কবিতা : "১১-১২-১৩"
✍ © "ধূমকেতু"
--------------------------------------------------------------------
ইচ্ছের আকাশটা আপন রঙে
রাঙাতে চেয়েছিলাম -
এই অদ্ভুত দিনে ।
ভাবনার অস্তিত্বে - ছড়িয়ে দিতে চেয়েছিলাম
আবেগের নীলিমা ।
রাঙাতে চেয়েছিলাম -
এই অদ্ভুত দিনে ।
ভাবনার অস্তিত্বে - ছড়িয়ে দিতে চেয়েছিলাম
আবেগের নীলিমা ।
আজকের ঘুম ভাঙা ভোরে
আমার শ্রদ্ধেয় দুজনের
পদধুলা ললাটে নিয়ে,
আমার দক্ষিনের
প্রিয় বেলকুনিতে দাড়িয়ে
সূর্যস্নানে ডুবে যেতে চেয়েছিলাম...
আমার শ্রদ্ধেয় দুজনের
পদধুলা ললাটে নিয়ে,
আমার দক্ষিনের
প্রিয় বেলকুনিতে দাড়িয়ে
সূর্যস্নানে ডুবে যেতে চেয়েছিলাম...
ফুলদানিতে শুকিয়ে যাওয়া,
ফুলগুলোতে শেষ বারের মত -
দিতে চেয়েছিলাম একবিন্দু জল!
দুপুরের বাসন্তী রৌদ্রের মায়াতে,
দাড়িয়ে দেখতে চেয়েছিলাম
বিস্তৃণ খোলা প্রান্তর।
ফুলগুলোতে শেষ বারের মত -
দিতে চেয়েছিলাম একবিন্দু জল!
দুপুরের বাসন্তী রৌদ্রের মায়াতে,
দাড়িয়ে দেখতে চেয়েছিলাম
বিস্তৃণ খোলা প্রান্তর।
মানুষের ব্যস্ততার মিছিল দেখতে চেয়েছিলাম ।
ভুল রমণীর রূপের বেদীতে
আমার হ্নদয় নিংরানো -
প্রেমময় - নীল অপরাজিতা দিয়ে
জানাতে চেয়েছিলাম -
আমার ভালবাসার ভুবনের গল্প!
আমার হ্নদয় নিংরানো -
প্রেমময় - নীল অপরাজিতা দিয়ে
জানাতে চেয়েছিলাম -
আমার ভালবাসার ভুবনের গল্প!
ভেবেছিলাম পথ শিশু গুলোর,
অখ্যাত সব -
ক্রিয়া দেখতে দেখতে মনে করব
আমার পিছনে ছুড়ে আসা
চিরস্বরণীয় ছেলেবেলা ।
অখ্যাত সব -
ক্রিয়া দেখতে দেখতে মনে করব
আমার পিছনে ছুড়ে আসা
চিরস্বরণীয় ছেলেবেলা ।
পথিমধ্যে দাঁড়িয়ে,
হঠাৎ হারিয়ে যাব -
কোন তনয়ার কেশের অবগাহনে;
অতল সাগরের রহস্য জড়ানো কোন চোখের মায়াতে...
লিখে ফেলব -
কিছু আবেগের লাইন!
হঠাৎ হারিয়ে যাব -
কোন তনয়ার কেশের অবগাহনে;
অতল সাগরের রহস্য জড়ানো কোন চোখের মায়াতে...
লিখে ফেলব -
কিছু আবেগের লাইন!
ইচ্ছে ছিল হারিয়ে ফেলা
সুহ্নদ গুলোর সাথে -
আবার - আড্ডাতে মেতে উঠব ।
যাদের সাথে,
বন্ধুত্বের শেষ বিন্দু টুকুও
মিশে গেছে বালুকাবেলায় ।
সুহ্নদ গুলোর সাথে -
আবার - আড্ডাতে মেতে উঠব ।
যাদের সাথে,
বন্ধুত্বের শেষ বিন্দু টুকুও
মিশে গেছে বালুকাবেলায় ।
আমার আকাশে -
তো আর রংধনু নেই?
তাইতো আজকের এই
মোহনীয় বেলাতে,
একাই সাদা-কালো একটা মন নিয়ে
নিঃশ্চুপ অভিমানে
বসে আছি একা আকাশপানে ।
তো আর রংধনু নেই?
তাইতো আজকের এই
মোহনীয় বেলাতে,
একাই সাদা-কালো একটা মন নিয়ে
নিঃশ্চুপ অভিমানে
বসে আছি একা আকাশপানে ।
এই দিনেও একাকিত্বের তরীতে -
আমি একলা মাঝি ।
আমি একলা মাঝি ।
বড় একা আমি!
বিষাদে মোড়ানো -
একাকি ধ্রূবতাঁরার মত;
নির্জনতায় দাড়িয়ে থাকা
নিঃসঙ্গ বৃক্ষের মত;
টিলায় দারিয়ে থাকা
বাঁতিঘরের - বিচ্ছুরিত আলোক রশ্নির মত!
একাকি ধ্রূবতাঁরার মত;
নির্জনতায় দাড়িয়ে থাকা
নিঃসঙ্গ বৃক্ষের মত;
টিলায় দারিয়ে থাকা
বাঁতিঘরের - বিচ্ছুরিত আলোক রশ্নির মত!
এখন দিনের শেষ ভাগে এসে
হিসাব মিলিয়ে দেখি -
কিছুই করা হয়নি আমার ।
মনে রাখার মত - এমন কোন স্বপ্ন
এখনো আঁকতে পারিনি আমি ।
হিসাব মিলিয়ে দেখি -
কিছুই করা হয়নি আমার ।
মনে রাখার মত - এমন কোন স্বপ্ন
এখনো আঁকতে পারিনি আমি ।
সবই শূন্য!
নির্জনে নিঝুম শূন্যতায় -
ভেসে আছি আমি ।
যার অন্য দিনেও
কিছু - হয়ে ওঠে না ।
তার বিশেষ দিনেও
কিছু - হবার থাকে না ।
কিছু - হয়ে ওঠে না ।
তার বিশেষ দিনেও
কিছু - হবার থাকে না ।
এভাবেই এগিয়ে যাচ্ছে
আমার বিঃদ্ধস্ত জীবন;
অসীমের সীমানায়
আমার পদ চিন্হ - পড়বে বলে ।
আমার বিঃদ্ধস্ত জীবন;
অসীমের সীমানায়
আমার পদ চিন্হ - পড়বে বলে ।
তবুও আমি স্বপ্ন বুনি!
ভোর বেলাতে হয়ত কুড়িয়ে পাব -
কিছু শুকিয়ে যাওয়া সুগন্ধি বকুল;
ধুলোয় লুটানো কাঠগোলাপ;
আর শিশির ধোয়া
বেদনার নীলে সিক্ত -
একগুচ্ছো অপরাজিতা...
কিছু শুকিয়ে যাওয়া সুগন্ধি বকুল;
ধুলোয় লুটানো কাঠগোলাপ;
আর শিশির ধোয়া
বেদনার নীলে সিক্ত -
একগুচ্ছো অপরাজিতা...
⚠⚠⚠ ® [This article of this blog is the intellectual property and copyright of © "Dhumkeatu"/"ধূমকেতু"
& © Dhumkeatu's Diary is owned by #Shaon_Mr_Nobody. This post is provided for educational purposes and personal use
only. Without permission unauthorized use or
reproduction for any reason is prohibited. All Rights Reserved.]
📷 Photo source : © "Dhumkeatu's Canvas" ll 2017 ll
*** Official Facebook page : -
💌 www.facebook.com/DhumkeatusCanvas
*** Official Instagram ID :-
www.instagram.com/canvas_of_dhumkeatu/
👉👉 Join Dhumkeatu's Facebook pages :
📃 (!) "কবিতা এবং তুমি"
💌 www.facebook.com/KobitaEbongTumi
📃 (!!) "The Bohemian's Diary"
💌 www.facebook.com/TheBohemiansDiary
👉👉 Read Dhumkeatu's Favourite Articles :
📃 "The Bohemian's Diary"
🌍 www.nostalgicbohemian.blogspot.com
🔊🔉 Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :)💘💘💘
Copyright : © "Dhumkeatu's Diary" ll 25.01.2018 ll 🇧🇩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন