শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮

রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আনকমন কিছু তথ্য...

রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রচলিত গাইড বইয়ের বাইরে থেকে বা গভীর থেকে বা আনকমন কিছু তথ্য সমৃদ্ধ নোট এটি রবীন্দ্রনাথ থেকে যেকোন সরকারী চাকরির পরীক্ষায় কমপক্ষে একটি প্রশ্ন থাকেই । তাই এক নজরে রিভিশন দিন ।
.
**রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হচ্ছে ?
- সিরাজ গঞ্জের শাহাজাদ পুরে । তবে কুষ্টিয়ার কুটিবাড়িতে ও নওগাঁর পতিসরেও আলাদা ক্যাম্পাস থাকবে। দেশের ৩৮তম বিশ্ববিদ্যালয় এটি।

**বিবিসির বাংলা বিভাগ পরিচালিত জরিপে ( ২০০৪) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় রবীন্দ্রনাথের স্থান কততম ?
- ২য় (প্রথম বঙ্গবন্ধু )

**রবীন্দ্রনাথ ঢাকায় আসেন কয়বার ?
- ২বার । ১৮৯৮ ও ১৯২৬।

**ঢাকা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রনাথ**
---------------------------------------
১। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন >> ১৯২৬সালে
২। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬সালে কার্জন হলে ১ম বক্তৃতার নাম কি?
- The Meaning of Art
3.ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬সালে কার্জন হলে ২য় বক্তৃতার নাম কি?
-The Rule of the Giant
4.রবীন্দ্রনাথ কে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
- ১৯৩৬সালে
5. আশীর্বাদ কর - তোমার স্মৃতি যেন তরুণ এই মুসলিম হলের অন্তরে চিরদিন রস ও নবনব কর্মপ্রেরণা সঞ্চার করে ’ এই রবীন্দ্রনাথকে প্রার্থনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারা করেছিল?
- ১৯২৬সালে ১০ ফে: তত্কালীন মুসলিম বর্তমান সলিমুল্লাহ হলের ছাত্ররা
.
৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্রদের অনুরোধে রবীন্দ্রনাথ কোন গীতিকবিতা রচনা করেছিল?
--বাসন্তিকা (প্রথম পঙক্তি>>>> এই কথাটি মনে রেখো /তোমাদের এই হাসি খেলায় / আমি এ গান গেয়েছিলেম/ জীর্ণ পাতা ঝরার বেলায়। )
.
রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টি ছদ্মনাম ছিল?
-৯টি। ভানুসিংহ ঠাকুর, অকপটচন্দ্র, আ্ন্নাকালী পাকড়াশী; দিকশূন্য ভট্টাচার্য; নবীন কিশোর শর্মণ; ষষ্ঠীচর দেবশর্মা; বাণীবিনোদ বিদ্যাবিনোদ; শ্রীমতি কনিষ্ঠা , শ্রীমতি মধ্যমা।
.
কোন বাঙালি প্রথম গ্রামীন ক্ষুদ্রঋণ ও গ্রাম উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেন ?
- রবীন্দ্রনাথ (এ জন্য তিনি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে আমেরিকার আরবানায় িইলিয়ন বিশ্ববিদ্যালয়ে পাঠান কৃষি ও পশুপালন বিদ্যায় প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা গ্রহণ করতে)
.
’বঙ্গভঙ্গ বিক্ষোভ’ প্রামান্য চিত্রের পরিচালক কে?
-রবীন্দ্রনাথ
.
১৮৯২সালে রবীন্দ্রনাথ কলকাতা থেকে কুষ্টিয়ার শিলাইদহ আসেন এবং একটি কাব্য রচনা করেন তার নাম কি?
- সোনার তরী
.
লালনের গান কে সর্বপ্রথম সংগ্রহ করেন ?
--রবীন্দ্রনাথ (২৯৮টি)
.
রবীন্দ্রনাথের চৈনিক নাম কি?
- চু চেন তান
.
রবীন্দ্রনাথ কে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
- ১৯৩৬সালে
.
রবীন্দ্রনাথ কেঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
-১৯৪০সালে
.
রবীন্দ্রনাথ কে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?
-১৯১৩সালে
.
রবীন্দ্রনাথ নিজের আঁকা ছবিগুলোকে কী বলেছেন?
- শেষ বয়সের প্রিয়া ।
.
আর্জেটিনার কোন মহিলা কবিকে রবীন্দ্রনাথ বিজয়া নাম দেন ?
- ভিক্টোরিয়া ওকাম্পো (তাঁকে উত্সর্গ করেন পূরবী কাব্য)
.
‘’আজি এ প্রভাতে রবির কর
/ কেমনে পশিল প্রাণের পর ’’পঙক্তিটি কার ?
- রবীন্দ্রনাথ ঠাকুর। (নির্ঝরের স্বপ্ন ভঙ্গ).
শান্তিনিকেতন / ব্রহ্মচর্যাশ্রম কতসালে প্রতিষ্ঠিত করে ?
- ১৯০১সালে । (কলকাতার অদূরে বোলপুরে।
.
হিন্দু -মুসলমানদের মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ কোন উত্সবের সূচনা করেন ?
- রাখিবন্ধন ।
.
‘’ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী’ উক্তিটি কার ?
- রবীন্দ্রনাথের।
.
রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যসংকলনের নাম কি?
- সঞ্চয়িতা
.
রবীন্দ্রনাথ কাজী নজরুলকে কোন কাব্য উত্সর্গ করেন ?
-বসন্ত(গীতিনাট্য ) নজরুল রবীকে > সঞ্চিতা
.
রবীন্দ্রনাথ তাঁর কতটি নাটকে অভিনয় করেন ?
- ১৩টি।
.
রবীন্দ্রনাথের পরিবারের বংশের নাম কি ছিল ?
- পিরালি ব্রাহ্মণ
.
পারিবারিক উপাধী ?
- কুশারী
.
রবীন্দ্রনাথ তাঁর পিতামাতার চতুর্দশ সন্তান এবং অষ্টম পুত্র।

গীতাঞ্জলি প্রকাশ হয় > ১৯১০ সালে (নোবেল পুরস্কার ১৯১৩সালে)Songs of offerings নামে প্রকাশিত > ১৯১২সালে.
গীতাঞ্জলি‘ র ভূমিকা লেখেন > ইংরেজি কবি ডব্লিউ বি ইয়েটস

১৯০৫সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধাচারণ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান >> ‘বাংলার মাটি বাংলার জল।’

আমার সোনার বাংলা -- রচনা করেন গগণ হরকরার সুরের অনুকরণে।

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস> করুণা, ১৮৭৭-৭৮

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ> ‘কবিকাহিনী(১৮৭৮)

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গীতিনাট্য> ‘বাল্মীকি প্রতিভা(১৮৮১)

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গদ্যগ্রন্থ> য়্যুরোপ প্রবাসীর পত্র(১৮৮২)

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস > বৌঠাকুরাণীর হাট( ১৮৮৩)

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ>> ‘বিবিধপ্রসঙ্গ(১৮৮৩)

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস> চোখের বালি

রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থের নাম >> জীবন স্মৃতি ও ছেলেবেলা

রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্বনিবিজ্ঞানের উপর লেখা গ্রন্থের নাম> শব্দতত্ত্ব

প্রথম ছোট গল্প >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> ভিখারিনী

প্রথম উপন্যাস >>>>>>>>>>>>>>>>>>>>>>>>> করুণা

কারাগারে বন্দিদের উদ্দেশ্যে উত্সর্গ করেন> ‘চার অধ্যায়

রবীন্দ্রনাথ নাইট উপাধি পান > ১৯১৫ সালে ।ত্যাগ করেন > ১৯১৯ সালৈ।

রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গুরুদেব’ সম্মানে ভূষিত করেন> >> মহাত্ম গান্ধী

রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ সম্মানে ভূষিত করেন> >> বহ্মবান্ধব উপাধ্যায়

রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘কবিগুরু’ উপাধিতে ভূষিত করেন> >> ক্ষিতিমোহন সেন।

রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘ভারতের মহাকবি’ উপাধিতে ভূষিত করেন>চীনা কবি চি-সি-লিজন।

শান্তিনিকেতন থেকে নোবেল চুরি হয় > ২৪মার্চ, ২০০৪সালে।

বাংলা ছোটগল্পের জনক বলা > রবীন্দ্রনাথ ঠাকুরকে।

রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকীতে বহির্বিশ্বের প্রথম কোন দেশ তাকে নিয়ে ডাকটিকেট প্রকাশ করে > ব্রাজিল

রবীন্দ্রনাথকে নিয়ে চলচ্চিত্র করেছে >>>>>>>>>>>>>> চীন ।

বাংলাদেশ রবীন্দ্রনাথ কে নিয়ে ডাক টিকিট প্রকাশ করে> ৫০তম মৃত্যুবার্ষিকীতে, ৭আগস্ট, ১৯৯১সালে।
----------------------------
১/ রবীন্দ্রনাথ এর প্রথম রচনা সংকলন --------চয়নিকা
২/ রবীন্দ্রনাথ এর রাজর্ষি উপন্যাস কোন পত্রিকায় পকাশ হয় ?---------বালক পত্রিকা
৩/ রবীন্দ্রনাথ এর “উৎসর্গ” কি ?------১ টি কাব্য গ্রন্থ
৪/ গীতাঞ্জলী কয়টি গানের সংকলন?- ----- (১৫৭ ) টি
৫/ রবীন্দ্রনাথ এর কোন উপন্যাসটি ছোট গল্পধর্মী ? ---------////নষ্টনীড়////
৬। রবীন্দ্রনাথ এর কোন গল্পটি উপ্পনাসধরমি ? --------“চতুরঙ্গ”
৭/ “চার অধ্যায়” কোণ ধরনের উপন্যাস ? ------রাজনৈতিক
৮/ রবীন্দ্রনাথ এর কোন নাটকের প্রথম নাম ছিল পথ ? ------- “মুক্তধারা “
৯/ “কালান্তর” রবীন্দ্রনাথ এর কি ? -----ভারত বর্ষের রাজনৈতিক সমস্যা বিষয়ক প্রবন্দের সংকলন
১০/ রবীন্দ্রনাথ এর সর্বশেষ গদ্যরচনা কোনটি ?-----------সভ্যতার সঙ্কট।
১১/ রবীন্দ্রনাথ এর বিজ্ঞান বিষয়ক গ্রন্ত ? --------বিশ্ব পরিচয়
১২/ রবীন্দ্রনাথ এর চিরকুমার সভা কি ?? ------১ টি কৌতুক নাটক ।
১৩/ রবীন্দ্রনাথ এর আত্মজীবনী কোনটি ? ------ “জীবনস্মৃতি “।
১৪/ রবীন্দ্রনাথ এর নটির পূজা নাটকটি কন ধর্মের কাহিনী ? -----বুদ্ধ ধর্ম
১৫/ “ মানুষের উপর বিশ্বাস হারানো পাপ “ এটা কোন গদ্যরচনা এর লাইন -----------[সভ্যতার সংকট]
১৬/ ছিন্নপত্র কাঁকে লেখা চিঠি এর সমাহার -----ভাতিজি ইন্দিরা দেবী
১৭/ “পঞ্চভূত”” রবীন্দ্রনাথ এর কি ? -----প্রবন্ধ গ্রন্থ
১৮/ “সে”রবীন্দ্রনাথ এর কি ? -----গল্প গ্রন্থ
১৯/ রবীন্দ্রনাথ ৪ টি পত্রিকা সম্পাদনা করেন -----সাধনা+ভারতি+বঙ্গদর্শন + তত্ত্ববোধনী
২০/ মারা যাওয়ার পরে প্রকাশিত গ্রন্ত ---- শেষ লেখা (১৯৪১) এবং ছড়া (১৯৪১)
২১.নটীর পুজা কার নাটক ?
- রবীন্দ্রনাথের
২২. রবীন্দ্রনাথের নাটক সমূহ
- রক্তকরবী, তাসের দেশ , ডাকঘর, বসন্ত, চণ্ডালিকা , চিরকুমার সভা , বৈকুন্ঠের খাতা, রাজা , অচলায়তন, বিসর্জন , প্রায়শ্চিত্ত ইত্যাদি।
২৩, নষ্টনীড় কি?
- রবীন্দ্রনাথের উপন্যাসধর্মী ছোটগল্প।

১) অশ্লীলতার কারনে রবি ঠাকুরের ছোট গল্প "বিচারক" নিয়ে নিমিত চলচ্চিত্রটি নিষিদ্ধ হয়।

২) রবি ঠাকুর নিজের আঁকা ছবিগুলোর নাম দিয়েছেন "শেষ বয়সের প্রিয়া"

৩) তাঁর সর্বশেষ গদ্য "সভ্যতার সংকট".

৪) মানুষের উপড় বিশ্বাস হারানো পাপ-এ উক্তিটি রবি ঠাকুর "সভ্যতার সংকট" এ উল্লেখ করেন।

৫) তার "যোগাযোগ " উপন্যাসের পূর্ব নাম ছিল "তিন পুরুষ"

৬) ধ্বনিবজ্ঞানের উপড় লেখা তার একটি গ্রন্থের নাম - শব্দতত্ত।

৭) তাঁকে ক্রিসেন্ট মুন সোসাইটি "চু চেন তান" নাম দিয়েছিলেন। এটি তার চৈনিক নাম।

**Source : ©Zakir's BCS specials.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog (Dhumkeatu's Diary - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog (Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Dhumkeatu's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Dhumkeatu's Diary" || 10.10.2018 || 🇧🇩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় গানের সংক্ষিপ্ত তালিকা...

**প্রিয় গানের সংক্ষিপ্ত তালিকা... ১) মন শুধু মম ছুঁয়েছে- সোলস ২)নিঃস্ব করেছ আমায় - শাফিন ৩)ফিরিয়ে দাও- মাইলস ৪)শ্রাবনের মেঘগু...