āĻŦৃāĻšāĻ¸্āĻĒāĻ¤িāĻŦাāĻ°, ā§¨ā§­ āĻĄিāĻ¸েāĻŽ্āĻŦāĻ°, ā§¨ā§Ļā§§ā§Ž

GMB Akash's Speech on TEDx Hyderabad

"Twenty years ago, my father’s old camera was a vessel to reach to my dream. To discover a road that was unseen to me. When my all friends were juggling hard and were bit of sure about their well-to- do degrees and to them I was the bohemian. Frankly I was happy with my identity. The neighbour woman who reputedly beaten by her husband everyday was my story, the gay who occasionally danced in a known prohibited lobby was my interest, girls under the red light was my canvas. I was trying hard to get all answers and to know their sufferings. My emotional thrust and their vulgar sufferings stroked and thus I found my way out. I started documenting sufferings and found beauty in ugliness, happiness in despair, dreams in suffocation. I am not a photo revolutionist; I am just a poor story teller, who has nothing but a suitcase full of tale." - GMB Akash.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Speeches of GMB Akash. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog (Dhumkeatu's Diary - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog (Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Dhumkeatu's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Dhumkeatu's Diary" || 27.12.2018 || 🇧🇩

āĻ¸āĻ°্āĻŦāĻĻা āĻ¸ুāĻ–ী āĻĨাāĻ•াāĻ° āĻŦিāĻļāĻŸা āĻ¸āĻšāĻœ āĻ‰āĻĒাā§Ÿ...

সর্বদা সুখী থাকার বিশটা সহজ উপায়...

সুখ কি? এ’ তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এটা পুরোপুরি অনুভূতির বিষয়। একজন সুখী ও আশাবাদী মানুষ যে কোনো পরিস্থিতিতে সাহস ধরে রেখে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার যোগ্যতা রাখেন। যে কোনো ক্ষেত্রেই পজেটিভ দিকটায় মনোনিবেশ করা সাফল্যের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বড় একটি ভূমিকা রাখে। তবে সবসময় নিজের ভেতর সুখ ধরে রাখাটাও বড় ধরণের একটা চ্যালেঞ্জ।

খুব সহজ কিছু উপায় যা পালন করলে আমরা সবাই সুখী থাকতে পারবো।

একজন সুখী ও আশাবাদী মানুষ যে কোনো পরিস্থিতিতে সাহস ধরে রেখে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার যোগ্যতা রাখেন। যে কোনো ক্ষেত্রেই পজেটিভ দিকটায় মনোনিবেশ করা সাফল্যের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বড় একটি ভূমিকা রাখে। তবে সবসময় নিজের ভেতর সুখ ধরে রাখাটাও বড় ধরণের একটা চ্যালেঞ্জ।

১। ইতিবাচক চিন্তার অনুশীলন করুন:

ইতিবাচক চিন্তা আপনার কাজকে যতখানি সামনে নিয়ে যেতে পারবে, আর কিছুই এতোখানি পারবে না। যদি আজ কোনো ব্যর্থতা আসে, তাহলে ভাববেন না, আপনি সবসময়ই ব্যর্থ। কাল সাফল্য অবশ্যই আসবে। কাজেই নিজের প্রতি ইতিবাচক চিন্তা ধরে রাখুন এবং সকল ক্ষেত্রে বাধার কথা মাথায় না রেখে সাফল্যের কথা ভাবুন। সে উদ্দেশ্যেই কাজ করুন।

২। নিজেকে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ মনে করুন-ভাবুন এবং নিজের মনমানসিকতা এমন ভাবে তৈরি করুন যে আপনি নিজেই নিজেকে ভাববেন যে আপনি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। সুখী থাকতে সবচাইতে প্রয়োজনীয় জিনিস হল নিজেকে বিশ্বাস করুন কখনো নিজের সাথে কোণ ধরণের অন্যায় করবেন না।

৩। নিজেকে কখনো দোষ দেবেন না এবং অন্যকেও না। কখনো যদি কোনো ভুল করেও থাকেন তাহলে নিজেকে বুঝানোর চেষ্টা করুন যে ভুল হতেই পারে সামনে আর ভুল হবেনা। আর কখনো অযথা অন্যের উপর দোষ দেবেন না।

৪। হতাশ না হয়ে নিজের ভাগ্যকে বিশ্বাস করুন আমাদের জীবনে অনেক ধরনের শখ আল্লাদ থাকে, কিন্তু সব শখ কি কখনো পূরণ হয়? জীবনের সব শখ কখনোই পূরণ হয়না। তা নিয়ে হতাশ হওয়ার কোণ কারণ নেই। নিজের ভাগ্যের উপর সব ছেড়ে দিন। ভাবুন যে আপনি জীবনে যা যা পাবেন তা আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার।

৫। আজে বাজে চিন্তা ভাবনা থেকে নিজেকে দূরে রাখুন কথায় আছে নিসঃকর্ম মস্তিস্ক শয়তানের কারখানা! তাই নিজেকে আজে বাজে চিন্তা ভাবনা থেকে দূরে রাখুন। জীবনে কষ্ট থাকবেই এর জন্য যে সারাক্ষণ কষ্ট আর বাজে চিন্তা নিয়ে পড়ে থাকবেন তা ঠিক নয়। তাই সব ধরণের বাজে চিন্তা থেকে দূরে থাকুন সুখী থাকবেন।

৬। ক্ষমাশীল হন। ক্ষমাশীল হওয়া জীবনের সবচাইতে বড় গুণ। যখন নিজের অপরাধ ও অন্নের অপরাধ ক্ষমা করে দিতে পারবেন তখন আপনি নিজেই অনুভব করতে পারবেন যে আপনি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ।

৭। সবাইকে সাথে নিয়ে সুখী থাকার চিন্তা করুন শুধু নিজেকে সুখী রাখলে হবেনা। সবাইকে সাথে নিয়ে সুখী হতে হবে। নিজের পরিবারেতো সুখী হতেই হবে এবং পাশাপাশি আপনি বিবাহিত হলে আপনার স্বামী/স্ত্রী, সন্তান সবাইকে নিয়েই ভালো থাকতে হবে। অনেক সময় যখন আপনার সাথের মানুষ গুলো ভালো থাকবে তখন আপনি নিজেও ভালো থাকবেন।

৮। শারীরিক ভাবে সুস্থ থাকুন শারীরিকভাবে সুস্থ থাকাটা সবচেয়ে জরুরী। প্রচুর পরিমাণে পানি পান করুন, বাইরের খাবার ত্যাগ করুন, মাঝে মাঝে জোরে নিঃশ্বাস নিন। আপনি নিজেই ভালো বুঝেন কি করলে আপনার শরীর ভালো থাকবে সুতরাং আপনি তাই করুন।

৯। মানুষকে সাহায্য করুন এবং উৎসাহ দিন আপনি কাউকে কখনো সাহায্য করলে নিজেই খুব ভালো অনুভব করবেন। সাহায্য যত বড়ই হোক অথবা ছোট, তা আপনাকে মানসিক ভাবে শান্তি দিবে। আপনার কাছের মানুষ গুলোকে যে কোনো কাজের জন্য উৎসাহী করুন। সবাই খুশি হবে আর আপনিও ভালো থাকবেন।

১০। কখনও সমস্যা এড়িয়ে চলবেন না। সমস্যা এড়িয়ে চলা কখনই সমস্যা সমাধানের পথ খুঁজে দিতে পারেনা। তারপরেও মাঝে মধ্যে কিছু সমস্যা এসে দাঁড়ায় যেগুলোর সমাধান আসলেই কঠিন। নিজের সমস্ত শক্তি দিয়ে হলেও তার সমাধানের চেষ্টা করুন। সমাধান শেষে এক ধরনের সুখ অনুভব করবেন।

১১। অপরের ব্যাপারে নাক গলাবেন না। অন্যের দিকে নজর না দিয়ে যখন শুধু নিজের কাজ করবেন তখন দেখবেন কি রকম মুক্ত আর সন্তুষ্ট বোধ করছেন। পরস্রীকাতরতা ত্যাগ করুন। তবে নিজের ভুল ত্রুটি শুধরে নেবার জন্য অন্যের সাথে নিজের কাজে তুলনা করতে পারেন।

১২। কাউকে নিজের সুখের উৎস বানাবেন না। আপনাকে ঘিরেই আপনার জীবন। অনেকেই আসবে যাবে কিন্তু নিজেকে সবচেয়ে বেশী মূল্যায়ন করুন। আপনার সুখী হবার জন্য অন্যের অনুমতির দরকার নেই। কাউকে এতে ভাগ বসাতে দিতে যাবেন না।

১৩। নেগেটিভ মানুষের সঙ্গ ত্যাগ করুন। যারা আপনাকে পেছনে টেনে ধরে আপনার খুত খুঁজে বেড়ায় এবং আপনার কাজের প্রতি নেতিবাচক চিন্তা বাড়িয়ে তোলে সেই সকল মানুষের সঙ্গ ত্যাগ করুন। নেতিবাচক মানুষ হতে দূরে থাকুন।

১৪। ক্ষমা করুন, ভুলে যান। অনেকে সামান্য ঘটনাকেও অনেক বড় করে ফেলেন। অনেকের সামান্য অপরাধও ক্ষমা করতে পারেন না। সুখী হতে চাইলে সব ময়লা গায়ে লাগতে দিবেন না। আর ক্ষমাশীল হোন। এবং অপ্রয়োজনীয় রাগ, উদ্বেগ ঝেড়ে ফেলুন।

১৫। ব্যয়াম এবং খাবারে নিয়ম মেনে চলা: নিয়মিত ব্যয়াম এবং খাবারে নিয়ম মেনে চললে শরীর থাকে ঝরঝরে। আর ঝরঝরে শরীর মনকে রাখে তরতাজা। ফলে কাজে আসে স্পৃহা। দিনে অন্তত পনের মিনিটের জন্য হলেও ব্যয়াম করা উচিত।

১৬। হাসুন বেশি: আমরা যখন হাসি, তখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। হাসলে সেরোটোনিন নামে এক ধরণের হরমোন নিঃসরন করে যা মানুষকে সুখী সুখী ভাব এনে দেয়। এধরণের অনুভূতি অনেক কঠিন কাজকেও সহজ করে দেয়।

১৭। পারসোনালি নিবেন না। সমালোচনার মুখে পরবেন অনেক সময়। তার থেকে শিক্ষা গ্রহন করুন। কিন্তু তা পারসোনাল এ্যাটাক বলে ধরে নিবেননা। আবার প্রশংসিতও হতে পারেন এতে আবার গলে যাবেননা। স্বাভাবিক ভাবনার টেন্ডেনসি বাড়ান।

১৮। প্রতিহিংসা। সুখী মানুষেরা প্রতিহিংসা পরায়ণ হয় না। বরং তারা সমাধানের পথ খুঁজে। আপনি অনেক কারণেই কষ্ট পেতে পারেন, কিন্তু তার প্রতিশোধ নিতে সামনের দিনগুলিকে বা আপনার ভবিষ্যতকে নষ্ট করতে পারেননা। ভালো মানুষ হোন এবং সুখী হোন।

১৯। ভালো শ্রোতা হোন: একজন ভালো শ্রোতাই পারেন সময়মত অন্যের দৃষ্টি আকর্ষণ করতে। শুধু তাই নয়, ভালো শ্রোতা হওয়ার সবচেয়ে বড় সুবিধা হল দ্রুত জ্ঞানার্জন করা যায়। অন্যের প্রতি সম্মান প্রদর্শন করাও হয় এতে। এতে করে আত্মবিশ্বাস বেড়ে যায়। আত্মবিশ্বাস এবং জ্ঞান আপনার কাজে নিরাপত্তা এবং ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

২০। অতীতকে কখনোই ভবিষ্যত হিসেবে নেবেন না: অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হয়, তাকে বুকে ধারণ করে ভবিষ্যতকে নষ্ট করতে নেই। সেই ব্যক্তিই জীবনে সুখী হতে পারে, যে অতীত থেকে নিজ ভুলের শিক্ষা নিয়ে তা আবার দ্বিতীয়বার না করে এবং ভবিষ্যতকে এই শিক্ষার আলোকে উজ্জ্বল করে তোলে।

সুখী হতে চাইলেই তা হওয়া যায় না। অনেকে বলেন চাইলেই সুখী থাকা যায়। কিন্তু সুখ ব্যাপারটা আবার এত সহজ নয়। তবে সুখী কিভাবে থাকতে হয় তার জন্য কিছু জিনিষ শিখে নেয়া দরকার যদিনা আপনি মনে করেন আপনি এমনিতেই সুখী। সুখ এবং কমফোর্টের জন্য এগুলো মেনে চলতে পারেন। তা হলেই আপনিও পৃথিবীর সবচেয়ে বড় সুখী ব্যাক্তি হয়েও যেতে পারেন।

***ইন্টারনেট থেকে সংগ্রহীত

**Courtesy : তানবীর আহমদ (জিরো গ্রাভিটি) Tanbir Ahmad
▶ প্রয়োজনীয় বাংলা বই ebook.com.bd [www.facebook.com/tanbir.cox] December 20, 2018

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog (Dhumkeatu's Diary - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog (Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Dhumkeatu's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Dhumkeatu's Diary" || 27.12.2018 || 🇧🇩

āĻ­াāĻ˛āĻŦাāĻ¸া āĻ°ং āĻŦāĻĻāĻ˛াā§Ÿ...

সুবর্ণা মুস্তফার সাথে একবার হুমায়ুন ফরিদীর প্রচণ্ড ঝগড়া হলো, রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন। সুবর্ণা সকালে উঠে দরজা খুলে দেখেন, যেই রুমে ঝগড়া হয়েছিল, সেই রুমের মেঝে থেকে ছাদের দেয়াল পর্যন্ত একটি কথাই লিখে পুরো রুমকে ভরে ফেলা হয়েছে, কথাটি হল- 'সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি'|

এতো ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি, ২০০৮ সালে ডিভোর্স হয়। কারণ ভালোবাসা রং বদলায়..!

জীবনানন্দ দাশ লিখেছিলেন-

'প্রেম ধীরে মুছে যায়; নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।'

এই জীবনানন্দকে একবার দেখেই বিয়ের পিঁড়িতে বসে লাবণ্যপ্রভা। সাহিত্যের ছায়া থেকে একশ হাত দূরে থেকেও সাহিত্যের ইতিহাসে উজ্জ্বলতম নক্ষত্র এই লাবণ্য।

সেও কিছুকাল পরে টের পায় তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে। মুক্তির জন্য ছটফট করতে থাকে। দুর্বিষহ হয়ে উঠে দুজনের জীবন। প্রেম সত্যি একসময় মুছে যায়।

গুলতেকিন নামের ক্লাস টেনের সেই কিশোরী হুমায়ুনের প্রেমে অন্ধ হয়ে বিয়ে করে ফেলে। বিয়ের পরে সে জানতে পারে যে লেখক হুমায়ুন আহমেদ মানুষ হিসেবে খুবই সাধারণ। বাস্তব জীবনে সে চাঁদের দিকে হা করে তাকিয়ে থাকে না, কবিতা আওড়ায় না। তার মধ্যে আলাদা কিছু নেই। সে আর দশটা মানুষের মতোই সাধারণ। স্বপ্ন ভঙ্গের মতো ব্যাপার"

গুলতেকিন বারবার বলতে থাকে- 'তোমার লেখাই ভালো, অন্যকিছু ভালো না।'

আসলেই ভালোবাসা রং বদলায়!

নন্দিতা রায়ের 'বেলাশেষে' সিনেমায় এই কঠিন ব্যাপারটা খুব সহজভাবে বুঝানো হয়েছে-

'হাতের ওপর হাত রাখা খুব সহজ,
সারাজীবন বইতে পারা সহজ নয়!'
সহজ না হওয়ার কারণ ঐ একটাই-
'ভালোবাসা রং বদলায়'

আসলে প্রেম ভালবাসার সহজলভ্যতার এই পৃথিবীতে সবচেয়ে বিরল দুটি জিনিস-

"মনের মানুষ" এবং "মানুষের মন"।

এই দু'টোর উপর বিশ্বাস থাকা ভাল এবং উচিতও বটে। তবে সেটা কেবলই নিজের মধ্যে। কখনোই এগুলো নিয়ে অতি আত্মবিশ্বাসী বড়াই দেখানোও উচিত নয়।

কারণ হাওয়ার দিক পরিবর্তন হয়ে কখন কোনদিকে বয়ে যায় সেটা সর্বদাই অনিশ্চিত। হোক সেটা প্রকৃতির হাওয়া অথবা মনের।
আসলেই ভালবাসা রং বদলায়।

*সংগৃহীত

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog (Dhumkeatu's Diary - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog (Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Dhumkeatu's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Dhumkeatu's Diary" || 27.12.2018 || 🇧🇩

World's Notable Photographers List by Wikipedia

**This is the link of country wise World's Notable Male Photographers list by Wikipedia :

> https:// https://en.m.wikipedia.org/wiki/List_of_photographers

**This is the link of country wise World's Notable Female Photographers list by Wikipedia :

> https://en.m.wikipedia.org/wiki/List_of_women_photographers

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Photographic Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog (Dhumkeatu's Diary - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog (Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Dhumkeatu's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Dhumkeatu's Diary" || 27.12.2018 || 🇧🇩

āĻ†āĻŽি āĻ†āĻ•াāĻļ āĻĒাāĻ াāĻŦো - āĻ°াāĻĢা







" āĻ†āĻŽি āĻ†āĻ•াāĻļ āĻĒাāĻ াāĻŦো " - āĻ°াāĻĢা


āĻ†āĻŽাāĻ° āĻ–োāĻ˛া āĻ†āĻ•াāĻļ āĻ¤োāĻŽাāĻ° āĻ…āĻĒেāĻ•্āĻˇাā§Ÿ
āĻ…āĻ¨েāĻ• āĻŽেāĻ˜ āĻŦā§Ÿে āĻ¯াā§Ÿ
āĻ†āĻ¸āĻŦে āĻ¤ুāĻŽি āĻ†āĻŦাāĻ°
āĻ†āĻŽাāĻ° āĻŽāĻ¨েāĻ° āĻŦাāĻ°াāĻ¨্āĻĻাā§Ÿ āĻ¤োāĻŽাāĻ° āĻ¸āĻŽā§Ÿ āĻ•েāĻŸে āĻ¯াā§Ÿ
āĻ†āĻŦাāĻ° āĻ†āĻ¸āĻŦে āĻ¤ুāĻŽি āĻ†āĻŽাāĻ° āĻ­াāĻ˛োāĻ˛াāĻ—াā§Ÿ
āĻ…āĻ¨েāĻ• āĻ‡āĻš্āĻ›ে āĻ˜ুā§œি ...

āĻ†āĻŽি āĻ†āĻ•াāĻļ āĻĒাāĻ াāĻŦো āĻ¤োāĻŽাāĻ° āĻŽāĻ¨েāĻ° āĻ†āĻ•াāĻļে
āĻ¯েāĻ–াāĻ¨ে āĻ—াāĻ‡āĻŦে āĻ¤ুāĻŽি āĻ†āĻ¨āĻŽāĻ¨ে।
āĻ†āĻŽি āĻ†āĻ•াāĻļ āĻĒাāĻ াāĻŦো āĻ¤োāĻŽাāĻ° āĻŽāĻ¨েāĻ° āĻ†āĻ•াāĻļে
āĻ–োāĻ˛া āĻŽাāĻ ে āĻ—াāĻ‡āĻŦে āĻ—াāĻ¨ āĻŦāĻ¸āĻ¨্āĻ¤েāĻ° āĻŦাāĻ¤াāĻ¸ে।

āĻ†āĻŽাāĻ° āĻ°āĻ™্āĻ—িāĻ¨ āĻŦাāĻ¤াāĻ¸ āĻ¤োāĻŽাāĻ° āĻ…āĻĒেāĻ•্āĻˇাā§Ÿ
āĻ…āĻ¨েāĻ• āĻ¸্āĻŽৃāĻ¤ি āĻŦā§Ÿে āĻ¯াā§Ÿ
āĻ†āĻ¸āĻŦে āĻ¤ুāĻŽি āĻ†āĻŦাāĻ°
āĻ†āĻŽাāĻ° āĻŽāĻ¨েāĻ° āĻŦাāĻ°াāĻ¨্āĻĻাā§Ÿ āĻ¤োāĻŽাāĻ° āĻ†āĻ˛ো āĻŦā§Ÿে āĻ¯াā§Ÿ
āĻ†āĻŦাāĻ° āĻ†āĻ¸āĻŦে āĻ¤ুāĻŽি āĻ†āĻŽাāĻ° āĻ­াāĻ˛োāĻ˛াāĻ—াā§Ÿ
āĻ…āĻ¨েāĻ• āĻ‡āĻš্āĻ›ে āĻ˜ুā§œি ...

āĻ†āĻŽি āĻ†āĻ•াāĻļ āĻĒাāĻ াāĻŦো āĻ¤োāĻŽাāĻ° āĻŽāĻ¨েāĻ° āĻ†āĻ•াāĻļে
āĻ¯েāĻ–াāĻ¨ে āĻ—াāĻ‡āĻŦে āĻ¤ুāĻŽি āĻ†āĻ¨āĻŽāĻ¨ে।
āĻ†āĻŽি āĻ†āĻ•াāĻļ āĻĒাāĻ াāĻŦো āĻ¤োāĻŽাāĻ° āĻŽāĻ¨েāĻ° āĻ†āĻ•াāĻļে
āĻ–োāĻ˛া āĻŽাāĻ ে āĻ—াāĻ‡āĻŦে āĻ—াāĻ¨ āĻŦāĻ¸āĻ¨্āĻ¤েāĻ° āĻŦাāĻ¤াāĻ¸ে।


*** Song's information ***

>Song's Title : āĻ†āĻŽি āĻ†āĻ•াāĻļ āĻĒাāĻ াāĻŦো
>Band/Singer : āĻ¸ুāĻ°, āĻ¸ংāĻ—ীāĻ¤ āĻ“ āĻ•āĻŖ্āĻ ঃ āĻ°াāĻĢা
>Album : āĻ•াāĻ›ে āĻ†āĻ¸াāĻ° āĻ—āĻ˛্āĻĒ, āĻ¨াāĻŸāĻ•ঃ āĻ†āĻŽি āĻ†āĻ•াāĻļ āĻĒাāĻ াāĻŦো
>Release date :
>Recorded :
>Genre :
>Length :
>Label :
>Producer(s) :
>Songwriter(s) :  āĻļাāĻĢাā§ŸেāĻ¤ āĻŽāĻ¨āĻ¸ুāĻ° āĻ°াāĻ¨া

*** Note : ® [This is one of my favorite songs. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog (Dhumkeatu's Diary - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog (Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Dhumkeatu's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :)

*** Posted by : © "Dhumkeatu's Diary" || 27.12.2018 ||

āĻŦৃāĻšāĻ¸্āĻĒāĻ¤িāĻŦাāĻ°, ā§Ŧ āĻĄিāĻ¸েāĻŽ্āĻŦāĻ°, ā§¨ā§Ļā§§ā§Ž

You're the Result of Yourself - Pablo Neruda

"You're the Result of Yourself"
- Pablo Neruda.

Don't blame anyone, never complain of anyone or anything
Because basically you have made of your life what you wanted.
Accept the difficulties of edifying yourself
And the worth of starting to correct your character.
The triumph of the true man arises from the ashes of his mistakes.
Never complain of your loneliness or your luck.
Face it with courage and accept it.
Somehow, they are the result of your acts and
It shows that you'll always win.
Don't feel frustrated of your own failures, neither unload them to someone else.
Accept yourself now or you'll go on justifying yourself like a child.
Remember that any time is good to start
And that no time is so good to give up.
Don't forget that the cause of your present is your past,
As the cause of your future will be your present.
Learn from the brave, from the strong,
From who doesn't accept situations
From who will live in spite of everything.
Think less of your problems and more of your work.
Learn to arise from your pain,
And to be greater than the greatest of your obstacles.
Look at the mirror of yourself and you'll be free and strong
And you'll stop being a puppet of circumstances.
For you yourself are your destiny.
Wake up and stare at the sun in the mornings and breathe the sun of dawn.
You're part of the strength of your life now,
Rise up, fight, walk, be sure and you'll win in life.
Don't ever think of 'fate'
For fate is the excuse of failures.

**Copyright : © Pablo Neruda.
**Photo : © Internet.

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** Note: ® [This is one of my Favorite English Poems. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog (Dhumkeatu's Diary - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog (Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Dhumkeatu's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Dhumkeatu's Diary" || 06.12.2018 || 🇧🇩

Dhumkeatu's Canvas

👷 "Tale of the Farmers" 🌾

⚠ ® [This photo is the intellectual property and copyright of © "Dhumkeatu's Canvas" ( #canvas_of_dhumkeatu ) : A Canvas of Imagination vs. Fancy : where I Wandered Lonely as A Cloud..." is owned by " © #Shaon_Mr_Nobody™ " & the photo is provided for educational purposes and personal use only. Without permission/photo credit, unauthorized us, reproduction or re-upload for any reason is strictly prohibited. All Rights Reserved. Thank you.]

📷 Photo source : © Dhumkeatu's Canvas. 2018 🇧🇩

🔊✓Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara" / "Life will not return again"
Just keep Livin...!!! Keep Smile.......!! Happy Living......!!!
Thank You, Good Luck......!!! 💘

💻 *** Official Contact ***

**Official Facebook : www.fb.com/DhumkeatusCanvas
**Official Twitter : www.twitter.com/dhoomk2_live
**Official LinkedIn : www.linkedin.com/in/ShaonMrNobody
**Official Blog : https://mehadehassanshaon.blogspot.com
**Official Instagram : www.instagram.com/canvas_of_dhumkeatu
**Official YouTube : https://goo.gl/XLKFpu (Dhumkeatu's Canvas)

♓ #dhumkeatu #dhumkeatuscanvas #canvasofdhumkeatu #dhumkeatusphotography #shaonmrnobody #ShaonMrNobody  #beautifulbangladesh #mobilephotography #travelerphotography #traveldiaries

📮 Posted by : © "Dhumkeatu's Diary" || 06.12.2018 ||🇧🇩

Dhumkeatu's Canvas

🏯 "The Demolished Basilica : Hari Charan Rajbari Shyamnagr, Sathkhira, Bangladesh."

⚠ ® [This photo is the intellectual property and copyright of © "Dhumkeatu's Canvas" ( #canvas_of_dhumkeatu ) : A Canvas of Imagination vs. Fancy : where I Wandered Lonely as A Cloud..." is owned by " © #Shaon_Mr_Nobody™ " & the photo is provided for educational purposes and personal use only. Without permission/photo credit, unauthorized us, reproduction or re-upload for any reason is strictly prohibited. All Rights Reserved. Thank you.]

📷 Photo source : © Dhumkeatu's Canvas. 2018 🇧🇩

🔊✓Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara" / "Life will not return again"
Just keep Livin...!!! Keep Smile.......!! Happy Living......!!!
Thank You, Good Luck......!!! 💘

💻 *** Official Contact ***

**Official Facebook : www.fb.com/DhumkeatusCanvas
**Official Twitter : www.twitter.com/dhoomk2_live
**Official LinkedIn : www.linkedin.com/in/ShaonMrNobody
**Official Blog : https://mehadehassanshaon.blogspot.com
**Official Instagram : www.instagram.com/canvas_of_dhumkeatu
**Official YouTube : https://goo.gl/XLKFpu (Dhumkeatu's Canvas)

♓ #dhumkeatu #dhumkeatuscanvas #canvasofdhumkeatu #dhumkeatusphotography #shaonmrnobody #ShaonMrNobody  #beautifulbangladesh #mobilephotography #travelerphotography #traveldiaries

📮 Posted by : © "Dhumkeatu's Diary" || 06.12.2018 ||🇧🇩

Dhumkeatu's Canvas

⛵ " The Lone Boatman" ⛵

⚠ ® [This photo is the intellectual property and copyright of © "Dhumkeatu's Canvas" ( #canvas_of_dhumkeatu ) : A Canvas of Imagination vs. Fancy : where I Wandered Lonely as A Cloud..." is owned by " © #Shaon_Mr_Nobody™ " & the photo is provided for educational purposes and personal use only. Without permission/photo credit, unauthorized us, reproduction or re-upload for any reason is strictly prohibited. All Rights Reserved. Thank you.]

📷 Photo source : © Dhumkeatu's Canvas. 2018 🇧🇩

🔊✓Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara" / "Life will not return again"
Just keep Livin...!!! Keep Smile.......!! Happy Living......!!!
Thank You, Good Luck......!!! 💘

💻 *** Official Contact ***

**Official Facebook : www.fb.com/DhumkeatusCanvas
**Official Twitter : www.twitter.com/dhoomk2_live
**Official LinkedIn : www.linkedin.com/in/ShaonMrNobody
**Official Blog : https://mehadehassanshaon.blogspot.com
**Official Instagram : www.instagram.com/canvas_of_dhumkeatu
**Official YouTube : https://goo.gl/XLKFpu (Dhumkeatu's Canvas)

♓ #dhumkeatu #dhumkeatuscanvas #canvasofdhumkeatu #dhumkeatusphotography #shaonmrnobody #ShaonMrNobody  #beautifulbangladesh #mobilephotography #travelerphotography #traveldiaries

📮 Posted by : © "Dhumkeatu's Diary" || 06.12.2018 ||🇧🇩

Dhumkeatu's Canvas

🚲 "Shadow Hunting : The Bicyclist. 🚲

⚠ ® [This photo is the intellectual property and copyright of © "Dhumkeatu's Canvas" ( #canvas_of_dhumkeatu ) : A Canvas of Imagination vs. Fancy : where I Wandered Lonely as A Cloud..." is owned by " © #Shaon_Mr_Nobody™ " & the photo is provided for educational purposes and personal use only. Without permission/photo credit, unauthorized us, reproduction or re-upload for any reason is strictly prohibited. All Rights Reserved. Thank you.]

📷 Photo source : © Dhumkeatu's Canvas. 2018 🇧🇩

🔊✓Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara" / "Life will not return again"
Just keep Livin...!!! Keep Smile.......!! Happy Living......!!!
Thank You, Good Luck......!!! 💘

💻 *** Official Contact ***

**Official Facebook : www.fb.com/DhumkeatusCanvas
**Official Twitter : www.twitter.com/dhoomk2_live
**Official LinkedIn : www.linkedin.com/in/ShaonMrNobody
**Official Blog : https://mehadehassanshaon.blogspot.com
**Official Instagram : www.instagram.com/canvas_of_dhumkeatu
**Official YouTube : https://goo.gl/XLKFpu (Dhumkeatu's Canvas)

♓ #dhumkeatu #dhumkeatuscanvas #canvasofdhumkeatu #dhumkeatusphotography #shaonmrnobody #ShaonMrNobody  #beautifulbangladesh #mobilephotography #travelerphotography #traveldiaries

📮 Posted by : © "Dhumkeatu's Diary" || 06.12.2018 ||🇧🇩

Dhumkeatu's Canvas

⛵'' The Tale of Waiting" ⛵

⚠ ® [This photo is the intellectual property and copyright of © "Dhumkeatu's Canvas" ( #canvas_of_dhumkeatu ) : A Canvas of Imagination vs. Fancy : where I Wandered Lonely as A Cloud..." is owned by " © #Shaon_Mr_Nobody™ " & the photo is provided for educational purposes and personal use only. Without permission/photo credit, unauthorized us, reproduction or re-upload for any reason is strictly prohibited. All Rights Reserved. Thank you.]

📷 Photo source : © Dhumkeatu's Canvas. 2018 🇧🇩

🔊✓Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara" / "Life will not return again"
Just keep Livin...!!! Keep Smile.......!! Happy Living......!!!
Thank You, Good Luck......!!! 💘

💻 *** Official Contact ***

**Official Facebook : www.fb.com/DhumkeatusCanvas
**Official Twitter : www.twitter.com/dhoomk2_live
**Official LinkedIn : www.linkedin.com/in/ShaonMrNobody
**Official Blog : https://mehadehassanshaon.blogspot.com
**Official Instagram : www.instagram.com/canvas_of_dhumkeatu
**Official YouTube : https://goo.gl/XLKFpu (Dhumkeatu's Canvas)

♓ #dhumkeatu #dhumkeatuscanvas #canvasofdhumkeatu #dhumkeatusphotography #shaonmrnobody #ShaonMrNobody  #beautifulbangladesh #mobilephotography #travelerphotography #traveldiaries

📮 Posted by : © "Dhumkeatu's Diary" || 06.12.2018 ||🇧🇩

Dhumkeatu's Canvas

🌾 "The Ear of Paddy" 🌾

⚠ ® [This photo is the intellectual property and copyright of © "Dhumkeatu's Canvas" ( #canvas_of_dhumkeatu ) : A Canvas of Imagination vs. Fancy : where I Wandered Lonely as A Cloud..." is owned by " © #Shaon_Mr_Nobody™ " & the photo is provided for educational purposes and personal use only. Without permission/photo credit, unauthorized us, reproduction or re-upload for any reason is strictly prohibited. All Rights Reserved. Thank you.]

📷 Photo source : © Dhumkeatu's Canvas. 2018 🇧🇩

🔊✓Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara" / "Life will not return again"
Just keep Livin...!!! Keep Smile.......!! Happy Living......!!!
Thank You, Good Luck......!!! 💘

💻 *** Official Contact ***

**Official Facebook : www.fb.com/DhumkeatusCanvas
**Official Twitter : www.twitter.com/dhoomk2_live
**Official LinkedIn : www.linkedin.com/in/ShaonMrNobody
**Official Blog : https://mehadehassanshaon.blogspot.com
**Official Instagram : www.instagram.com/canvas_of_dhumkeatu
**Official YouTube : https://goo.gl/XLKFpu (Dhumkeatu's Canvas)

♓ #dhumkeatu #dhumkeatuscanvas #canvasofdhumkeatu #dhumkeatusphotography #shaonmrnobody #ShaonMrNobody  #beautifulbangladesh #mobilephotography #travelerphotography #traveldiaries

📮 Posted by : © "Dhumkeatu's Diary" || 06.12.2018 ||🇧🇩

Dhumkeatu's Canvas

🐦 "The Waiting Drongo" 🐦

⚠ ® [This photo is the intellectual property and copyright of © "Dhumkeatu's Canvas" ( #canvas_of_dhumkeatu ) : A Canvas of Imagination vs. Fancy : where I Wandered Lonely as A Cloud..." is owned by " © #Shaon_Mr_Nobody™ " & the photo is provided for educational purposes and personal use only. Without permission/photo credit, unauthorized us, reproduction or re-upload for any reason is strictly prohibited. All Rights Reserved. Thank you.]

📷 Photo source : © Dhumkeatu's Canvas. 2018 🇧🇩

🔊✓Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara" / "Life will not return again"
Just keep Livin...!!! Keep Smile.......!! Happy Living......!!!
Thank You, Good Luck......!!! 💘

💻 *** Official Contact ***

**Official Facebook : www.fb.com/DhumkeatusCanvas
**Official Twitter : www.twitter.com/dhoomk2_live
**Official LinkedIn : www.linkedin.com/in/ShaonMrNobody
**Official Blog : https://mehadehassanshaon.blogspot.com
**Official Instagram : www.instagram.com/canvas_of_dhumkeatu
**Official YouTube : https://goo.gl/XLKFpu (Dhumkeatu's Canvas)

♓ #dhumkeatu #dhumkeatuscanvas #canvasofdhumkeatu #dhumkeatusphotography #shaonmrnobody #ShaonMrNobody  #beautifulbangladesh #mobilephotography #travelerphotography #traveldiaries

📮 Posted by : © "Dhumkeatu's Diary" || 06.12.2018 ||🇧🇩

Dhumkeatu's Canvas

⛵ "The Boat" ⛵

⚠ ® [This photo is the intellectual property and copyright of © "Dhumkeatu's Canvas" ( #canvas_of_dhumkeatu ) : A Canvas of Imagination vs. Fancy : where I Wandered Lonely as A Cloud..." is owned by " © #Shaon_Mr_Nobody™ " & the photo is provided for educational purposes and personal use only. Without permission/photo credit, unauthorized us, reproduction or re-upload for any reason is strictly prohibited. All Rights Reserved. Thank you.]

📷 Photo source : © Dhumkeatu's Canvas. 2018 🇧🇩

🔊✓Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara" / "Life will not return again"
Just keep Livin...!!! Keep Smile.......!! Happy Living......!!!
Thank You, Good Luck......!!! 💘

💻 *** Official Contact ***

**Official Facebook : www.fb.com/DhumkeatusCanvas
**Official Twitter : www.twitter.com/dhoomk2_live
**Official LinkedIn : www.linkedin.com/in/ShaonMrNobody
**Official Blog : https://mehadehassanshaon.blogspot.com
**Official Instagram : www.instagram.com/canvas_of_dhumkeatu
**Official YouTube : https://goo.gl/XLKFpu (Dhumkeatu's Canvas)

♓ #dhumkeatu #dhumkeatuscanvas #canvasofdhumkeatu #dhumkeatusphotography #shaonmrnobody #ShaonMrNobody  #beautifulbangladesh #mobilephotography #travelerphotography #traveldiaries

📮 Posted by : © "Dhumkeatu's Diary" || 06.12.2018 ||🇧🇩

Dhumkeatu's Canvas

🐃 " The Buffalo Vehicle "🐃

⚠ ® [This photo is the intellectual property and copyright of © "Dhumkeatu's Canvas" ( #canvas_of_dhumkeatu ) : A Canvas of Imagination vs. Fancy : where I Wandered Lonely as A Cloud..." is owned by " © #Shaon_Mr_Nobody™ " & the photo is provided for educational purposes and personal use only. Without permission/photo credit, unauthorized us, reproduction or re-upload for any reason is strictly prohibited. All Rights Reserved. Thank you.]

📷 Photo source : © Dhumkeatu's Canvas. 2018 🇧🇩

🔊✓Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara" / "Life will not return again"
Just keep Livin...!!! Keep Smile.......!! Happy Living......!!!
Thank You, Good Luck......!!! 💘

💻 *** Official Contact ***

**Official Facebook : www.fb.com/DhumkeatusCanvas
**Official Twitter : www.twitter.com/dhoomk2_live
**Official LinkedIn : www.linkedin.com/in/ShaonMrNobody
**Official Blog : https://mehadehassanshaon.blogspot.com
**Official Instagram : www.instagram.com/canvas_of_dhumkeatu
**Official YouTube : https://goo.gl/XLKFpu (Dhumkeatu's Canvas)

♓ #dhumkeatu #dhumkeatuscanvas #canvasofdhumkeatu #dhumkeatusphotography #shaonmrnobody #ShaonMrNobody  #beautifulbangladesh #mobilephotography #travelerphotography #traveldiaries

📮 Posted by : © "Dhumkeatu's Diary" || 06.12.2018 ||🇧🇩

Dhumkeatu's Canvas

🐦 " The Kingdom of Shrikes" 🐦

⚠ ® [This photo is the intellectual property and copyright of © "Dhumkeatu's Canvas" ( #canvas_of_dhumkeatu ) : A Canvas of Imagination vs. Fancy : where I Wandered Lonely as A Cloud..." is owned by " © #Shaon_Mr_Nobody™ " & the photo is provided for educational purposes and personal use only. Without permission/photo credit, unauthorized us, reproduction or re-upload for any reason is strictly prohibited. All Rights Reserved. Thank you.]

📷 Photo source : © Dhumkeatu's Canvas. 2018 🇧🇩

🔊✓Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara" / "Life will not return again"
Just keep Livin...!!! Keep Smile.......!! Happy Living......!!!
Thank You, Good Luck......!!! 💘

💻 *** Official Contact ***

**Official Facebook : www.fb.com/DhumkeatusCanvas
**Official Twitter : www.twitter.com/dhoomk2_live
**Official LinkedIn : www.linkedin.com/in/ShaonMrNobody
**Official Blog : https://mehadehassanshaon.blogspot.com
**Official Instagram : www.instagram.com/canvas_of_dhumkeatu
**Official YouTube : https://goo.gl/XLKFpu (Dhumkeatu's Canvas)

♓ #dhumkeatu #dhumkeatuscanvas #canvasofdhumkeatu #dhumkeatusphotography #shaonmrnobody #ShaonMrNobody  #beautifulbangladesh #mobilephotography #travelerphotography #traveldiaries

📮 Posted by : © "Dhumkeatu's Diary" || 06.12.2018 ||🇧🇩

Dhumkeatu's Canvas

⛵ "Boatmans" ⛵

⚠ ® [This photo is the intellectual property and copyright of © "Dhumkeatu's Canvas" ( #canvas_of_dhumkeatu ) : A Canvas of Imagination vs. Fancy : where I Wandered Lonely as A Cloud..." is owned by " © #Shaon_Mr_Nobody™ " & the photo is provided for educational purposes and personal use only. Without permission/photo credit, unauthorized us, reproduction or re-upload for any reason is strictly prohibited. All Rights Reserved. Thank you.]

📷 Photo source : © Dhumkeatu's Canvas. 2018 🇧🇩

🔊✓Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara" / "Life will not return again"
Just keep Livin...!!! Keep Smile.......!! Happy Living......!!!
Thank You, Good Luck......!!! 💘

💻 *** Official Contact ***

**Official Facebook : www.fb.com/DhumkeatusCanvas
**Official Twitter : www.twitter.com/dhoomk2_live
**Official LinkedIn : www.linkedin.com/in/ShaonMrNobody
**Official Blog : https://mehadehassanshaon.blogspot.com
**Official Instagram : www.instagram.com/canvas_of_dhumkeatu
**Official YouTube : https://goo.gl/XLKFpu (Dhumkeatu's Canvas)

♓ #dhumkeatu #dhumkeatuscanvas #canvasofdhumkeatu #dhumkeatusphotography #shaonmrnobody #ShaonMrNobody  #beautifulbangladesh #mobilephotography #travelerphotography #traveldiaries

📮 Posted by : © "Dhumkeatu's Diary" || 06.12.2018 ||🇧🇩

Dhumkeatu's Canvas

💦 "Water Splash"💧

⚠ ® [This photo is the intellectual property and copyright of © "Dhumkeatu's Canvas" ( #canvas_of_dhumkeatu ) : A Canvas of Imagination vs. Fancy : where I Wandered Lonely as A Cloud..." is owned by " © #Shaon_Mr_Nobody™ " & the photo is provided for educational purposes and personal use only. Without permission/photo credit, unauthorized us, reproduction or re-upload for any reason is strictly prohibited. All Rights Reserved. Thank you.]

📷 Photo source : © Dhumkeatu's Canvas. 2018 🇧🇩

🔊✓Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara" / "Life will not return again"
Just keep Livin...!!! Keep Smile.......!! Happy Living......!!!
Thank You, Good Luck......!!! 💘

💻 *** Official Contact ***

**Official Facebook : www.fb.com/DhumkeatusCanvas
**Official Twitter : www.twitter.com/dhoomk2_live
**Official LinkedIn : www.linkedin.com/in/ShaonMrNobody
**Official Blog : https://mehadehassanshaon.blogspot.com
**Official Instagram : www.instagram.com/canvas_of_dhumkeatu
**Official YouTube : https://goo.gl/XLKFpu (Dhumkeatu's Canvas)

♓ #dhumkeatu #dhumkeatuscanvas #canvasofdhumkeatu #dhumkeatusphotography #shaonmrnobody #ShaonMrNobody  #beautifulbangladesh #mobilephotography #travelerphotography #traveldiaries

📮 Posted by : © "Dhumkeatu's Diary" || 06.12.2018 ||🇧🇩

āĻ•াāĻŦা āĻļāĻ°ীāĻĢ āĻ¸āĻŽ্āĻĒāĻ°্āĻ•ে ā§§ā§Ļ āĻŸি āĻ¤āĻĨ্āĻ¯

ইসলামী জ্ঞানেরতথ্যমতে পৃথিবীতে ভূমির সৃষ্টি হয় মক্কায় অবস্থিত কাবা ঘরের স্থলকে কেন্দ্র করেই। হাদিস মতে, কাবার নিচের অংশটুকু অর্থাৎ কাবাঘরের জমিনটুকু হচ্ছে পৃথিবীর প্রথম জমিন। বিশাল সাগরের মাঝে এর সৃষ্টি। ধীরে ধীরে এর চারপাশ ভরাট হতে থাকে। এভাবে সৃষ্টি হয় একটি বিশাল মহাদেশের। পরে এক মহাদেশ থেকেই সৃষ্টি হয় সাত মহাদেশের।

মুসলমানরা মনে করে, পৃথিবীতে মহান রাব্বুল আলামীনের অনন্য নিদর্শন পবিত্র কাবা শরিফ। ভৌগোলিকভাবে গোলাকার পৃথিবীর মধ্যস্থলে বরকতময় পবিত্র কাবার অবস্থান- এটাও অনেকের জন্য আশ্চর্যজনক বিষয়।

সৃষ্টির আদিকাল থেকেই আল্লাহ পবিত্র কাবা শরিফকে তার মনোনীত বান্দাদের মিলনমেলাস্থল হিসেবে কবুল করেছেন।

দুনিয়াজুড়ে মুসলমানদের এই কিবলা তথা কাবা শরিফ সম্পর্কে নানা বিষয় জানতে আমরা সবসময়েই আগ্রহী হই- তবে এর সবটা হয়তো জানা হয় না। এই সুযোগে কাবা সম্পর্কিত কিছু আশ্চর্যজনক তথ্য জেনে নেয়া যাক। অনেকেই হয়তো এ বিষয়গুলো সম্পর্কে অবহিত নন। আসুন, বিষয়গুলো জেনে নেওয়া যাক-

১) কাবা শরিফের সংস্কার:

প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা ও শত্রুদের আক্রমণের কারণে বেশ কয়েকবার ক্ষতিগ্রস্ত হয়েছে পবিত্র কাবা শরিফ। তাই বেশ কয়েকবারই ক্ষতিগ্রস্ত কাবাকে পুনঃনির্মাণ করা হয়েছে।

সর্বাধিক নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য মতে, কাবাকে এ পর্যন্ত ১২ বার পুনর্নির্মাণ করা হয়েছে। বিভিন্ন বিপর্যয়ের হাত থেকে সংরক্ষণ করতে কাবা শরিফকে সর্বশেষ ১৯৯৬ সালে আধুনিক ও শক্তিশালী প্রযুক্তির প্রয়োগে সংস্কার করা হয়। কাবা পুনঃসংস্কারের সঙ্গে সঙ্গে ১৯৯৬ সালে হাতিমে কাবাও পুনঃনির্মাণ করা হয়।

পবিত্র কাবা শরিফ নির্মাণ-পুনঃনির্মাণে বিভিন্ন যুগে হজরত আদম (আ.), হজরত ইব্রাহিম (আ.), হজরত ইসমাইল (আ.) এবং আখেরি নবী হজরত মুহাম্মাদ (সা.)ও অংশগ্রহণ করেছিলেন।

২) কাবার গিলাফের রং পরিবর্তন:

কিসওয়া হলো কালো রংয়ের কাপড়। যা দ্বারা কাবা শরিফকে ঢেকে দেয়া হয়। কিন্তু অনেকেরই জানা নেই যে এ কিসওয়া বা গিলাফ সবসময় কালো ছিল না।

প্রথমদিকে জরহাম গোত্রের শাসনামলে তাদের নিয়মানুযায়ী কিসওয়া দ্বারা কাবা শরিফের আচ্ছাদন সর্বপ্রথম শুরু হয়।

পরবর্তীতে প্রিয়নবী (সা.) ইয়েমেনি সাদা কাপড় দিয়ে পবিত্র কাবাকে ঢেকে দেন। বিভিন্ন খলিফাদের আমলে লাল, সাদা, সবুজ রঙের কিসওয়াও ব্যবহার করা হতো। আব্বাসীয় খলিফাদের আমলে পবিত্র কাবার কিসওয়া হিসেবে বিভিন্ন রঙের ব্যবহার বন্ধ করে কালো রঙের কিসওয়া ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তখন থেকেই কিসওয়ার জন্য কালো রঙটি ব্যবহৃত হয়ে আসছে।

৩) আকৃতি পরিবর্তন:

নবী ইব্রাহিমের (আ.) আমল থেকেই মূলত পবিত্র কাবা শরিফ আয়তক্ষেত্র আকৃতির ছিল। ইসলামের আগমনের পূর্বে কুরাইশরা যখন পবিত্র কাবাকে পুনঃনির্মাণ করে তখন তহবিলের অভাবে পবিত্র কাবা শরিফের পুরো কাজ সম্পন্ন করতে পারেনি তারা। যে স্থানটি তখন নির্মাণ করতে পারেনি সেই স্থানটিকে বলা হয় হাতিমে কাবা। এটি কাবারই অংশ। এ কারণে হাতিমে কাবাকে তাওয়াফে অন্তর্ভূক্ত করতে হয়। যা একটি ছোট্ট গোলাকার প্রাচীর দ্বারা চিহ্নিত।

৪) দরজা-জানালা:

মূল কাবা শরিফে দুটি দরজা অন্তর্ভূক্ত ছিল। একটি দরজা ছিল প্রবেশের জন্য অন্যটি বাহির হওয়ার জন্য। এছাড়াও পবিত্র কাবা শরিফের দেয়ালে একটি জানালাও ছিল। বর্তমানে পবিত্র কাবা শরিফে রয়েছে একটি মাত্র দরজা এবং কোনো জানালা নেই, যদিও কাবা শরিফের ছাদে ওঠার জন্য ভিতরে একটি দরজা রয়েছে।

৫) ভেতরে কী আছে?

এই প্রশ্ন অনেকেরই। পবিত্র কাবা শরিফের ভেতরে ভিত্তি মজবুতে তিনটি পিলার রয়েছে; যেগুলোর প্রত্যেকটি লিন্টারের সঙ্গে সংযুক্ত রয়েছে। পারফিউম ব্যবহারের জন্য পিলারের মধ্যে একটি ছোট বাক্স আকৃতির টেবিল রয়েছে। তিনটি খুঁটি বা স্তম্ভে ঝুলে আছে বিভিন্ন ডিজাইনের প্রদীপমালা।

পবিত্র কোরআনের আয়াতের কারুকার্যখচিত সবুজ কাপড় কাবা শরিফের দেয়ালের ওপরের অংশে জুড়ে রয়েছে। পাশের দেয়ালে একটি স্বর্ণনির্মিত দরজা রয়েছে যেটাকে বাব আল তাওবা বলে ডাকা হয়। যেটি ছাদের সঙ্গে যোগাযোগ রক্ষায় ব্যবহৃত হয়।

৬) হাজরে আসওয়াদ:

পবিত্র কাবা শরিফের এক কোণে সংযুক্ত হাজরে আসওয়াদ কালো পাথরটি আগে আকারে বড় ছিল। বর্তমানে এ পাথরটি ভেঙে ৮ টুকরায় বিভিন্ন সাইজে বিভক্ত। যা একটি সিলভার রংয়ের ফ্রেমে একত্র করে কাবা শরিফের পূর্ব-দক্ষিণ কোণে লাগানো।

পাথরটি প্রাকৃতিক দুর্যোগ তথা বন্যাসহ অনেকবার চুরি ও জালিয়াতির চেষ্টার কারণে অনাকাঙ্খিতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। হাজরে আসওয়াদের প্রথম সিলভার ফ্রেমটি তৈরি করেছিলেন আবদুল্লাহ বিন জুবাইর।

৭) চাবির জিম্মাদার:

প্রাক ইসলামি যুগ থেকে এখন পর্যন্ত কাবা শরিফের চাবি একটি পরিবারের কাছেই রয়েছে।

সম্মানিত এই পরিবারটি হলো বনু তালহা গোত্র। এ গোত্র গত ১৫শ শতাব্দী ধরে এ দায়িত্ব পালন করছে। এটি ওই পরিবারের জ্যৈষ্ঠ সদস্যরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন।

৮) বার্ষিক পরিচ্ছন্নতা কার্যক্রম:

বছরে দুই বার এর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়। প্রথমবার করা হয় শাবান মাসে আর দ্বিতীয় বার করা হয় জিলকদ মাসে। এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বনু তালহা তথা আলশিবি পরিবারের লোকেরাই করে থাকেন।

পবিত্র জমজমের পানি, তায়েফ গোলাপ জল এবং বহু মূল্যবান ঊড তৈল দিয়ে একটি পরিষ্কার মিশ্রণ তৈরি করে তা দিয়েই পবিত্র কাবা শরিফ পরিষ্কার করা হয়। পবিত্র নগরী মক্কার গভর্নর এ কার্যক্রমে অংশগ্রহণ করতে গণ্যমান্য ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানান।

৯) দরজা সবার জন্য উন্মুক্ত:

একটা সময়ে পবিত্র কাবা শরিফের দরজা সবার জন্য উন্মুক্ত ছিল। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ এ পবিত্র ঘরে প্রবেশ করে ইবাদাত-বন্দেগিও করতো। হজের সময় তীর্থযাত্রীরা ইচ্ছা করলে এতে প্রবেশ করতে পারতো।

কিন্তু হাজিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ ঘরের নিরাপত্তার জন্যই এখন কেউ ইচ্ছা করলেও অভ্যন্তরে যেতে পারে না। এটা এখন মাঝে মাঝে বিশেষ বিশেষ মেহমানদের জন্য খোলা হয়।

১০) তাওয়াফ: পবিত্র কাবা শরিফ সম্পর্কে অবিশ্বাস্য হলেও চিরন্তন সত্য যে, এর চারদিকে ঘোরা অর্থাৎ তাওয়াফ কখনো বন্ধ হয় না।
তবে হ্যাঁ, নামাজের সময় যখন মুয়াজ্জিন জামাতের জন্য ইক্বামাত দেন ঠিক নামাজের সময় তাওয়াফকালীন অবস্থায় যে যেখানে থাকে সেখানে দাঁড়িয়েই নামাজে অংশগ্রহণ করে। নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আবার তাওয়াফ শুরু হয়ে যায়।

শুধু তাই নয়, যখন বন্যার কারণে পানিতে তাওয়াফ চত্ত্বর তলিয়ে গিয়েছিল তখনো মানুষ সাঁতার কেটে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করতো।

*Source : © কালের কণ্ঠ অনলাইন ২ ডিসেম্বর, ২০১৮

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog (Dhumkeatu's Diary - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog (Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Dhumkeatu's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Dhumkeatu's Diary" || 06.12.2018 || 🇧🇩

āĻĒ্āĻ°িā§Ÿ āĻ—াāĻ¨েāĻ° āĻ¸ংāĻ•্āĻˇিāĻĒ্āĻ¤ āĻ¤াāĻ˛িāĻ•া...

**āĻĒ্āĻ°িā§Ÿ āĻ—াāĻ¨েāĻ° āĻ¸ংāĻ•্āĻˇিāĻĒ্āĻ¤ āĻ¤াāĻ˛িāĻ•া... ā§§) āĻŽāĻ¨ āĻļুāĻ§ু āĻŽāĻŽ āĻ›ুঁā§ŸেāĻ›ে- āĻ¸োāĻ˛āĻ¸ ā§¨)āĻ¨িঃāĻ¸্āĻŦ āĻ•āĻ°েāĻ› āĻ†āĻŽাā§Ÿ - āĻļাāĻĢিāĻ¨ ā§Š)āĻĢিāĻ°িā§Ÿে āĻĻাāĻ“- āĻŽাāĻ‡āĻ˛āĻ¸ ā§Ē)āĻļ্āĻ°াāĻŦāĻ¨েāĻ° āĻŽেāĻ˜āĻ—ু...