"ডিমেন্সিয়া প্রিকক্স (Dementia Praecox):
"সিঙ্গেল লাইফের মানুষ গুলো আসলে সিঙ্গেল থাকে না। তাদের সাথে সব সময় কেউ একজন থাকে। খুব সুন্দর কোন দৃশ্য দেখার পর তারা ভাবে; যেদিন মানুষটার সাথে পরিচয় হবে - সেদিন তাকেও নিয়ে আসবে একদিন।
আকাশে কোন বিমান উড়ে গেলে তার কথা মনে পড়ে। জয় গোসাম্বির কবিতা পড়ার সময় তাকে চোখের সামনে দেখা যায়। এক এক লাইনে তাকে এক এক জামায় দেখা যায়।
চেহারার একটা অবয়ব... ভ্রু কুঁচকে ফেলার অবয়ব... সে কেমন থেমে থেমে কথা বলে... হাত নাড়িয়ে হাঁটে !
আচ্ছা কাল্পনিক ভালবাসা বলে কী কিছু আছে ? সম্পর্কে যারা জড়ায় তারা নাহয় একজন কাউকে নিজের মত করে পায়... যারা জড়ায় না... তাদের কী আসলেই কেউ থাকে না? মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় "ইরোটোমেনিয়া"
কারো সাথে সম্পর্ক নেই...
সপ্তাহে দু দিন দেখা করার ব্যাপার নেই... কোনদিন কাউকে ফোন করে বলা হয় না স্বপ্ন ভাঙ্গার কোন গল্প... তবু কেন মধ্যরাতে কলকাতার অঞ্জন এসে চোখ ভিজিয়ে দেয় ? ট্রেনের জানালায় হেডফোন লাগালে আপনার - ভেতরে এরকম আলোড়ন সৃষ্টি হয় কেন ?
কেউ আপনার সাথে নেই তবু খুব সুন্দর কোন মুভি দেখার পর আপনার গা ছমছম করে উঠে... মনে হয় নীরা নামের কবিতা গুলো সুনীল আপনার জন্য লিখেছে... একদম আপনার জন্য...
কেউ আপনার সাথে নেই শুধু সমুদ্রের ছাতার নিচে কফি খেলে - আপনার ভেতরে তোলপাড় হয়... এমন কেন হয় !!
সিঙ্গেল লাইফের মানুষ গুলো আসলে সিঙ্গেল থাকে না। এরা থাকে "ডিমেন্সিয়া প্রিকক্স" নামে এক কাল্পনিক জগতে। কখনো দেখা হয় নি; তবু দেখা হয়েছে লক্ষ লক্ষ রাতে।
মাঝে মাঝে একটা মানুষকে নিয়ে আপনি ভাবেন। এই পৃথিবীটা খুব নিষ্ঠুর মনে হলে মানুষটার সাথে কথা বলেন। কি কথা হয় মানুষটা জানে না। কথা গুলোও জানে না মানুষটা কে !
......হেরে গিয়ে ফ্লোরে চিত হয়ে ফুরিয়ে যাবার সময় - এই মানুষটার কথা ভেবেই আবার ঘুরে দাড়াতে হয়। একদম এক রুমের জরাজীর্ণ মেসের লাইফটাকে গোছাতে হয় - এই মানুষটাকে ভেবে।
কী নাম তার ? এই শহরে থাকে ? বড় গাড়ি ঢুকে না এরকম কোন গলিতে থাকে ? কোথাও না কোথাও তো ঠিকই আছে... সে দেখতে কেমন ? শ্যামলা ? একটু বোকা নাকি
★. Source : Zunayed Evan.
Vocal, Lyricist, Composer @ Ashes.
(November 2008 - Present).
★★. (Dementia Praecox):
" [T]he history of dementia praecox is really that of psychiatry as a whole". — Adolf Meyer. Dementia, is an ancient term.
Which has been in use since at least the time of Lucretius in 50 B.C.E. where it meant "being out of one's mind".
Dementia praecox (a "premature dementia" or "precocious
madness") is a chronic, deteriorating psychotic disorder characterized by rapid cognitive disintegration, usually beginning in the late teens or early adulthood.
The term was first used in 1891 by Arnold Pick (1851–1924), a professor of psychiatry at Charles University in Prague. His brief clinical report described the case of a person with a psychotic disorder resembling hebephrenia.
German psychiatrist Emil Kraepelin (1856–1926) popularised it in his first detailed textbook descriptions of a condition that eventually became a different disease concept and relabeled as schizophrenia.
The primary disturbance in dementia praecox is a disruption in cognitive or mental functioning in attention, memory, and goal-directed behaviour.
Kraepelin contrasted this with manic-depressive psychosis, now termed bipolar disorder , and also with other forms of mood disorder , including major depressive disorder. He eventually concluded that it was not possible to distinguish his categories on the basis of cross-sectional symptoms.
Schizophrenia was mentioned as an alternate term for
dementia praecox in the 1918 Statistical Manual . In both clinical work as well as research, between 1918 and 1952
five different terms were used interchangeably: dementia
praecox, schizophrenia, dementia praecox (schizophrenia),
schizophrenia (dementia praecox) and schizophrenic
reaction.
The term "schizophrenia" was first applied by American
alienists and neurologists in private practice by 1909 and
officially in institutional settings in 1913, but it took many
years to catch on. It is first mentioned in The New York Times in 1925. Until 1952 the terms dementia praecox and
schizophrenia were used interchangeably in American
psychiatry, with occasional use of the hybrid terms
"dementia praecox (schizophrenia)" or "schizophrenia
(dementia praecox)".
★. স্কিটসোফ্রিনিয়া (Schizophrenia):
Schizophrenia is a mental disorder characterized by
abnormal social behavior and failure to understand reality.
Common symptoms include false beliefs , unclear or
confused thinking , hearing voices , reduced social
engagement and emotional expression, and a lack of
motivation.
People with schizophrenia often have additional mental health problems such as anxiety disorders, major depressive illness or substance use disorder . Symptoms typically come on gradually, begin inyoung adulthood, and last a long time.
The causes of schizophrenia include environmental and
genetic factors.
★. স্কিটসোফ্রিনিয়া :
( ইংরেজি: Schizophrenia, উচ্চারণ:/[অসমর্থিত ইনপুট] ˌs k ɪt s ɵˈ f r ɛni ə/ বা /ˌs k ɪ t s ɵˈf r iː n i ə/) একটি মানসিক ব্যাধি; একে প্রায়শঃ সিজোফ্রেনিয়া উচ্চরণ করা হয়৷ এ রোগের বৈশিষ্ট্য হচ্ছে এতে চিন্তাধারা এবং অনুভূতির প্রকাশের মধ্যে সঙ্গতি থাকে না ৷
এর লক্ষণগুলো হলোঃ ভুলভাল শোনা, উদ্ভট, বিভ্রান্তিকর বা অলীক কিছু দেখা এবং অসঙ্গতিপূর্ণ কথাবার্তা এবং চিন্তা। এ রোগে আক্রান্ত ব্যক্তি সামাজিক বা কর্মক্ষেত্রে প্রায়শঃই অক্ষমতাজনিত অসুবিধার সম্মুখীন হন৷ স্কিটসোফ্রিনিয়ার লক্ষণগুলি সাধারণত বয়ঃপ্রাপ্তির সময় দেখা দেয়৷ সারাবিশ্বের ০.৩–০.৭% মানুষ এ রোগে আক্রান্ত৷ আক্রান্ত ব্যক্তির ব্যবহার পর্যবেক্ষণ ও অতীত কর্মকান্ড পর্যালোচনার মাধ্যমে এই রোগনির্ণয় করা হয়৷
বংশগতি, শৈশবের পরিবেশ, নিউরোবায়োলজি এবং মানসিক ও সামাজিক প্রক্রিয়াসমূহ এ রোগের গুরুত্বপূর্ণ নিয়ামক হিসাবে প্রতিভাত হয়৷ কিছুকিছু উত্তেজক মাদক এবং ওষুধ এরোগের উপসর্গগুলোর আবির্ভাব বা এদের আরও গভীর করে বলে প্রতিয়মান হয়৷
বর্তমানে এ রোগের গবেষণায় নিউরোবায়োলজির ওপর জোর দেয়া হচ্ছে, যদিও এখনো কোন একক জৈব কারন শনাক্ত করা যায়নি৷ এই রোগের সম্ভাব্য বিভিন্ন ধরণের উপসর্গ সমষ্টি এ নিয়ে বিতর্ক সৃষ্টি
করেছে যে, আদৌ এটি একটি একক ব্যাধী না একাধিক পৃথক
উপগর্গের সহাবস্থান৷
স্কিটসোফ্রিনিয়া শব্দটির উৎপত্তি গ্রীক শব্দমূল skhizein (σχίζειν, "to split" বা “দুভাগ করা”) এবং phrēn, phren- (φρήν, φρεν-; "mind" বা “মন”) থেকে৷
এমন নামকরণ সত্ত্বেও স্কিটসোফ্রিনিয়া বলতে আদপে “দ্বিখন্ডিত মন”
বুঝায় না; যদিও অনেক সময় সাধারণ মানুষ এটিকে ডিসোসিয়েটিভ
আইডেনটিটি ডিজর্ডার (যা মাল্টি পারসনালিটি ডিজর্ডার বা স্প্লিট
পারসোনালিটি নামেও পরিচিত) এর সাথে গুলিয়ে ফেলে; প্রকৃতপক্ষে এদুটি ভিন্ন ভিন্ন ব্যাধী৷
আলামত ও ধরন :
আলামত সমূহ এপিসোডিক বা হঠাৎ ঘটে থাকতে পারে।
১. অসংলগ্ন আচরণ
২. এলোমেলো এবং সংযোগবিহীন চিন্তা ও তার বহিঃপ্রকাশ
৩. জীবন এবং তার সংশ্লিষ্ট কাজের প্রতি উৎসাহ হারিয়ে ফেলা
৪. অডিটরি হ্যালুসিনেশন দেখা
নিরাময়:
চিকিৎসার প্রধান মাধ্যম হল এন্টিসাইকোটিক ওষুধ, যা মূলত ডোপামিন (এবং কখনও কখনও স্টেরোটোনিন) গ্রহণ কার্যক্রমকে অবদমিত করে। সেই সাথে মনোচিকিৎসা এবং বৃত্তিমূলক ও সামাজিক পুনর্বাসনও চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ।
বেশি গুরুতর ক্ষেত্রে, যেখানে নিজের এবং অন্যদের প্রতি ক্ষতির ঝুঁকি থাকে - সেখানে রোগীর অনিচ্ছা থাকলেও হাসপাতালে ভর্তি করা প্রয়োজন হতে পারে, যদিও হাসপাতালে থাকার মেয়াদ এখন আগের থেকে কম হয় এবং হাসপাতালে যেতেও হয় আগের থেকে অনেক কম।
এই ব্যাধি মূলত চেতনাকে আক্রান্ত করে বলে ধারণা করা হয়, কিন্তু এটা একই সাথে প্রায়শই আচরণ এবং আবেগ গত দীর্ঘস্থায়ী সমস্যা বৃদ্ধি করে।
★. Source : Wikipedia (Bn/En).
﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋
** Note: ® [This is one of my Favorite Bangla,/English Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog (Dhumkeatu's Diary - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]
﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋
*** N.B : [All the post on this blog (Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Dhumkeatu's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]
*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷
*** Posted by : © "Dhumkeatu's Diary" || 25.06.2018 || 🇧🇩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন