এক নজরে পৃথিবী সম্পর্কিত ৮০ টি খুব গুরুত্বপূর্ণ তথ্য বা প্রশ্নোত্তর....(যে কোন প্রকার পরীক্ষার জন্য কাজে লাগবে ...)
❂ পৃথিবীর বয়স আনুমানিক ৪৫৭ কোটি বছর (তেজস্ক্রিয়মিতি
অনুযায়ী বয়স পরীক্ষা করে) [https://bn.wikipedia.org/
s/1k28 ]
❂ গড় ব্যাসার্ধ ➟ ৬,৩৭১.০ কিমি
❂ বিষুবীয় ব্যাসার্ধ্য ➟ ৬,৩৫৬.৮ কিমি
❂ মেরু ব্যাসার্ধ্য ➟ ৬,৩৭৮.১ কিমি
❂ মোট পরিধি ডিগ্রি ➟ ৩৬০ ডিগ্রি।
❂ পরিধি ➟ 24,901.55 মাইল (40,075.16 কিমি ) ২৫০০০ মাইল
[ পৃথিবীর আকৃতি অভিগোলকের মতো; তবে সম্পূর্ণ গোল
নয়। উত্তর ও দক্ষিণে কিঞ্চিৎ চাপা। নিরক্ষীয় অঞ্চলে ব্যাস
৭৯২৬ মাইল। কিন্তু মেরু দেশীয় ব্যাস ৭৯০০ মাইল। সাধারণভাবে
ব্যাস ৮০০০ মাইল এবং এর পরিধি ২৫০০০ মাইল ধরা হয়। ভূপৃষ্ঠের
মোট আয়তন ১৯৬,৯০০,০০০ বর্গমাইল।]
❂ পৃষ্ঠের ক্ষেত্রফল ➟ ৫১০,০৭২,০০০ কিমি²
❂ আয়তন ➟ ১.০৮৩ ২০৭ ৩×১০১২ কিমি³
❂ ভর ➟ ৫.৯৭২৩৭×১০২৪ কিলোগ্রাম
❂ গড় ঘনত্ব ➟ ৫,৫১৪ কেজি/মি³
❂ পৃথিবী নিকটতম স্তানে অবস্থান করে কখন? ➟ ১ লা- ৩ রা
জানুয়ারি। , অনুসূর ➟ ১৪৭,০৯৫,০০০ কিমি / ৯১,৪০১,০০০ মাইল
❂ সূর্য ও পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দুরত্ব হয় কখন? ➟
৪ ঠা জুলাই । অপসূর ➟ ১৫২,১০০,০০০ কিমি / ৯৪ ৫০০ ০০০ মাইল
❂ গড় কক্ষীয় দ্রুতি ➟ ২৯.৭৮ কিমি/সে / (১০৭,২০০ কিমি/ঘ)
❂ বিষুবীয় পৃষ্ঠের অভিকর্ষ ➟ ৯.৭৮০ ১ মি/সে²
❂ মুক্তি বেগ ➟ ১১.১৮৬ কিমি/সে (≅৩৯,৫০০ কিমি/ঘ)
❂ নাক্ষত্রিক ঘূর্ণনকাল ➟ ০.৯৯৭ ২৬৯ দিন (২৩.৯৩৪ ঘন্টা)
❂ বিষুবীয় অঞ্চলে ঘূর্ণন বেগ ➟ ৪৬৫.১১ মি/সে
❂ অক্ষীয় ঢাল ➟ ২৩.৪৩৯ ২৮১°
❂ উত্তর মেরুর বিষুবলম্ব ➟ +৯০°
❂পৃষ্ঠের তাপমাত্রা ➟ ন্যূন [ -৮৯.২ °সে ] গড় (১৫ °সে) ➟
সর্বোচ্চ (৫৬.৭ °সে)
❂ পৃষ্ঠের চাপ ➟ ১০১.৩২৫ কিলোপ্যাসকেল
❂ গঠন ➟ ৭৮.০৮% নাইট্রোজেন, ২০.৯৫% অক্সিজেন ,০.৯৩%
আর্গন ,০.০৩৯% কার্বন ডাই অক্সাইড
❂ পৃথিবীর স্থল ভাগের আয়তন কত? ➟ ১৪,৮৪,৩৮,০৮০ কিঃ মিঃ।
❂ পৃথিবীর জল ভাগের আয়তন কত? ➟ ৩৬,১৪,৬২,৮২০ কিঃ মিঃ।
❂ পৃথিবীর মোট আয়তনের জলভাগ- ৭০.৯% এবং
স্থলভাগ-২৯.১% ।
[ উপরের তথ্যের সুত্র https://bn.wikipedia.org/s/ipn
❂ গুরুবৃত্ত বা মহাবৃত্ত কোন রেখাকে বলে? ➟
নিরক্ষরেখাকে।
❂ দ্রাঘিমা রেখা বা মধ্যরেখাগুলোর আকৃতি কেমন? ➟
অর্ধবৃত্ত।
❂ নিরক্ষরেখা হতে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোন বিন্দুর
কৌণিক দূরত্ব হলো – অক্ষাংশ ।
❂ মূল মধ্যরেখা হতে পূর্ব বা পশ্চিমে অবস্থিত কোন বিন্দুর
কৌণিক দূরুত্ব হলো – দ্রাঘিমাংশ ।
❂ গ্রনিচ শহরের ওপর দিয়ে যে মধ্যরেখা অতিক্রম করে
তাকে মূলরেখা হিসাবে আন্তজাতিক স্বীকৃতির মাধ্যমে স্থির করা
হয কোন সালে? ➟ ১৯৮৪ সালে।
❂ পৃথিকী প্রতি মিনিটে কত ডিগ্রি অতিক্রম করে? ➟ ১ডিগ্রি।
❂ কোন স্থানের সময় ৩ টা হলে তার ১ পূর্বের স্থানে সময
কত হবে? ➟ ৩ টা ৪ মিনিট।
❂ কোন স্থানের সময় ৩ টা হলে তার ১ পশ্চিমের স্থানে সময
কত হবে? ➟ ২ টা ৫৬ মিনিট।
❂ আকাশের সূর্যের অবস্থান হতে যে সময় স্থির করা হয়
তাকে কি বলে? ➟ স্থানীয় সময়।
❂ বাংলাদেশের প্রায় মধ্যভাগে অবস্থিত কোন দ্রাঘিমা রেখা? ➟
৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা।
❂ বাংলাদেশের প্রমান সময় গনণা করা হয় কোন দ্রাঘিমার সময়
হতে? ➟ ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমার সময় হতে।
❂ গ্রনিচে যখন সময় সোমবার সকাল ৬ টা তখন ১৮০ ডিগ্রি পূর্ব
দ্রাঘিমাতে এবং ১৮০ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাতে যথাক্রমে সময় কত?
➟ সোববার সন্ধ্যা ৬ টা ও রবিবার সন্ধ্যা ৬ টা।
❂ আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে কোথায়? ➟
প্রশান্ত মহাসাগরের ওপরে ১৮০ ডিগ্রি মধ্যরেখা বরাবর।
❂ ঢাকার প্রতিবাদ স্থান কোথায়? ➟ চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।
❂ নিজ কক্ষপথে পৃথিবীর একবার আবর্তন করতে সময় লাগে
কত? ➟ ২৩ ঘন্টা ৫৬ মিনিট ২৪ সেকেন্ড।
❂ পৃথিবীর নিজ কক্ষপথে আবর্তন গতিকে কি বলা হয়? ➟
আহ্নিক গতি
❂ ঊষা এবং গোধুলির সময় আকাশের আলো ঝাপসা ও নিষ্প্রভ
মনে হয় কেন? ➟ ধূলিকণাময় বায়ুমন্ডলের নিন্মস্তর ঈষৎ
কিরণের প্রতিফলনের জন্য।
❂ পৃথিবীর আহ্নিক গতির জন্য সমুদ্রস্রোত ও বায়ু প্রবাহের
দিক কোন দিক বেঁকে যায়? ➟ উত্তর গোলার্ধে ডানদিকে
এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে।
❂ উত্তর গোলার্ধে দিন সবচেযে বড় আর রাত্রি সবচেয়ে
ছোট এবং দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে ছোট ও রাত্রি
সবচেয়ে বড় হয় কখন? ➟ ২২ শে ডিসেম্বার।
❂ পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয কখন? ➟ ২১ শে মার্চ ও
২৩ শে সেপ্টেম্বর।
❂ দক্ষিণ গোলার্ধে দিন সবচেযে বড় আর রাত্রি সবচেয়ে
ছোট এবং উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট ও রাত্রি
সবচেয়ে বড় হয় কখন? ➟ ২২ শে ডিসেম্বর।
❂ গড়ে ১ ডিগ্রি অক্ষাংশের কত ভাগে ভাগ করা হয়? প্রত্যেক
ভাগের নাম কি? ➟ ৬০ ভাগে। মিনিট।
❂ গড়ে ১ ডিগ্রি অক্ষাংশের রৈখিক দুরত্ব কত? ➟ ৯৫ কিঃ মিঃ।
❂ প্রতি মিনিট অক্ষাংশের গড় রৈখিক দুরত্ব কত? ➟ ১ নট বা ১.১৫
মাইল বা ১.৮৫ কিঃ মি।
❂ আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রমকারী বিমান বা জাহাজকে কি
করতে হয়? ➟ পূর্বগামি বিমান বা জাহাজকে রেখা অতিক্রমকালে
নিজের তারিখ বর্তমান তারিখ থেকে ১ দিন পিছিযে তারিখ ধরতে
হয়। পশ্চিমগামী বিমান বা জাহাজকে ঐ রেখা অতিক্রমকালে
নিজের তারিখের সংঙ্গে ১ দিন বাড়িয়ে তারিখ ধরতে হয়।
❂ আহ্নিক গতির বেগ কত? ➟ বিষুবরেখায় ঘন্টায় ১৬১০
কিলোমিটারের ও অধিক,৬০ডিগ্রি অক্ষাংশে ঞন্টায় প্রায় ১০৯৫ কিঃ
মিঃ এবং মেরুদ্বয়ে এই গতি নেই বললেই চলে।
❂ বার্ষিক গতির বেগ কত? ➟ সেকেন্ডে ২৯.৭৬ কিঃমিঃ বা ঘন্টায়
১,০৬,২৬০ কিঃ মিঃ।
❂ সৌর বছরের প্রকৃত সময কত? ➟ ৩৬৫ দিন ৬ ঘন্টা ৮ মিনিট ৪৮
সেকেন্ড।
❂ সবচেয়ে উচ্চতম মেঘকে কি বলে? ➟ সাইরাস।
❂ পৃথিবীর অ্যালবেডো কাকে বলে? ➟ সূর্যকিরণের যে
শতকরা ৩৪ ভাগ মহাশূন্যে প্রত্যাবর্তন করে তাকে পৃথিবীর অ্যালবেডো বলে।
❂ কোমা কাকে বলে? ➟ ধুমকেতুর উজ্জ্বল মস্তককে।
❂ বিশ্বের বৃহত্তর হিমাবহ কোনটি? ➟ লম্বাট, অ্যান্টার্কটিকা।
❂ ক্যানিয়ন কাকে বলে? ➟ শুষ্ক অঞ্চলে খাড়া গিরিখাদগুলোকে ক্যানিয়ন বলে।
❂ রকম কাকে বলে? ➟ বদ্দীপের মত ভ'মিকে কেম বলে।
❂ ধ্রিয়ান কি? ➟ অস্থায়ী বালিয়াড়ি।
❂ বায়ুমন্ডলের গভীরতা – ১৬১০ কি.মি. ।
❂ ভূ-ত্বকের গভীরতা প্রায় – ১৬ কি.মি. ।
❂ সূর্য্যের চারপাশে ঘুরে আসতে পৃথিবীব সময় লাগে – ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট ।
❂ সমুদ্র পৃষ্ঠের স্বাভাবিক চাপ – ৭৬০ মি.মি. বা ৭৬ সে.মি ।
❂ আন্তর্জাতিক তারিখ রেখা কি? ➟ উত্তর মেরূ থেকে দক্ষিণ
মেরু পর্যন্ত লম্বমান একটি কল্পিত রেখা।
❂ আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে - পূর্ব দিকে
❂ ভ্রমনকারী তারিখ গণনা করে থাকেন? ➟ এক দিন পিছিয়ে।
❂ আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পশ্চিম দিকে
ভ্রমনকারী তারিখ গণনা করে থাকেন? ➟ একদিন যোগ করে।
❂ মুল মধ্য রেখা কি? ➟ লন্ডনের উপকন্ঠে গ্রীনিচ শহরে রাজকীয় জ্যোতির্বিদ্যা সংক্রান্ত মান মন্দিরের উপর দিযে যেমধ্য রেখা অতিক্রম করেছে তাই মূল মধ্য রেখা।
❂ পৃথিবীকে দ্রঘিমার দ্বারা কয়টি ভাগে ভাগ করা হয়েছে? ➟ ২৪
টি ভাগে।
❂ ১৮০ ডিগ্রি দ্রাঘিমার উভয় দিকেই সময়ের পার্থাক্য কি? ➟
সমায়ের পার্থক্য সমান।
❂ ১৯৯৬ সালের কোন মাসে এক মাসে দুবার পূর্নিমা হয়? ➟
জুলাই মাসে
❂ পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের গড় দূরত্ব
হচ্ছে ৩৮৪,৪০৩ কিলোমিটার (২৩৮,৮৫৭ মাইল)।
★★. Source : Tanbir Ahmed.
﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋
** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog (Dhumkeatu's Diary - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]
﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋
*** N.B : [All the post on this blog (Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Dhumkeatu's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]
*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷
*** Posted by : © "Dhumkeatu's Diary" || 25.06.2018 || 🇧🇩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন