বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯

দাঁড়কাক একা — একা সারারাত জাগে- আকতার জাভেদ

" দাঁড়কাক একা — একা সারারাত জাগে "
- আকতার জাভেদ

--------------------------------------------------------------------------

কবেকার মৃত কাক: পৃথিবীর পথে আজ নাই সে তো আর;
তবুও সে ম্লান জানালার পাশে উড়ে আসে নীরব সোহাগে
মলিন পাখনা তার খড়ের চালের হিম শিশিরে মাখায়;
তখন এ পৃথিবীতে কোনো পাখি জেগে এসে বসেনি শাখায়;
পৃথিবীও নাই আর; দাঁড়কাক একা — একা সারারাত জাগে;
কি বা হায়, আসে যায়, তারে যদি কোনোদিন না পাই আবার।
নিমপেঁচা তবু হাঁকে : ‘পাবে নাকো কোনোদিন, পাবে নাকো
কোনোদিন, পাবে নাকো কোনোদিন আর।’
জীবনানন্দ দাশঃ কবিতার নাম, এই সব ভালো লাগে
আজকাল প্রায়ই এমন ব্যাথা হয়; আমলে নেইনা। 
জানি শুধু, মৃত না ভেবে - একাকী দাঁড় কাক হয়ে থাকা ঢের ভালো। 
একা একা নেমে আসা শাখা-প্রশাখায় - আজকাল তো উড়াই হয় না; 
ওড়াটাই ভুলতে বসেছি বলে বেশ মনে পড়ে সেদিনের ডাক - 
"এই এদিকে আসছ কী আজ সন্ধ্যায়..... "
তারপর কিছু মনে নেই।
 মনে না থাকায় আজকাল কোয়ার্টজ ঘড়িটায় টিক টিক শব্দ হয় না - 
সবকিছু শব্দহীন হয়ে চলে জেনেই বাম পাশে প্রচন্ড ব্যাথা নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠি। 
কখনো দুই কিংবা তিন তলায় উঠতেই হাফিয়ে উঠে পুরো জীবন - 
মনে পড়ে পৃথিবীতে তো আজ আর নেই কিছু, যা কিছু ছিলো সবি গেছে পাখির প্রস্থানে।
অন্যভাবে বলতেই পারি, তাহার প্রস্থানে - 
যেদিন কালো শাড়ীতে উঠে এলো পাখি আকাশের ক্যানভাসে - 
আমি বিমুগ্ধ হয়েছিলাম ; কিংকর্তৃব্যবিমূঢ় ও বটে ! 
আমার জানালার পাশে ফুটেছিলো সন্ধ্যামালতী - 
কমলা আর গোলাপী রংয়ের কয়েকটি। 
এর পর আর দেখি না কোন কিছু -
আমি বলেছিলাম - না এবেলায় নয় ; 
আগামীতে কোন একদিন যদি পেঁচা ডাকে, 
যদি ফুল ফোটে সবুজ ছাদে কিংবা ব্যাথা কমে এলে মলিন পাখনায় উড়ে যাবো - 
সেই পথে .... পাওয়ার আশায় ।
নয়তোবা, না পাওয়ার বেদনায় পৃথিবীতে যদি গভীর রাতে জোছনা নেমে আসে সেই আশায় ..... 
ততদিন দাঁড়কাক হয়ে একা একা সারারাত জেগে থাকা -

[আবারো জীবনানন্দ প্রভাবিত অন্যকথন]

**Source : আকতার জাভেদের খেরো খাতা

**Copyright : © আকতার জাভেদ  (October 22, 2012)


﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** Note: ® [This is one of my Favorite Bangla Poems. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog (Dhumkeatu's Diary - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog (Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Dhumkeatu's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]


*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 

*** Posted by : © "Dhumkeatu's Diary" || 28.02.2019 || 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় গানের সংক্ষিপ্ত তালিকা...

**প্রিয় গানের সংক্ষিপ্ত তালিকা... ১) মন শুধু মম ছুঁয়েছে- সোলস ২)নিঃস্ব করেছ আমায় - শাফিন ৩)ফিরিয়ে দাও- মাইলস ৪)শ্রাবনের মেঘগু...