারই। তাহলে চলুন দেখি সেই সমস্ত শব্দগুলো।
*Tubgirl
যদি আপনি Tubgirl শব্দটি গুগলে সার্চ করেন তাহলে এই রকম সেক্সি মেয়ের ছবি দেখতে পাবেন এমনি হয়তো ভাববেন। কিন্তু যদি আপনি সত্যিই সার্চ করেন Tubgirl লিখে তাহলে এমন ছবি দেখতে পাবেন যে আপনি বমি করে ফেলবেন।
*Lemon Party
যদি কেউ Lemon Party বলে গুগলে সার্চ করে তাহলে সে ভাববে যে লেবুর রসের কোনো মজাদার ও সুস্বাদু ড্রিংকসের ছবি সে দেখতে পাবে। কিন্তু যদি আপনি Lemon Party বলে গুগলে সার্চ করেন তাহলে দেখবেন কিছু বুড়ো আজব আজব কাণ্ডকারখানা করছে, এমন ছবি সামনে ভেসে উঠেছে।
*Bosta
প্রথমে এই শব্দটি শুনে আপনার মনে হবে যে এটি একটি বিদেশি সুস্বাদু খাবারের নাম, কিন্তু যদি গুগলে সার্চ করেন তবে দেখবেন যে চারিদিকে খালি মল আর মলের ছবি।
*Spider Porn
ভাবুন আপনি পর্ন এর ব্যাপারে কোনো নতুন শব্দ খুঁজে পেয়েছেন 'স্পাইডার পর্ন' নামে আপনি গুগলে সার্চ করেছেন আর ভাবছেন যেকোনো আবেদনময়ী সুন্দর ছবি দেখতে পাবেন। কিন্তু আসলে একদমই ভুল এটি গুগলে সার্চ করলে শুধু নোংরা জিনিসই দেখতে পাবেন।
*Skin Condition
আপনার যদি ত্বকের কোনো সমস্যা থাকে এবং যদি আপনি সেটির সমাধান খোঁজার জন্য গুগলে Skin Condition লিখে খুঁজতে থাকেন তাহলে আপনার ত্বকের সমস্যা তো কোনোদিন ঠিক হবে না বরং সেখানকার ছবিগুলো দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে।
*Smokers Lungs
অতিরিক্ত ধূমপানের কারণে আমাদের ফুসফুস খারাপ হয়ে যায় এটা তো আমরা সবাই জানি। কিন্তু যদি আপনি গুগলে Smokers Lungs এই শব্দটি দিয়ে খোঁজার চেষ্টা করেন তাহলে আপনার এমনিতেই হার্ট অ্যাটাক হয়ে যাবে।
*Two Girls One Cup
এই শব্দটি শোনার পর আপনি ভাববেন যে এটি গুগলে সার্চ করলে দুটি রোমান্টিক মেয়ের ছবি দেখাবে কিন্তু তা একদমই ভুল। কারণ এটি সার্চ করার পর আপনি শুধুমাত্র উল্টোপাল্টা জিনিসই দেখতে পাবেন।
*Pain Olympics
অলিম্পিকে খেলোয়ারদের বেদনাদায়ক মুহূর্তগুলো দেখার জন্য যদি আপনি গুগলে Pain Olympics লিখে সার্চ করেন তাহলে কোনো সে রকম অলিম্পিকের ছবি দেখতে পাবেন না, বরং যা দেখবেন সেটা দেখার পর আপনার পুরো দিনটাই খারাপ যাবে।
*Blue Waffle
Waffle বা ওয়েফার সার্চ করলে হয়তো ভাববেন যে কোনো মিষ্টি সুস্বাদু খাবার দেখাবে। কিন্তু যদি আপনি এটি গুগলে সার্চ করতে যান তাহলে যৌন সংক্রমিত রোগের খবর পাবেন এবং সেই কারণে ছবিগুলো খুবই ভয়ংকর হয়ে থাকে।
*Goatse
এই শব্দটার মধ্যেই Goat অর্থাৎ ছাগলের নাম আছে। তাই আপনি ভাববেন যে ছাগল সমন্ধিত কোনো জিনিসই হয়তো গুগলে দেখা যাবে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। কারণ এই শব্দটি লেখার পর যা দেখাবে সেটি আমি আপনাকে বলতে পারব না। এই শব্দটি ভুল করেও খুঁজতে যাবেন না।
আপনি নিশ্চয়ই এর মধ্যে কোনোটি আজ পর্যন্ত সার্চ করেননি তাই তো? ভুল করেও সার্চ করতে যাবেন না। আমি তো আগেই আপনাকে সাবধান করে দিয়েছি। আর যদি আমাদের এই লেখাগুলো আপনার পছন্দ হয় তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও সাবধান করতে পারেন।
***Technology-এর দুনিয়ায় আমরা Smartphone, Internet এবং Google -এর উপর এত নির্ভর হয়েছি যে, এসব ছাড়া থাকতে অদ্ভুত লাগে। হোক সেটা শিক্ষার উপর কোন ধারণা, অথবা মনোরঞ্জন মূলক কোন সামগ্রী।
Google সব সময় আমাদের জিব্বার মধ্যে লেগেই থাকে। Google-এ কিছু খোঁজ করা, আপনার Keyword-এর উপর নির্ভর করে। কিন্তু কিছু Keyword এমনও হয়, সেটা আপনাকে এমন সাইট-এ নিয়ে যাবে যেটা আপনার জন্য আপত্তিকর হতে পারে। আসুন আপনাদের এমন কিছু শব্দের সাথে পরিচয় করিয়ে দেয়, যেগুলো আপনি কখনই Search করবেন না। অন্যথায়, এসব বার বার Search করলে আপনার জেলও হতে পারে।
1. Lemon Party
আপনাদের মধ্যে অনেকেই Zindagi Na Milegi Dobara -মুভিতে টমেটো-এর Festival তো দেখেছেন। যেখানে মানুষগুলো একজন আরেকজনের উপর টমেটো মারে এবং টমেটো দিয়ে খেলা করে। কখনও এমন হলো, আপনি মনের আনন্দে আরও অন্যান্য ফলের Festival-এর খোঁজ করতে করতে Google-এ ভুল করে Lemon Party কখনই Type করবেন না। কারন, Result-এ আপনি লেবু পার্টির জায়গায় ল্যাংটা বুড়া-লোক মনোরঞ্জন গতি বিধিতে দেখতে পাবেন।
2. Blue Waffle
সচরাচর Waffle-এর সম্বন্ধ গমের আটা দিয়ে তৈরি খাদ্য পদার্থ। কিন্তু ভুল করে, আপনি Waffle খোঁজতে খোঁজতে Flavor Waffle অথবা Colorful Waffle খোঁজ করতে করতে আপনি Blue Waffle টাইপ করে ফেললেন। তাহলে আপনার শরীরে ঝাটকাও লাগতে পারে। কারন, Search-এ আপনি Blue Waffle- জায়গায় যৌন-সংক্রমক রোগের ছবির দর্শন হতে পারে।
3. Tub Girl
যদি আপনি Hot Celebrity অথবা Girls খোঁজ করেন অথবা Swimming এবং সাতার কাটা মেয়েদের-কে Search করছেন। তাহলে ভুল করেও Tub Girl সার্চ করবেন না। কারন, Tub girl -এর রূপ নিয়ে আপনি Tub-এর মধ্যে গোসল করছে কোন মেয়ে নয়। Tub-এর ময়লার পাশে কিছু পাবেন।
4. Two Girls One Cup
যদি আপনি এই Word-টি Search করেন, তাহলে আপনি যেসব জিনিস পাবেন। সেটা আপনাকে কোন চমকে দেয়া জিনিস থেকে কম হবে না। কারন, এখানে আপনি দুইটি মেয়ের মধ্যে Romance অথবা এরকম কোন জিনিস হবে না। এমন কি আপনি দেখবেন দুইটি মেয়ে মল-মূত্র নিয়ে খেলা করছে এমন কিছু দেখতে পাবেন।
5. Four Girls Finger Paint
যদি আপনি একজন মেয়ে এবং Google -এ Finger Nail Paint অথবা এর সম্বন্ধের কিছু জিনিস খুজতেছেন। তাহলে ভুল করেও 4 Girls Finger Paint- এর মত কোন কিছুই টাইপ করবেন না। কারন, Search Result-এ আপনি জগন্য জিনিসে ভরা কোন Shocking ভিডিও পেতে পাড়েন।
6. Terrorism
Google-এ বার বার Terrorism অথবা Terrorism-এ সম্বন্ধ এমন কোন Word খোঁজ করলে, আপনি Cyber Cell-এর নজরে এসে যেতে পাড়েন। এখানে Google-এর Invalid Software এসব Word-এর সম্বন্ধ Site কখনই Show করে না। কিন্তু আপনি এগুলো বার বার খোঁজ করেন, তাহলে সতর্ক হয়ে যান। কারন, বার বার করা ভুল--- কখনই ভুল হয় না।
*Courtsey : © কালের কণ্ঠ অনলাইন (২২ নভেম্বর, ২০১৭) + Internet
** যে ১০টি ব্যাপারে অবশ্যই গুগল করবেন না!
ইন্টারনেট ব্যবহারকারী মাত্রই গুগলের সঙ্গে পরিচিত। গুগল নামের এই সার্চ ইঞ্জিনের সহায়তায় পৃথিবীটাকে আমরা প্রায় হাতের মুঠোর মধ্যে পেয়ে গেছি। যে কোন বিষয়ে অনুসন্ধান করতে, যে কোন তথ্য পেতে, কোন কিছু সম্পর্কে জানতে হলে আজ গুগলের জুড়ি মেলা ভার। তবু কিছু বিষয় আছে যেগুলো গুগলে খুঁজতে না যাওয়াই ভালো। খুঁজলে লাভ তো হবেই না, বরং ক্ষতির সম্ভাবনা আছে। চলুন জেনে আসি এমন কিছু বিষয় সম্পর্কে-
১. রোগের লক্ষণ
বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যায় আমরা মাঝে মাঝেই গুগলে সার্চ করি রোগের লক্ষণ, প্রতিকার প্রভৃতি সম্পর্কে জানার জন্য। এ কাজটি করা কখনোই উচিত নয়। কেননা, সেখানে বহু ওয়েবসাইট থাকে এসব ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য যেগুলোর বেশিরভাগই বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা পরিচালিত নয়। রোগের লক্ষণ সম্পর্কে এসব ওয়েবসাইটে যা লেখা থাকবে তা বেশিরভাগ সময়ই আমাদের কোন কাজে আসবে না। উপরন্তু, বিভিন্ন রকমের ভুল তথ্য দিয়ে এগুলো আমাদের মনে ভীতির উদ্রেক করবে। তাই স্বাস্থ্যঘটিত যেকোনো সমস্যায় ‘গুগল ডাক্তার’ এর কাছে না গিয়ে একজন ভালো, আসল ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত।
২. সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত কিছু
আপনার যদি কোন অস্ত্র তৈরির শখ থেকে থাকে, তবে তা শেখার জন্য আবার গুগলে সার্চ করে বসবেন না। না, না, হাসি নয়! সিরিয়াসলি বলছি, এমন হয়ত অনেকেই আছেন, যাদের কৌতুহল থাকে বোমা কি করে বানায় একটু দেখি তো! তাদের বলছি, খবরদার এ কাজ করতে যাবেন না। অনেক দেশের নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণ সংস্থা সবসময়ই এধরনের সার্চ কারা করেছে তার উপর নজরদারি করে থাকে। সে সংস্থাগুলোর ডাটাবেসে এসব সার্চের আইপি আড্রেসগুলো দেখা যায়। তাই, নানা রকম উটকো ঝামেলা এড়াতে চাইলে এধরণের কৌতুহল থেকে বিরত থাকুন।
৩. ক্যান্সার
এমন অনেক ব্যাপার আছে যেগুলো সম্পর্কে অল্প জানা ভালো। অল্প জানলেই শান্তিতে থাকতে পারবেন। বেশি জানলে এবং বুঝলে সমস্যা। ছোট-খাট অনেক রোগের লক্ষণও অনেক সময় ক্যান্সারের মত বড় বড় অসুখের সাথে মিলে যায়। যেমন, অনেক সময় অনেকে মাথা ঘোরা, দুর্বলতা, বমি বমি ভাব.. প্রভৃতি সমস্যা দেখা দিলে গুগলে এর কারণ খুঁজতে যায়। এসব লক্ষণ কিন্তু ক্যান্সারের রোগীরও থাকে, আবার সুস্থ স্বাভাবিক মানুষের সামান্য দুর্বলতার কারণেও হতে পারে। তাই যদি গুগলে সার্চ করে, অযথাই আপনার ক্যান্সার হয়েছে বলে ধরে নেন, তবে এটা শুধু দুশ্চিন্তা বাড়াবে, আর বিব্রতকর অবস্থায় ফেলবে আপনাকে। এর চেয়ে বেশি লাভ আর কিছু হবে না।
৪. ছারপোকার উপদ্রব
যারা হোস্টেলে বা মেসে থাকে তাদের অনেকেই জানে ছারপোকার উপদ্রব কি জিনিস। রাতের ঘুম হারাম করতে এই ছোট্ট ভয়ঙ্কর প্রাণীটির জুড়ি মেলা ভার। যদি রাতের ঘুম খারাপ করতে না চান, দয়া করে ছারপোকার উপদ্রব কি জিনিস এ সম্পর্কে জানতে গুগলে সার্চ করতে যাবেন না। শুধু ছারপোকা নয়, এমন ক্ষতিকর কোন পোকামাকড়ের সংক্রমণ নিয়ে গুগলে সার্চ না করাই ভালো।
৫. ত্বকের অবস্থা
মানুষের শরীরে অনেক ধরণের চর্মরোগ দেখা যায় যেগুলো বেশিরভাগই মারাত্মক ক্ষতিকর। কিছু চর্মরোগে আক্রান্ত মানুষের শরীর তো ভয়াবহ দেখা যায়। প্রায় সবরকমের চর্মরোগে আক্রান্ত মানুষের ছবি গুগলে সার্চ দিলে পাওয়া যায়। সেসব ছবি এত গোলমেলে যে সেগুলো সার্চ দিয়ে না দেখাই ভালো।
৬. ধুমপায়ীর শ্বাসতন্ত্
র
অনেকেরই ধুমপান আসক্তি থাকে। এ আসক্তি থেকে মুক্তি পেতে কেউ যদি গুগল থেকে উদ্দীপনা খুঁজতে যায় তবে তা করতেই পারে। মাদকাসক্তদের শ্বাসতন্ত্রের কি পরিণতি হয় এর অনেক উদাহরণ রয়েছে সেখানে। তবে তা এতো ভয়াবহ যে, এ কাজ যত না করা যায় ততই ভালো। লাভের লাভ কিছু হবে কিনা সন্দেহ, মাঝখান থেকে শুধু শুধু ভয় পাওয়া হবে।
৭. ভয়ঙ্কর জীবজন্তু
যদি নতুন ধরণের কোন ফোবিয়ায় আক্রান্ত হতে না চান তবে ভয়ঙ্কর জীবজন্তু সম্পর্কে গুগলে সার্চ না করাই ভালো। পৃথিবীতে এত এত ভয়াবহ সব জীবজন্তুর বাস যে সেগুলো সম্পর্কে জানলে আতঙ্কগ্রস্ত না হয়ে পারা যায় না। হয়তো খোঁজ করতে গিয়ে দেখা গেল আপনার আশে-পাশেই ঘুরে বেড়াচ্ছে এমন সব জীবজন্তু। শেষে ভয়ে আপনার ঘুরে বেড়ানোর শখও লাটে উঠতে পারে।
৮. নিজের নাম
নিজের নাম দিয়ে গুগলে কখনো সার্চ দিবেন না। ইন্টারনেট ব্যাপারটা এখন এমন হয়ে গেছে যে সেখানে প্রাইভেসি মেইনটেইন করা মোটামুটি অসম্ভব ব্যাপার হয়ে গেছে। দেখা গেলো, আপনার নামেই হয়ত ছড়িয়ে গেছে খারাপ কিছু। আপনার ছবি ব্যবহার করে খারাপ কোন প্রচারণা চালাচ্ছে কেউ। বিভিন্নভাবে ট্রল বানাচ্ছে আপনাকে নিয়ে। লজ্জায় আর অপমানে হয়তো আপনি কুঁকড়ে যাবেন। ইন্টারনেটের জগৎ থেকে সেগুলো মুছে দিতে চাইবেন। এই ব্যাপারটা কিন্ত এতটা সহজ নয়। তাই, কী দরকার অহেতুক ভেজালের!
৯. ব্লাকহেড দূর করা
মেয়েরা বিশেষ করে করে এ কাজটি। নাকের উপর ব্ল্যাকহেড জমলেই উঠে-পরে লাগে কি করে এটি দূর করা যায়। এ ব্যাপারে বিভিন্ন ধরণের পরামর্শ পাওয়া যায় গুগলে। পরামর্শগুলো আপনাকে ভয় পাইয়ে দিবে না বা আপনার কোন ক্ষতি করবে না। তবে আপনার অনেক সময় নষ্ট করবে সেগুলো, যদি বিশ্বাস করেন। ব্ল্যাকহেডস নির্মূলের কোন উপায়ই তেমন একটা কাজে দেয় না। কিছু সময়ের জন্য দেখতে হয়ত খানিকটা ভালো লাগতেও পারে, তবে তা বেশি সময় স্থায়ী হয় না। কাজেই, দূরে থাকুন এমন জিনিস গুগল খুঁজে বের করা থেকে।
১০. বাচ্চা জন্ম দেওয়া
মহিলারা গর্ভাবস্থায় অনেক সময় গুগলে সার্চ করে দেখতে চায় বাচ্চা জন্ম দেয়ার প্রসেসটা কতটা কষ্টের। অনেক সময় টিভিতে, বিভিন্ন সিনেমায় দেখতে পাওয়া যায় মায়েরা কি পরিমাণ কষ্ট ভোগ করে বাচ্চা জন্ম দিতে গিয়ে। সেখানে যে পরিমাণ কষ্ট দেখায়, তার চেয়ে হাজার গুণ কষ্ট একজন মাকে ভোগ করতে হয় বাচ্চা জন্ম দিতে গিয়ে। তাই এসব ব্যাপার গুগলে না খোঁজাই ভালো। শেষে নরমালি বাচ্চা জন্ম দেয়ার কথা ভাবতেই ভয় পাবে মায়েরা, আগেই সিজার করে ফেলবে। যা মা ও শিশুর স্বাস্থোর জন্য যে কোন উপকার বয়ে আনবে তা বলার অপেক্ষা রাখে না।
*Courtesy : © বাংলাদেশ সময় : (০৮ অক্টোবর ২০১৭)
** গুগলে ভুলেও যে বিষয়গুলো খুঁজবেন না
তথ্যপ্রযুক্তির এই যুগে গুগল আপনাকে দেয় পৃথিবী্র যাবতীয় সকল তথ্য। সব বিষয়ই যেন গুগলের জানা। যে বিষয়ই খোঁজা হোক না কেন মুহূর্তের মধ্যে মেলে তার উত্তর। তবে কিছু বিষয় আছে যা গুগলে খোঁজা ঠিক নয়।
এমন কিছু কিছু বিষয় আছে যা গুগলে খুঁজলে বিব্রত হতে হয়। সংবাদ ও ছবি শেয়ারের ওয়েবসাইট রেডিট এমনই নয়টি বিষয়ের কথা জানিয়েছে। ইংরেজি এই শব্দগুলো স্বাভাবিক মনে হলেও গুগলে খুঁজলে ব্যবহারকারীকে প্রচণ্ড বিব্রত হতে হবে। সঙ্গত কারণেই শব্দগুলো গুগলে খুঁজতে নিষেধ করা হলো।
*ফোর্নিয়ার:
যুক্তরাষ্ট্রের ওরল্যান্ডোর বাস্কেটবল দলের এক খোলোয়াড়ে ডাক নাম এটি। তবে গুগলে কখনোই এটি খুঁজবেন না। কারণ শব্দটির অর্থ দাঁড়ায় যৌনাঙ্গের মাংস পচে যাওয়া রোগ। তাই গুগলে ইংরেজিতে শব্দটি খুঁজলে এমন কিছু বীভৎস ছবি আসবে যা দেখে যে কারো বমি চলে আসতে পারে।
*ক্রোকোডিল :
না কুমির নয়। কুমিরের ইংরেজির বানানের সি এর স্থলে ‘কে’ হবে। রাশিয়া ও ইউক্রেনে প্রচলিত এক ধরনের নেশাদ্রব্য এই ক্রোকোডিল। এটি তৈরিতে এমন রাসায়নিক দ্রব্য ব্যবহার হয় যা মানুষের ত্বক পচিয়ে ফেলে। তাই গুগলে ইংরেজি ক্রোকোডিল সার্চ দিলে ত্বক পচে যাওয়ার বর্ণনা ও ছবি আসবে। গুগলে এই শব্দ খোঁজা থেকে সাবধান।
*ফ্লেশ-ইটিং:
কোনো খোঁজাখুঁজিতে ফ্লেশ-ইটিং শব্দটি ব্যবহার করা থেকে সাবধান। এখানে ফ্লেশ অর্থ হলো মানুষের মাংস। তাই ফ্লেশ-ইটিং শব্দটি গুগলে খোঁজা হলে ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণে মানুষের শরীরে ক্ষত সৃষ্টি হওয়া বীভৎস ছবি দেখানো হয়। এর বাইরেও বীভৎস কিছু ছবি চলে আসে।
*মাউথ লার্ভা:
এক রেডিট ব্যবহারকারী গুগলে ইংরেজি ‘মথ লার্ভা’ খুঁজতে গিয়ে করে প্রথম শব্দটি লিখেছিল মাউথ। এতেই চলে এলো মানুষের মুখের বিচিত্র সংক্রমণ রোগের কিছু ছবি। ছবিগুলোর চিকিৎসাবিদ্যার জন্য স্বাভাবিক হতে পারে তবে সাধারণ মানুষের কাছে দৃষ্টিকটু।
*গুগল:
গুগল শব্দটি গুগলে খোঁজা নিরর্থক। শব্দটি সবসমই গুগলের পেজ নিয়ে আসে যেখানে থাকবে আরেকটি খোঁজার ব্যবস্থা। এ যেন অনন্তকাল ধরে এক ঘূর্ণন।
*ক্যালকুলাস ব্রিজ:
শব্দটি শুনে অঙ্কের কোনো বিষয় মনে হতে পারে। প্রকৃতপক্ষে ক্যালকুলাস ব্রিজ দাঁতের চিকিৎসার বিষয়। শব্দটির মাধ্যমে দাঁতের মাড়ি কৃত্রিমভাবে যোগ করা বোঝায়। বিষয়টি শব্দের বর্ণনায় নির্মল মনে হলেও ছবিতে বেশ বীভৎস।
*নিজের ইমেল ঠিকানা:
নিজের ইমেলই ঠিকানা দিয়ে কখনো গুগলে খোঁজ দিয়েছেন। বিভিন্ন ওয়েবসাইটের সঙ্গে মেইল ঠিকানার যোগাযোগের বিষয়টি চোখে পড়ে। রেডিটের অনেক ব্যবহারকারী ইমেলই ঠিকানার যোগাযোগ দেখে নিজেরাই বিস্মিত হয়েছেন। এমন যোগাযোগ থেকে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে এমন ভয় পেতে পারেন অনেকে।
*হারলেকুন ইচিথিওসিস:
শিশুদের জিনগত বিরল রোগ এটি। এই রোগে শিশুদের ত্বকে মোটা দাগ দেখা যায়। দীর্ঘ চিকিৎসার মাধ্যমে এমন ত্বকের শিশুদের সুস্থ করে করে তোলা হয়। গুগলে হারলেকুন ইচিথিওসিস খুঁজলে ত্বক ফেটে চৌচির কিছু ছবি দেখা যায়, বিষয়টি যথেষ্ট দৃষ্টিকটু।
*অসুস্থতার জন্য দায়ী রোগ:
রোগে অসুস্থ হয়েছেন, ডাক্তারের কাছে যান। রোগ সম্পর্কে জানতে গুগলে খুঁজতে যাবেন না। রোগটির এমন ছবি ও বর্ণনা পাবেন যা দেখে আরেকবার অসুস্থ হয়ে পড়াও অস্বাভাবিক নয়।
* Courtesy : © বিবার্তা২৪/জিয়া
﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋
** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog (Dhumkeatu's Diary - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]
﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋
*** N.B : [All the post on this blog (Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Dhumkeatu's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]
*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷
*** Posted by : © "Dhumkeatu's Diary" || 19.07.2018 || 🇧🇩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন