āĻļāĻ¨িāĻŦাāĻ°, ā§Šā§Ļ āĻŽাāĻ°্āĻš, ā§¨ā§Ļā§§ā§¯

āĻ¸াāĻ¤āĻŸি āĻ§্āĻŦংāĻ¸āĻ•āĻ° āĻŽāĻšাāĻĒাāĻĒ āĻĨেāĻ•ে āĻŦাঁāĻšুāĻ¨

***মুহাম্মদ (সা:)-এর বাণী :

মানবতার মহান মুক্তিদূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা:)কে আল্লাহ ছোবাহানাহু তায়ালা বিশ্ববাসীর জন্য রহমত সরুপ এ পৃথিবীতে পাঠিয়েছেন। মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন, তেমাদের জন্য রাসুলের জীবনীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাঁর প্রতিটি কথা, কাজ, অনুমোদন, নির্দেশনা, আদেশ,নিষেধ  ও  উপদেশ গোটা মানব জাতির দুনিয়া–আখেরাতের কল্যাণের বার্তাবাহী। তাঁর সে কালজ্বয়ী আদর্শ ও অমিয়বাণী দ্যুাতি ছড়িয়ে পথ-পদর্শন করেছে যুগ যুগান্তরে আলোকিত  হয়েছে মানবমণ্ডলী ।

সাতটি মহাপাপ:

সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরাইরা (রা:)  হতে বর্ণিত বলেন, রাসুলুল্লাহ ( সা: ) বলেছেন- সাতটি  ধ্বংসকর  মহাপাপ থেকে বাঁচো । সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল, সে  পাপগুলো কিকি? রাসুল (সা:) বলেন -

১. আল্লাহর তালার সাথে  শরীক করা।

২. যাদু করা।

৩. অন্যায়ভাবে. কোন ব্যক্তিকে হত্যা করা ।

৪. সুদ খ্ওায়া ।

৫. ইয়াতিমের সম্পদ  আত্মসাধ করা।

৬, জিহাদের  ময়দান থেকে  পলায়ন করা।

৭. সাদাসিধা সৎচরিত্রা মুমিন মহিলার  প্রতি ব্যাভিচারের  অপবাদ দেওয়া।

   ---(বুখারী,মুসলিম,আবুদাউদ,নাসায়ী)

***তিনটি নাজায়েজ কাজ:

সাহাবী হযরত সাওবান স্ওারী (রা:) থেকে বর্ণিত তিনি বলেন রাসুল (সা:) বলেন- তিনটি এমন কাজ রয়েছে যা করা জায়েজ নয়-

১. ইমামের উচিৎ (নেতার) উচিৎ নয় মুক্তাদিদেও (অনুসারীদের) বাদ দিয়ে কেবল মাত্র নিজের জন্য দোয়া করা। ইমাম (নেতা) যদি কেবল নিজের জন্য দোয়া করে, তবে সে আমানতের খিয়ানত করলো।

২. দ্বিতীয়  অবৈধ কাজ হলো কারোর বাড়ির দড়জায় গিয়ে বিনা অনুমতিতে ভিতরের দিকে দৃষ্টি নিক্ষেপ করা। এমনটি যে করে  তার এ কাজ বিনা অনুমতিতে ঘরের মধ্যে প্রবেশ করার তুল্য । (যা নিষিদ্ধ)

৩. তৃতীয় অবৈধ কাজ  হচ্ছে প্রস্রাব্ ও পায়খানার বেগ হ্ওয়া সত্ত্বেও তাতে সাড়া না দিয়ে তা ধারণ করে নামাজ শুরু ও দোয়া  বা জামাতে শামিল হওয়া।

 (আবু দাউদ)

 আললামা  জলীল আহসান নদভী কতৃক রচিত ’ যাদেরাহ’ হাদীস গ্রন্থ থেকে সংকলিত -( আনোয়ারুল কাইয়ূম কাজল)

*Collected.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Islamic Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 27.03.2019 || 🇧🇩

āĻ•āĻĨাāĻŦাāĻ°্āĻ¤াāĻ¯় āĻĒাāĻ°āĻĻāĻ°্āĻļী āĻšāĻ¤ে āĻœেāĻ¨ে āĻ¨িāĻ¨ āĻāĻ‡ āĻ¸াāĻ¤āĻŸি āĻ‰āĻĒাāĻ¯়

মানুষের কথোপকথন বা পারস্পরিক মিথস্ক্রিয়ার গোপন রহস্য আসলে কী - তা কখনোই মানুষের কাছে পরিষ্কার হয়নি। কথোপকথনকে আরও ধারালো ও উন্নত করতে পারলে সবদিকেই সফল হওয়া যায়।

ব্রিটিশ লেখক মাইকেল রোজেন, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের মান উন্নয়ন থেকে শুরু করে কীভাবে কথোপকথনকে আরও ভাল করে তোলা যায় সেটা খতিয়ে দেখার চেষ্টা করছেন।

নিজ বাড়ি থেকে শুরু করে অফিসের বোর্ডরুম কিংবা বৈশ্বিক পরিসরে যেকোনো ধরণের সমস্যার সমস্যার সমাধান বা দ্বন্দ্বের অবসানে একটি কার্যকর কথোপকথনের কোন বিকল্প নেই।

সম্প্রতি প্রকাশিত ‘দ্য টকিং রেভোলিউশন’ বইটির লেখক এডি কানফোর-দুমা এবং পিটার অসবর্নের সাথে রোজেন মিলে - কথোপকথন কীভাবে ভাল করে তুলতে হয় তার সাতটি উপায় বের করেছেন।

*আগে নিজে বোঝার চেষ্টা করুন :

আমাদের মধ্যে অনেকেই প্রতিনিয়ত ‘ট্রান্সমিট মোড’ বা কথা বলার মোডে থাকে। এবং তাদের পক্ষে সেই মোড পরিবর্তন করে ‘রিসিভিং মোড’ অর্থাৎ অন্যের কথা শোনার মোডে যাওয়াটা অনেক কঠিন মনে হয়।

এই পরিবর্তন করতে না পারাই ব্যক্তিগত এবং পেশাদার সম্পর্কগুলোয় সমস্যা তৈরি হওয়ার অন্যতম কারণ। বইটিতে, বেশ প্রভাবশালী ব্যক্তিদের সাতটি অভ্যাসের কথা তুলে ধরা হয়।

আর এ ব্যাপারে স্টিফেন কোভি বলেছেন, অন্য কেউ আপনাকে বুঝবে এটা আশা করার আগে আপনি অন্যকে বোঝার চেষ্টার করুন। আর এ জন্য অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন।

অন্য ব্যক্তির দৃষ্টিভঙ্গি গ্রহণ করা এবং নিজের মতামত দেয়ার আগে বা চ্যালেঞ্জ করার আগে তারা কী বলছে সেটা পুরোপুরি বোঝার চেষ্টা করা বেশ জরুরি।

*আপনি যে বুঝতে পেরেছেন সেটা প্রকাশ করুন :

যদি আপনি অন্য ব্যক্তির দৃষ্টিভঙ্গি বুঝতে পারেন, তাহলে সেটা প্রকাশ করুন। আপনি কি শুনেছেন বা বুঝেছেন সেটা তাকে বলুন। কিছু যুক্তিসঙ্গত প্রতিক্রিয়া দিতে পারেন, যেমন ‘ঠিক বলেছেন’ বা ‘আমি আপনার জায়গায় হলে এতো ভাল থাকতে পারতেন না।’ -এই কথাগুলো এটাই ব্যাখ্যা করে যে আপনি এই কথোপকথনের তরঙ্গে ভাসছেন।

যখন অপর ব্যক্তি বুঝতে পারে যে আপনি তাকে বুঝতে পারছেন, তখনই আপনি তাকে কিছু পরামর্শ দিতে পারেন, অথবা তার কোন বক্তব্য বা ভাবনাকে চ্যালেঞ্জ করতে পারেন। তবে সেটা অবশ্যই তখন করবেন, যখন আপনি তার বিষয়ে স্পষ্ট ধারণা পাবেন।

আপনি যে ব্যক্তির সাথে কথা বলছেন তার প্রয়োজনীয়তা পূরণ করা বেশ জরুরি - সেটা তার কথা শোনার মাধ্যমে, তার প্রয়োজনকে শ্রদ্ধা করার মাধ্যমে বা সেটাকে বোঝার মাধ্যমে হতে পারে।

এভাবে আপনি একটি সংযোগ তৈরি করেন যার মাধ্যমে প্রকৃত যোগাযোগ প্রবাহিত হতে পারে।

*সৃজনশীল সমাধানে পৌঁছাতে সহযোগিতা করা :

এডি এবং পিটার ‘সৃজনশীল কথোপকথন’ নামে একটি পদ্ধতির কথা উল্লেখ করেছেন যেটা কিনা একজনের ব্যাপারে আরেকজনের মধ্যে নতুন চিন্তাভাবনা এবং বোঝাপড়া তৈরি করতে সাহায্য করে। এজন্য অন্য মানুষের কথার সাথে নিজেকে জড়িয়ে নেয়া এবং আপনি তাকে কতোটুকু বুঝতে পেরেছেন সেটা প্রতিক্রিয়া দিয়ে জানানোর যথাসাধ্য চেষ্টা করতে হবে।

এটি মানুষের মধ্যে কখনও কখনও নতুন অন্তর্দৃষ্টি জাগিয়ে তোলে যেটা কিনা আলাদাভাবে হয় না।

এছাড়াও, আপনি যদি আপনার বোঝাপড়ার বিষয়টি প্রকাশ করেন, তাহলে সেটি অপর ব্যক্তিকে আরও খোলামেলা হতে, ভাগ করে নিতে, আরও বেশি নিরাপদ ও স্বাধীন বোধ করতে সাহায্য করে। যা তাদের নিজেদের চিন্তাধারাগুলোকে অন্বেষণ করতে সহায়তা করে।

এছাড়া আপনার মধ্যেও এমন নতুন কিছু তৈরি করা সম্ভব যা আগে বিদ্যমান ছিল না এবং যেটা আপনাকে সামনের দিকে এগিয়ে নিতেও সাহায্য করবে।

*অভ্যাসে বিরতি নিন :

আমরা আমাদের বেড়ে ওঠার পরিবেশ থেকেই নিজেদের কথোপকথনের অভ্যাস পেয়েছি। অনেক সময় আমরা নিজেদের সেই কথোপকথনের ব্যাপারে সচেতন থাকিনা।

অনেক সময় আমরা অন্যের কথার মাঝখানে কথা বলতে শুরু করি বা অপ্রাসঙ্গিক অন্য কোন আলাপের দিকে চলে যাই। এতে কোন কথারই কোন মানে থাকেনা। এবং কথোপকথন তার রেশ হারায়।

চেষ্টা করুন কখন এই সমস্যাটি হয়, এটার কোন প্যাটার্ন থাকলে সেটা বের করার। এই অভ্যাসকে চ্যালেঞ্জ করে মানুষের কথা শোনার এবং তা বোঝার উপর গুরুত্ব দিতে হবে।

*সমালোচনার জন্য শুনবেন না :

কিছু লোক শুধুমাত্র একটি উদ্দেশ্যেই অন্যের কথা মনোযোগ দিয়ে শোনে আর তা হল অন্যের সমালোচনা করতে এবং বিরোধী পক্ষকে পাল্টা তীরের ছুঁড়ে ঘায়েল করতে।

রাজনীতির জগতে আমরা প্রতিদিন এমন কিছু দেখি, যেখানে মানুষ বিভিন্ন দল গঠন করে এবং এই বিভাজন নিয়ে কথা চালিয়ে যায়।
মনে রাখতে হবে, আপনার কথা শোনার কারণ যেন অন্যকে ঘায়েল করা না হয় - এজন্য একটি যুক্তির দুটি দিক সম্পর্কেই ভালভাবে শুনে তা বোঝার চেষ্টা করতে হবে।

*অনুশীলন নিখুঁত করে তোলে :

এডি এবং পিটার দুজন ব্যক্তিকে নিয়ে একটি অনুশীলনের আয়োজন করে যেখানে ওই দুই ব্যক্তির সেটাই প্রথম দেখা।

অনুশীলনের সময় দুইজনকে দুটি ভিন্ন দায়িত্ব দেয়া হয়। একজনকে বলা হয় নিজের অনুভূতি ব্যাখ্যা করতে, এবং অপরজনকে বলা হয় সেই কথা শুনে বুঝতে।

এর মাধ্যমে তাদের এমন একটি বিষয় খুঁজে বের করতে বলা হয় যার ব্যাপারে দুজনই ভিন্নমত পোষণ করে। এটি সেই ব্যক্তিদের বুঝতে সাহায্য করে যে, কারও কান ধার পাওয়াটা কতো বিরল এবং আশ্চর্যজনক একটি উপহার।

এই দক্ষতাটি বন্ধুদের সাথে অনুশীলনের চেষ্টা করতে পারেন যাতে আপনি যখন সত্যি সত্যি কোন দ্বন্দ্ব বা মতবিরোধের মুখে পড়বেন, তখন সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে উৎরে যেতে পারেন।

যোগাযোগের জন্য আপনি কোন মাধ্যমটি চান সেটা বেছে নিন
মুখোমুখি যোগাযোগকে আদর্শ হিসেবে ধরা হয়। এরপর আপনি যতোই সেখান থেকে সরে আসবেন, আপনার যোগাযোগের মাধ্যমটি ততোই সংকীর্ণ হতে থাকবে।

উদাহরণস্বরূপ টেলিফোনে, আপনার শারীরিক কোন উপস্থিতি নেই - সেখানে আপনার কণ্ঠ দিয়েই সব কাজ করতে হবে।

আবার যখন আপনি কাউকে ক্ষুদে-বার্তা পাঠান সেখানে কোন শব্দও থাকেনা, থাকে শুধু লিখিত কথা। এবং যদি আপনি টুইটার এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলিতে নাম পরিচয় গোপন করে কিছু পোস্ট করেন, সেখানে যোগাযোগের মাধ্যমটি আরও সংকীর্ণ থাকে।

কেননা সেখানে ব্যক্তির পরিচয় ছদ্মনাম দ্বারা লুকানো থাকায় তার কথোপকথন অপমানজনক এবং অবমাননাকর হতে পারে।
তাই যোগাযোগের ক্ষেত্রে প্রতিটি মাধ্যমের ক্ষমতা বুঝতে পারাটা বেশ গুরুত্বপূর্ণ। তবে কার্যকর কথোপকথনের জন্য যখন যেখানে সম্ভব মুখোমুখি যোগাযোগের লক্ষ্য নির্ধারণ করতে হবে।

*Collected.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla/English Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 27.03.2019 || 🇧🇩

āĻ…āĻ—্āĻ¨িāĻ•াāĻŖ্āĻĄেāĻ° āĻ¸āĻŽā§Ÿ āĻ°াāĻ¸ূāĻ˛ (āĻ¸া.) āĻ¯া āĻ•āĻ°āĻ¤ে āĻŦāĻ˛েāĻ›েāĻ¨...

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে মুসলমনাদের সব কাজ ও সমস্যার সমাধান ইসলামে প্রদত্ত হয়েছে।

কোথাও আগুন লাগলে হতাশ না হয়ে আগুন নিভানোর ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি কিছু দোয়া ও আমলে নির্দেশনাও প্রদান করেছে ইসলাম।

একটি হাদিসে বর্ণিত হয়েছে। হজরত আবদুল্লাহ ইবনে উমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেন, ‘তোমরা যখন কোথাও আগুন (লাগতে) দেখো, তখন তোমরা তাকবির দাও। কারণ তাকবির আগুন নিভিয়ে দেবে। (তাবরানি, হাদিস নং: ১/৩০৭)

তাকবির হলো- আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর অর্থ : আল্লাহ মহান। আল্লাহ মহান।

ইমাম ইবনে তাইমিয়া (রহ.) বলেন, ‘আগুন যত প্রলয়ঙ্করী হোক; তাকবিরের মাধ্যমে তা নিভে যায়। আর আজানের মাধ্যমে শয়তান পলায়ন করে। (আল-ফাতাওয়া আল-কুবরা: ৫/১৮৮)

পবিত্র কোরআনের একটি আয়াত রয়েছে, যেটি পড়লে আগুন নেভাতে প্রভাব পড়বে এবং আগুনের ক্রিয়া নিস্তেজ হয়ে যাবে। আল্লাহর নবী হজরত ইবরাহিমকে (আ.) আগুন যেন স্পর্শ না করে, সে নির্দেশ দিয়েছিলেন মহান আল্লাহ তায়ালা।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা ইরশাদ হয়েছে, ইয়া না-রু কু-নি বারদান ওয়া সালামান আলা ইবরাহিম। অর্থ : ‘হে আগুন! তুমি ইবরাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও।’ (সুরা আম্বিয়া, আয়াত: ৬৯)

এ ছাড়া আগুন লাগলে বিভিন্ন বর্ণনায় আজান দেওয়ার কথা উল্লেখ রয়েছে।

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla/English Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 25.03.2019 || 🇧🇩

āĻ‰āĻĒেāĻ•্āĻˇা - āĻ°াāĻŦ্āĻŦী āĻ†āĻšāĻŽেāĻĻ

" উপেক্ষা "
- রাব্বী আহমেদ

অপেক্ষার দিন শেষ এবার উপেক্ষার পালা,
আর কোনদিন অপেক্ষায় থাকবো না আমি,
হঠাত্ মুঠোফোন বেজে উঠলে ভাববো না তোমার ফোন,
কিংবা তোমাকে কল দিয়ে তাকিয়ে থাকবো না স্ক্রীনে,
বৃষ্টি যদিও আসবে আসুক,
তাতে আমার কি?
অপেক্ষায় থাকবো না আমি
বৃষ্টি শুকিয়ে যাবে খড়া নিয়ে কাটাবো সময়,
ঘড়ির কাটার দিকে তাকিয়ে অলস বিকেল পার করবো না
তোমার একটি খুদেবার্তার অপেক্ষায়
মাঝরাতে হঠাত্ জেগে উঠবো না,
কখন খেয়েছ,আদৌ খেয়েছ কি না,
না খেয়ে ঘুমিয়ে পড়লে কি না
খোঁজ নেব না আর,
এবার উপেক্ষার পালা,
তীর্থের কাকের মতো তোমার উত্তরের অপেক্ষা করবো না চ্যাটবক্সে,
তোমার কাছ থেকে ধীরে ধীরে চলে যাবো
মিলিয়ে যাবো, হয়তো ফুরিয়ে যাবো
তবুও অপেক্ষা করবো না আর
এবার উপেক্ষার পালা,
বুঝবে অবহেলা তৈরি করে বুক জুড়ে কি গভীর হাহাকার।

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** Note: ® [This is one of my Favorite Bangla Poems. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud... please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" || 30.03.2019 || 🇧🇩

āĻ‡āĻ¤িāĻšাāĻ¸ - āĻ†āĻ–āĻ¤াāĻ°ুāĻœ্āĻœাāĻŽাāĻ¨ āĻ†āĻœাāĻĻ

" ইতিহাস "
- আখতারুজ্জামান আজাদ

আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি —
না ঘরে, না বাইরে;
না বাইরে, না ভিতরে;
না ভিতরে, না ইতরে!

আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি —
না নরের, না নারীর;
না আত্মীয়ের, না আততায়ীর;
না আস্তিকের, না নাস্তিকের;
না কবির, না নবির।

আমার গলা নারীর বন্দনাগীত গায়নি,
জিভ থেকে পুরুষের স্তবক বেরোয়নি,
আমার হাত কারো পা ছোঁয়নি,
চোখ কারো ভণ্ডামো এড়ায়নি,
ঠোঁট ঢুকে পড়েনি অপঠোঁটে,
একনায়িকার খামখেয়ালে আমার শরীর করেনি ওঠবস,
আমার মগজ কাউকে দেয়নি পূর্ণ বা খণ্ডকালীন দাসখত!
আমার আত্মঘাতে ঘা খেয়ে উঠেছে পেশিবহুল পুরুষও,
আমার বিষবাক্যে চিত্কার করে উঠেছে পূজাপ্রত্যাশী নারীও!

ধুতি-টুপিতে টান পড়ায় শীত্কার করে উঠেছে ধর্মজীবী ধার্মিকও,
অজ্ঞাতনামা রোগে রাগান্বিত হয়ে উঠেছে নার্সিসাস নাস্তিকও!

অবশেষে,
আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি!

তোষামুদে-জন প্রিয় হয় সবার, এই হলো পরিহাস;
তোষামোদ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস!

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** Note: ® [This is one of my Favorite Bangla Poems. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud... please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" || 30.03.2019 || 🇧🇩

āĻŽāĻ™্āĻ—āĻ˛āĻŦাāĻ°, ā§¨ā§Ŧ āĻŽাāĻ°্āĻš, ā§¨ā§Ļā§§ā§¯

An artist’s life Manifesto - Marina Abramovic

"An artist’s life Manifesto" - Marina Abramovic.

The manifesto is divided into three parts — an old-fashioned list of rules of personal conduct, a portion devoted to the artist’s relationship with silence, that ennobler of speech and fertilizer of the imagination; and a section dedicated to the relationship with solitude, that seedbed of self-discovery and supreme fuel for creative work.

The manifesto itself bears the characteristic fusion of sincerity and subversion that marks Abramović’s work — although the tenets are rooted in the earnestness of her own experience, it is an undeniable contradiction for an artist who has spent half a century defying the dogmas of art by inventing new forms to prescribe a set of dicta for artists to follow.

(An Artist’s Life Manifesto: Marina Abramović’s Rules of Life, Solitude, and Silence...)

1. An artist’s conduct in his life:

– An artist should not lie to himself or others
– An artist should not steal ideas from other artists
– An artist should not compromise for themselves or in regards to the art market
– An artist should not kill other human beings
– An artist should not make themselves into an idol
– An artist should not make themselves into an idol
– An artist should not make themselves into an idol

2. An artist’s relation to his love life:

– An artist should avoid falling in love with another artist
– An artist should avoid falling in love with another artist
– An artist should avoid falling in love with another artist

3. An artist’s relation to the erotic:

– An artist should develop an erotic point of view on the world
– An artist should be erotic
– An artist should be erotic
– An artist should be erotic

4. An artist’s relation to suffering:

– An artist should suffer
– From the suffering comes the best work
– Suffering brings transformation
– Through the suffering an artist transcends their spirit
– Through the suffering an artist transcends their spirit
– Through the suffering an artist transcends their spirit

5. An artist’s relation to depression:

– An artist should not be depressed
– Depression is a disease and should be cured
– Depression is not productive for an artist
– Depression is not productive for an artist
– Depression is not productive for an artist

6. An artist’s relation to suicide:

– Suicide is a crime against life
– An artist should not commit suicide
– An artist should not commit suicide
– An artist should not commit suicide
7. An artist’s relation to inspiration:
– An artist should look deep inside themselves for inspiration
– The deeper they look inside themselves, the more universal they become
– The artist is universe
– The artist is universe
– The artist is universe

8. An artist’s relation to self-control:

– The artist should not have self-c ontrol about his life
– The artist should have total self-control about his work
– The artist should not have self-control about his life
– The artist should have total self-control about his work

9. An artist’s relation with transparency:

– The artist should give and receive at the same time
– Transparency means receptive
– Transparency means to give
– Transparency means to receive
– Transparency means receptive
– Transparency means to give
– Transparency means to receive
– Transparency means receptive
– Transparency means to give
– Transparency means to receive

10. An artist’s relation to symbols:

– An artist creates his own symbols
– Symbols are an artist’s language
– The language must then be translated
– Sometimes it is difficult to find the key
– Sometimes it is difficult to find the key
– Sometimes it is difficult to find the key

11. An artist’s relation to silence:

– An artist has to understand silence
– An artist has to create a space for silence to enter his work
– Silence is like an island in the middle of a turbulent ocean
– Silence is like an island in the middle of a turbulent ocean
– Silence is like an island in the middle of a turbulent ocean

12. An artist’s relation to solitude:

– An artist must make time for the long periods of solitude
– Solitude is extremely important
– Away from home
– Away from the studio
– Away from family
– Away from friends
– An artist should stay for long periods of time at waterfalls
– An artist should stay for long periods of time at exploding volcanoes
– An artist should stay for long periods of time looking at the fast running rivers
– An artist should stay for long periods of time looking at the horizon where the ocean and sky meet
– An artist should stay for long periods of time looking at the stars in the night sky

13. An artist’s conduct in relation to work:

– An artist should avoid going to the studio every day
– An artist should not treat his work schedule as a bank employee does
– An artist should explore life and work only when an idea comes to him in a dream or during the day as a vision that arises as a surprise
– An artist should not repeat himself
– An artist should not overproduce
– An artist should avoid his own art pollution
– An artist should avoid his own art pollution
– An artist should avoid his own art pollution

14. An artist’s possessions:

– Buddhist monks advise that it is best to have nine possessions in their life:
1 robe for the summer
1 robe for the winter
1 pair of shoes
1 begging bowl for food
1 mosquito net
1 prayer book
1 umbrella
1 mat to sleep on
1 pair of glasses if needed
– An artist should decide for himself the minimum personal possessions they should have
– An artist should have more and more of less and less
– An artist should have more and more of less and less
– An artist should have more and more of less and less

15. A list of an artist’s friends:

– An artist should have friends that lift their spirits
– An artist should have friends that lift their spirits
– An artist should have friends that lift their spirits

16. A list of an artist’s enemies:

– Enemies are very important
– The Dalai Lama has said that it is easy to have compassion with friends but much more difficult to have compassion with enemies
– An artist has to learn to forgive
– An artist has to learn to forgive
– An artist has to learn to forgive

17. Different death scenarios:

– An artist has to be aware of his own mortality
– For an artist, it is not only important how he lives his life but also how he dies
– An artist should look at the symbols of his work for the signs of different death scenarios
– An artist should die consciously without fear
– An artist should die consciously without fear
– An artist should die consciously without fear

18. Different funeral scenarios:

– An artist should give instructions before the funeral so that everything is done the way he wants it
– The funeral is the artist’s last art piece before leaving
– The funeral is the artist’s last art piece before leaving
– The funeral is the artist’s last art piece before leaving

**Copyright : © Marina Abramovic.

**Bio :  [Marina Abramović (Serbian Cyrillic : Марина Абрамовић, pronounced [marǐːna abrǎːmoʋitɕ] ; born November 30, 1946) is a Serbian performance artist , writer and art film director and producer. Her work explores body art , endurance art and feminist art , the relationship between performer and audience, the limits of the body, and the possibilities of the mind. Being active for over four decades, Abramović refers to herself as the "grandmother of performance art".  She pioneered a new notion of identity by bringing in the participation of observers, focusing on "confronting pain, blood, and physical limits of the body".] - Wikipedia.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite English Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" || 26.03.2019 || 🇧🇩

āĻ¸োāĻŽāĻŦাāĻ°, ā§¨ā§Ģ āĻŽাāĻ°্āĻš, ā§¨ā§Ļā§§ā§¯

āĻ¸্āĻŦাāĻ§ীāĻ¨āĻ¤া, āĻāĻ‡ āĻļāĻŦ্āĻĻāĻŸি āĻ•িāĻ­াāĻŦে āĻ†āĻŽাāĻĻেāĻ° āĻšāĻ˛ -- āĻ¨িāĻ°্āĻŽāĻ˛েāĻ¨্āĻĻু āĻ—ুāĻŖ






"āĻ¸্āĻŦাāĻ§ীāĻ¨āĻ¤া, āĻāĻ‡ āĻļāĻŦ্āĻĻāĻŸি āĻ•িāĻ­াāĻŦে āĻ†āĻŽাāĻĻেāĻ° āĻšāĻ˛"
 -- āĻ¨িāĻ°্āĻŽāĻ˛েāĻ¨্āĻĻু āĻ—ুāĻŖ

āĻāĻ•āĻŸি āĻ•āĻŦিāĻ¤া āĻ˛েāĻ–া āĻšāĻŦে āĻ¤াāĻ° āĻœāĻ¨্āĻ¯ āĻ…āĻĒেāĻ•্āĻˇাāĻ° āĻ‰āĻ¤্āĻ¤েāĻœāĻ¨া āĻ¨িāĻ¯়ে
āĻ˛āĻ•্āĻˇ āĻ˛āĻ•্āĻˇ āĻ‰āĻ¨্āĻŽāĻ¤্āĻ¤ āĻ…āĻ§ীāĻ° āĻŦ্āĻ¯াāĻ•ুāĻ˛ āĻŦিāĻĻ্āĻ°োāĻšী āĻļ্āĻ°োāĻ¤া āĻŦāĻ¸ে āĻ†āĻ›ে
āĻ­োāĻ° āĻĨেāĻ•ে āĻœāĻ¨āĻ¸āĻŽুāĻĻ্āĻ°েāĻ° āĻ‰āĻĻ্āĻ¯াāĻ¨ āĻ¸ৈāĻ•āĻ¤ে: ‘āĻ•āĻ–āĻ¨ āĻ†āĻ¸āĻŦে āĻ•āĻŦি?’

āĻāĻ‡ āĻļিāĻļু āĻĒাāĻ°্āĻ• āĻ¸েāĻĻিāĻ¨ āĻ›িāĻ˛ āĻ¨া,
āĻāĻ‡ āĻŦৃāĻ•্āĻˇে āĻĢুāĻ˛ে āĻļোāĻ­িāĻ¤ āĻ‰āĻĻ্āĻ¯াāĻ¨ āĻ¸েāĻĻিāĻ¨ āĻ›িāĻ˛ āĻ¨া,
āĻāĻ‡ āĻ¤āĻ¨্āĻĻ্āĻ°াāĻš্āĻ›āĻ¨্āĻ¨ āĻŦিāĻŦāĻ°্āĻŖ āĻŦিāĻ•েāĻ˛ āĻ¸েāĻĻিāĻ¨ āĻ›িāĻ˛ āĻ¨া৷
āĻ¤া āĻšāĻ˛ে āĻ•েāĻŽāĻ¨ āĻ›িāĻ˛ āĻ¸েāĻĻিāĻ¨েāĻ° āĻ¸েāĻ‡ āĻŦিāĻ•েāĻ˛ āĻŦেāĻ˛াāĻŸি?
āĻ¤া āĻšāĻ˛ে āĻ•েāĻŽāĻ¨ āĻ›িāĻ˛ āĻļিāĻļু āĻĒাāĻ°্āĻ•ে, āĻŦেāĻž্āĻšে, āĻŦৃāĻ•্āĻˇে, āĻĢুāĻ˛েāĻ° āĻŦাāĻ—াāĻ¨ে
āĻĸেāĻ•ে āĻĻেāĻ¯়া āĻāĻ‡ āĻĸাāĻ•াāĻ° Ãŧ`q āĻŽাāĻ āĻ–াāĻ¨ি?

āĻœাāĻ¨ি, āĻ¸েāĻĻিāĻ¨েāĻ° āĻ¸āĻŦ āĻ¸্āĻŽৃāĻ¤ি ,āĻŽুāĻ›ে āĻĻিāĻ¤ে āĻšāĻ¯়েāĻ›ে āĻ‰āĻĻ্āĻ¯āĻ¤
āĻ•াāĻ˛ো āĻšাāĻ¤৷ āĻ¤াāĻ‡ āĻĻেāĻ–ি āĻ•āĻŦিāĻšীāĻ¨ āĻāĻ‡ āĻŦিāĻŽুāĻ– āĻĒ্āĻ°াāĻ¨্āĻ¤āĻ°ে āĻ†āĻœ
āĻ•āĻŦিāĻ° āĻŦিāĻ°ুāĻĻ্āĻ§ে āĻ•āĻŦি,
āĻŽাāĻ েāĻ° āĻŦিāĻ°ুāĻĻ্āĻ§ে āĻŽাāĻ ,
āĻŦিāĻ•েāĻ˛েāĻ° āĻŦিāĻ°ুāĻĻ্āĻ§ে āĻŦিāĻ•েāĻ˛,
āĻ‰āĻĻ্āĻ¯াāĻ¨েāĻ° āĻŦিāĻ°ুāĻĻ্āĻ§ে āĻ‰āĻĻ্āĻ¯াāĻ¨,
āĻŽাāĻ°্āĻšেāĻ° āĻŦিāĻ°ুāĻĻ্āĻ§ে āĻŽাāĻ°্āĻš

āĻšে āĻ…āĻ¨াāĻ—āĻ¤ āĻļিāĻļু, āĻšে āĻ†āĻ—াāĻŽী āĻĻিāĻ¨েāĻ° āĻ•āĻŦি,
āĻļিāĻļু āĻĒাāĻ°্āĻ•েāĻ° āĻ°āĻ™িāĻ¨ āĻĻোāĻ˛āĻ¨াāĻ¯় āĻĻোāĻ˛ āĻ–েāĻ¤ে āĻ–েāĻ¤ে āĻ¤ুāĻŽি
āĻāĻ•āĻĻিāĻ¨ āĻ¸āĻŦ āĻœাāĻ¨āĻ¤ে āĻĒাāĻ°āĻŦে; āĻ†āĻŽি āĻ¤োāĻŽাāĻĻেāĻ° āĻ•āĻĨা āĻ­েāĻŦে
āĻ˛িāĻ–ে āĻ°েāĻ–ে āĻ¯াāĻš্āĻ›ি āĻ¸েāĻ‡ āĻļ্āĻ°েāĻˇ্āĻ  āĻŦিāĻ•েāĻ˛েāĻ° āĻ—āĻ˛্āĻĒ৷
āĻ¸েāĻ‡ āĻ‰āĻĻ্āĻ¯াāĻ¨েāĻ° āĻ°ূāĻĒ āĻ›িāĻ˛ āĻ­িāĻ¨্āĻ¨āĻ¤āĻ°৷
āĻ¨া āĻĒাāĻ°্āĻ• āĻ¨া āĻĢুāĻ˛েāĻ° āĻŦাāĻ—াāĻ¨, — āĻāĻ¸āĻŦেāĻ° āĻ•িāĻ›ুāĻ‡ āĻ›িāĻ˛ āĻ¨া,
āĻļুāĻ§ু āĻāĻ•āĻ–āĻ¨্āĻĄ āĻ…āĻ–āĻ¨্āĻĄ āĻ†āĻ•াāĻļ āĻ¯েāĻ°āĻ•āĻŽ, āĻ¸েāĻ°āĻ•āĻŽ āĻĻিāĻ—āĻ¨্āĻ¤ āĻĒ্āĻ˛াāĻŦিāĻ¤
āĻ§ু āĻ§ু āĻŽাāĻ  āĻ›িāĻ˛ āĻĻূāĻ°্āĻŦাāĻĻāĻ˛ে āĻĸাāĻ•া, āĻ¸āĻŦুāĻœে āĻ¸āĻŦুāĻœāĻŽāĻ¯়৷
āĻ†āĻŽাāĻĻেāĻ° āĻ¸্āĻŦাāĻ§ীāĻ¨āĻ¤া āĻĒ্āĻ°িāĻ¯় āĻĒ্āĻ°াāĻŖেāĻ° āĻ¸āĻŦুāĻœ āĻāĻ¸ে āĻŽিāĻļেāĻ›িāĻ˛
āĻāĻ‡ āĻ§ু āĻ§ু āĻŽাāĻ েāĻ° āĻ¸āĻŦুāĻœে৷

āĻ•āĻĒাāĻ˛ে āĻ•āĻŦ্āĻœিāĻ¤ে āĻ˛াāĻ˛āĻ¸াāĻ˛ু āĻŦেঁāĻ§ে
āĻāĻ‡ āĻŽাāĻ ে āĻ›ুāĻŸে āĻāĻ¸েāĻ›িāĻ˛ āĻ•াāĻ°āĻ–াāĻ¨া āĻĨেāĻ•ে āĻ˛োāĻšাāĻ° āĻļ্āĻ°āĻŽিāĻ•,
āĻ˛াāĻ™āĻ˛ āĻœোāĻ¯়াāĻ˛ āĻ•াঁāĻ§ে āĻāĻ¸েāĻ›িāĻ˛ āĻাঁāĻ• āĻŦেঁāĻ§ে āĻ‰āĻ˛āĻ™্āĻ— āĻ•ৃāĻˇāĻ•,
āĻĒুāĻ˛িāĻļেāĻ° āĻ…āĻ¸্āĻ¤্āĻ° āĻ•েāĻĄ়ে āĻ¨িāĻ¯়ে āĻāĻ¸েāĻ›িāĻ˛ āĻĒ্āĻ°āĻĻীāĻĒ্āĻ¤ āĻ¯ুāĻŦāĻ•৷
āĻšাāĻ¤েāĻ° āĻŽুāĻ োāĻ¯় āĻŽৃāĻ¤্āĻ¯ু, āĻšোāĻ–ে āĻ¸্āĻŦāĻĒ্āĻ¨ āĻ¨িāĻ¯়ে āĻāĻ¸েāĻ›িāĻ˛ āĻŽāĻ§্āĻ¯āĻŦিāĻ¤্āĻ¤,
āĻ¨িāĻŽ্āĻ¨ āĻŽāĻ§্āĻ¯āĻŦিāĻ¤্āĻ¤, āĻ•āĻ°ুāĻŖ āĻ•েāĻ°াāĻ¨ী, āĻ¨াāĻ°ী, āĻŦৃāĻĻ্āĻ§, āĻŦেāĻļ্āĻ¯া, āĻ­āĻŦāĻ˜ুāĻ°ে
āĻ†āĻ° āĻ¤োāĻŽাāĻĻেāĻ° āĻŽāĻ¤ āĻļিāĻļু āĻĒাāĻ¤া-āĻ•ুāĻĄ়াāĻ¨ীāĻ°া āĻĻāĻ˛ āĻŦেঁāĻ§ে৷
āĻāĻ•āĻŸি āĻ•āĻŦিāĻ¤া āĻĒāĻĄ়া āĻšāĻŦে, āĻ¤াāĻ° āĻœāĻ¨্āĻ¯ে āĻ•ী āĻŦ্āĻ¯াāĻ•ুāĻ˛
āĻĒ্āĻ°āĻ¤ীāĻ•্āĻˇা āĻŽাāĻ¨ুāĻˇেāĻ°: “āĻ•āĻ–āĻ¨ āĻ†āĻ¸āĻŦে āĻ•āĻŦি?’ “āĻ•āĻ–āĻ¨ āĻ†āĻ¸āĻŦে āĻ•āĻŦি?’

āĻļāĻ¤ āĻŦāĻ›āĻ°েāĻ° āĻļāĻ¤ āĻ¸ংāĻ—্āĻ°াāĻŽ āĻļেāĻˇে,
āĻ°āĻŦীāĻ¨্āĻĻ্āĻ°āĻ¨াāĻĨেāĻ° āĻŽāĻ¤ো āĻĻৃāĻĒ্āĻ¤ āĻĒাāĻ¯়ে āĻšেঁāĻŸে
āĻ…āĻ¤:āĻĒāĻ° āĻ•āĻŦি āĻāĻ¸ে āĻœāĻ¨āĻ¤াāĻ° āĻŽāĻž্āĻšে āĻĻাঁāĻĄ়াāĻ˛েāĻ¨৷
āĻ¤āĻ–āĻ¨ āĻĒāĻ˛āĻ•ে āĻĻাāĻ°ুāĻŖ āĻāĻ˛āĻ•ে āĻ¤āĻ°ীāĻ¤ে āĻ‰āĻ িāĻ˛ āĻœāĻ˛,
āĻšāĻĻৃāĻ¯়ে āĻ˛াāĻ—িāĻ˛ āĻĻোāĻ˛া, āĻœāĻ¨āĻ¸āĻŽুāĻĻ্āĻ°ে āĻœাāĻ—িāĻ˛ āĻœোāĻ¯়াāĻ°
āĻ¸āĻ•āĻ˛ āĻĻুāĻ¯়াāĻ° āĻ–োāĻ˛া৷ āĻ•ে āĻ°োāĻ§ে āĻ¤াঁāĻšাāĻ° āĻŦāĻœ্āĻ°āĻ•āĻ¨্āĻ  āĻŦাāĻŖী?
āĻ—āĻŖāĻ¸ূāĻ°্āĻ¯েāĻ° āĻŽāĻž্āĻš āĻ•াঁāĻĒিāĻ¯়ে āĻ•āĻŦি āĻļোāĻ¨াāĻ˛েāĻ¨ āĻ¤াঁāĻ° āĻ…āĻŽāĻ°-āĻ•āĻŦিāĻ¤াāĻ–াāĻ¨ি:
āĻāĻŦাāĻ°েāĻ° āĻ¸ংāĻ—্āĻ°াāĻŽ āĻ†āĻŽাāĻĻেāĻ° āĻŽুāĻ•্āĻ¤িāĻ° āĻ¸ংāĻ—্āĻ°াāĻŽ,
āĻāĻŦাāĻ°েāĻ° āĻ¸ংāĻ—্āĻ°াāĻŽ āĻ¸্āĻŦাāĻ§ীāĻ¨āĻ¤াāĻ° āĻ¸ংāĻ—্āĻ°াāĻŽ৷

āĻ¸েāĻ‡ āĻĨেāĻ•ে āĻ¸্āĻŦাāĻ§ীāĻ¨āĻ¤া āĻļāĻŦ্āĻĻāĻŸি āĻ†āĻŽাāĻĻেāĻ°৷


﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋
*** Note: ® [This is one of my Favorite Bangla Poems. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud... please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋
*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog -Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 
 
*** Posted by : © Bohemian's Diary || 25.03.2019 || 

āĻĒ্āĻ°িā§Ÿ āĻ—াāĻ¨েāĻ° āĻ¸ংāĻ•্āĻˇিāĻĒ্āĻ¤ āĻ¤াāĻ˛িāĻ•া...

**āĻĒ্āĻ°িā§Ÿ āĻ—াāĻ¨েāĻ° āĻ¸ংāĻ•্āĻˇিāĻĒ্āĻ¤ āĻ¤াāĻ˛িāĻ•া... ā§§) āĻŽāĻ¨ āĻļুāĻ§ু āĻŽāĻŽ āĻ›ুঁā§ŸেāĻ›ে- āĻ¸োāĻ˛āĻ¸ ā§¨)āĻ¨িঃāĻ¸্āĻŦ āĻ•āĻ°েāĻ› āĻ†āĻŽাā§Ÿ - āĻļাāĻĢিāĻ¨ ā§Š)āĻĢিāĻ°িā§Ÿে āĻĻাāĻ“- āĻŽাāĻ‡āĻ˛āĻ¸ ā§Ē)āĻļ্āĻ°াāĻŦāĻ¨েāĻ° āĻŽেāĻ˜āĻ—ু...