রবিবার, ১৭ জুন, ২০১৮

মহান আল্লাহ তায়ালার ৯৯ টি গুনবাচক নাম সমূহ

**মহান আল্লাহ তায়ালার ৯৯ টি গুনবাচক নাম :

(১) ﺍﻟﻠﻪ (আল্লাহ) আল্লাহ।

(২) ﺍﻟﺮﺣﻤﻦ (আর-রহ'মান) পরম দয়ালু।

(৩) ﺍﻟﺮﺣﻴﻢ (আর-রহী'ম) অতিশয়-মেহেরবান।

(৪) ﺍﻟﻤﻠﻚ (আল-মালিক)সর্ব কর্তৃত্বময়।

(৫) ﺍﻟﻘﺪﻭﺱ (আল-ক্বুদ্দুস) নিষ্কলুষ, অতি পবিত্র।

(৬) ﺍﻟﺴﻼﻡ (আস-সালাম) নিরাপত্তা- দানকারী, শান্তি-দানকারী।

(৭) ﺍﻟﻤﺆﻣﻦ (আল-মু'মিন) নিরাপত্তা ও ঈমান দানকারী।

(৮) ﺍﻟﻤﻬﻴﻤﻦ (আল-মুহাইমিন) পরিপূর্ন রক্ষণাবেক্ষণকারী।

(৯) ﺍﻟﻌﺰﻳﺰ (আল-আ'জীজ) পরাক্রমশালী, অপরাজেয়।

(১০) ﺍﻟﺠﺒﺎﺭ (আল-জাব্বার) দুর্নিবার।

(১১) ﺍﻟﻤﺘﻜﺒﺮ (আল-মুতাকাব্বিইর) নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী।

(১২) ﺍﻟﺨﺎﻟﻖ (আল-খ'লিক্ব) সৃষ্টিকর্তা।

(১৩) ﺍﻟﺒﺎﺭﺉ (আল- বারী) সঠিকভাবে সৃষ্টিকারী।

(১৪) ﺍﻟﻤﺼﻮﺭ (আল-মুছউইর) আকৃতি-দানকারী।

(১৫) ﺍﻟﻐﻔﺎﺭ (আল-গফফার) পরম ক্ষমাশীল।

(১৬) ﺍﻟﻘﻬﺎﺭ (আল-ক্বহার) কঠোর।

(১৭) ﺍﻟﻮﻫﺎﺏ (আল-ওয়াহ্হাব) সবকিছু দানকারী।

(১৮) ﺍﻟﺮﺯﺍﻕ (আর-রজ্জাক্ব) রিযকদাতা।

(১৯) ﺍﻟﻔﺘﺎﺡ (আল ফাত্তাহ) বিজয় দানকারী।

(২০) ﺍﻟﻌﻠﻴﻢ (আল-আ'লীম) সর্বজ্ঞ।

(২১) ﺍﻟﻘﺎﺑﺾ (আল-ক্ববিদ্ব') সংকীর্ণকারী।

(২২) ﺍﻟﺒﺎﺳﻂ (আল-বাসিত) প্রশস্থকারী।

(২৩) ﺍﻟﺮﺍﻓﻊ (আর-রফীই') উন্নতকারী।

(২৪) ﺍﻟﻤﻌﺰ (আল-মুই'জ্ব) সন্মান-দানকারী।

(২৫) ﺍﻟﻤﺬﻝ (আল-মুদ্বি'ল্লু) বেইজ্জতকারী।

(২৬) ﺍﻟﺴﻤﻴﻊ (আস-সামিই') সর্বশ্রোতা।

(২৭) ﺍﻟﺒﺼﻴﺮ (আল-বাছীর) সর্ববিষয় দর্শনকারী।

(২৮) ﺍﻟﺤﻜﻢ (আল-হা'কাম) অটল বিচারক।

(২৯) ﺍﻟﻌﺪﻝ (আল-আ'দল) পরিপূর্ণ ন্যায়বিচারক।

(৩০) ﺍﻟﻠﻄﻴﻒ (আল-লাতীফ) সকল গোপন বিষয়ে অবগত।

(৩১) ﺍﻟﺨﺒﻴﺮ (আল-খ'বীর) সকল ব্যাপারে জ্ঞাত।

(৩২) ﺍﻟﺤﻠﻴﻢ (আল-হা'লিম) অত্যন্ত ধৈর্যশীল।

(৩৩) ﺍﻟﻌﻈﻴﻢ (আল-আ'জীম) সর্বোচ্চ মর্যাদাশীল।

(৩৪) ﺍﻟﻐﻔﻮﺭ (আল-গফুর) পরম ক্ষমাশীল।

(৩৫) ﺍﻟﺸﻜﻮﺭ (আশ্-শাকুর) গুন গ্রাহী।

(৩৬) ﺍﻟﻌﻠﻲ (আল-আ'লিইউ) উচ্চ-মর্যাদাশীল।

(৩৭) ﺍﻟﻜﺒﻴﺮ (আল-কাবিইর) সুমহান।

(৩৮) ﺍﻟﺤﻔﻴﻆ (আল-হাফীজ) সংরক্ষণকারী।

(৩৯) ﺍﻟﻤﻘﻴﺖ (আল-মুক্বীত) সকলের জীবনোপকরণ-দানকারী।

(৪০) ﺍﻟﺤﺴﻴﺐ (আল-হাসীব) হিসাব- গ্রহণকারী।

(৪১) ﺍﻟﺠﻠﻴﻞ (আল-জালীল) পরম মর্যাদার অধিকারী।

(৪২) ﺍﻟﻜﺮﻳﻢ (আল-কারিম) সুমহান দাতা।

(৪৩) ﺍﻟﺮﻗﻴﺐ (আর-রক্বীব) তত্ত্বাবধায়ক।

(৪৪) ﺍﻟﻤﺠﻴﺐ (আল-মুজীব) জবাব-দানকারী, কবুলকারী।

(৪৫) ﺍﻟﻮﺍﺳﻊ (আল-ওয়াসি') সর্ব-ব্যাপী, সর্বত্র-বিরাজমান।

(৪৬) ﺍﻟﺤﻜﻴﻢ (আল-হাকীম) পরম-প্রজ্ঞাময়।

(৪৭) ﺍﻟﻮﺩﻭﺩ (আল-ওয়াদুদ) বান্দাদের প্রতি সদয়।

(৪৮) ﺍﻟﻤﺠﻴﺪ (আল-মাজীদ) সকল-মর্যাদার- অধিকারী।

(৪৯) ﺍﻟﺒﺎﻋﺚ (আল-বাই'ছ') পুনুরুজ্জীবিত কারী।

(৫০) ﺍﻟﺸﻬﻴﺪ (আশ-শাহীদ) সর্বজ্ঞ-স্বাক্ষী।

(৫১) ﺍﻟﺤﻖ (আল-হা'ক্ব) পরম সত্য।

(৫২) ﺍﻟﻮﻛﻴﻞ (আল-ওয়াকিল)পরম নির্ভরযোগ্য কর্ম-সম্পাদনকারী।

(৫৩) ﺍﻟﻘﻮﻱ (আল-ক্বউইউ) পরম-শক্তির- অধিকারী।

(৫৪) ﺍﻟﻤﺘﻴﻦ ( আল-মাতিন) সুদৃঢ়।

(৫৫) ﺍﻟﻮﻟﻲ (আল-ওয়ালিইউ) অভিভাবক ও সাহায্যকারী।

(৫৬) ﺍﻟﺤﻤﻴﺪ (আল-হা'মীদ) সকল প্রশংসার অধিকারী।

(৫৭) ﺍﻟﻤﺤﺼﻲ (আল-মুহছী) সকল সৃষ্টির ব্যপারে অবগত।

(৫৮) ﺍﻟﻤﺒﺪﺉ (আল-মুব্দি') প্রথমবার- সৃষ্টিকর্তা।

(৫৯) ﺍﻟﻤﻌﻴﺪ (আল-মুঈ'দ) পুনরায় সৃষ্টিকর্তা।

(৬০) ﺍﻟﻤﺤﻴﻲ (আল-মুহ'য়ী) জীবন-দানকারী।

(৬১) ﺍﻟﻤﻤﻴﺖ (আল-মুমীতু) মৃত্যু-দানকারী।

(৬২) ﺍﻟﺤﻲ (আল-হাইয়্যু) চিরঞ্জীব।

(৬৩) ﺍﻟﻘﻴﻮﻡ (আল-ক্বাইয়্যুম) সমস্তকিছুর ধারক ও সংরক্ষণকারী।

(৬৪) ﺍﻟﻮﺍﺟﺪ (আল-ওয়াজিদ) অফুরন্ত ভান্ডারের অধিকারী।

(৬৫) ﺍﻟﻤﺎﺟﺪ (আল-মাজিদ) শ্রেষ্ঠত্বের অধিকারী।

(৬৬) ﺍﻟﻮﺍﺣﺪ আল-ওয়াহি'দ) এক ও অদ্বিতীয়।

(৬৭) ﺍﻻﺣﺪ (আল-আহাদ) একক।

(৬৮) ﺍﻟﺼﻤﺪ (আছ্-ছমাদ) অমুখাপেক্ষী।

(৬৯) ﺍﻟﻘﺎﺩﺭ (আল-ক্বদির) সর্বশক্তিমান।

(৭০) ﺍﻟﻤﻘﺘﺪﺭ (আল-মুক্বতাদির) নিরঙ্কুশ- সিদ্বান্তের-অধিকারী।

(৭১) ﺍﻟﻤﻘﺪﻡ (আল-মুক্বদ্দিম) অগ্রসরকারী।

(৭২) ﺍﻟﻤﺆﺧﺮ (আল-মুয়াক্কখির) অবকাশ দানকারী।

(৭৩) ﺍﻷﻭﻝ (আল-আউয়াল) অনাদী।

(৭৪) ﺍﻷﺧﺮ (আল-আখির) অনন্ত,সর্বশেষ।

(৭৫) ﺍﻟﻈﺎﻫﺮ (আজ-জ'হির) সম্পূর্নরূপে- প্রকাশিত।

(৭৬) ﺍﻟﺒﺎﻃﻦ (আল-বাত্বিন) দৃষ্টি হতে অদৃশ্য।

(৭৭) ﺍﻟﻮﺍﻟﻲ (আল-ওয়ালি) সমস্ত-কিছুর- অভিভাবক।

(৭৮) ﺍﻟﻤﺘﻌﺎﻟﻲ (আল-মুতাআ'লি) সৃষ্টিরগুনাবলীর উর্দ্ধে।

(৭৯) ﺍﻟﺒﺮ (আল-বার) পরম-উপকারী, অনুগ্রহশীল।

(৮০) ﺍﻟﺘﻮﺍﺏ (আত্-তাওয়াব) তাওবার তাওফিক দানকারী এবং কবুলকারী।

(৮১) ﺍﻟﻤﻨﺘﻘﻢ (আল-মুনতাক্বিম) প্রতিশোধ-গ্রহণকারী।

(৮২) ﺍﻟﻌﻔﻮ (আল-আ'ফঊ) পরম-উদার।

(৮৩) ﺍﻟﺮﺅﻭﻑ (আর-রউফ) পরম- স্নেহশীল।

৮৪ ﻣﺎﻟﻚ ﺍﻟﻤﻠﻚ (মালিকুল-মুলক) সমগ্র জগতেরবাদশাহ।

(৮৫) ﺫﻭ ﺍﻟﺠﻼﻝ ﻭﺍﻹﻛﺮﺍﻡ (যুল-জালালি ওয়াল-ইকরাম) মহিমান্বিত ও দয়াবান সত্তা।

(৮৬) ﺍﻟﻤﻘﺴﻂ (আল-মুক্বিবসত) হকদারের হক-আদায়কারী।

(৮৭) ﺍﻟﺠﺎﻣﻊ (আল-জামিঈ') একত্রকারী, সমবেতকারী।

(৮৮) ﺍﻟﻐﻨﻲ (আল-গনীঈ) অমুখাপেক্ষী ধনী।

(৮৯) ﺍﻟﻤﻐﻨﻲ (আল-মুগনিঈ') পরম অভাব মোচনকারী।

(৯০) ﺍﻟﻤﺎﻧﻊ (আল-মানিঈ') প্রতিহতকারী।

(৯১) ﺍﻟﻀﺎﺭ (আয্-যর) ক্ষতিসাধনকারী।

(৯২) ﺍﻟﻨﺎﻓﻊ (আন্-নাফি ই') কল্যাণকারী।

(৯৩) ﺍﻟﻨﻮﺭ (আন-নূর) পরম-আলো।

(৯৪) ﺍﻟﻬﺎﺩﻱ (আল-হাদী) পথ-প্রদর্শক।

(৯৫) ﺍﻟﺒﺪﻳﻊ (আল-বাদীই') অতুলনীয়।

(৯৬) ﺍﻟﺒﺎﻗﻲ (আল-বাক্বী) চিরস্থায়ী, অবিনশ্বর।

(৯৭) ﺍﻟﻮﺍﺭﺙ (আল-ওয়ারিশ) উত্তরাধিকারী।

(৯৮) ﺍﻟﺮﺷﻴﺪ (আর-রাশীদ) সঠিক পথ-প্রদর্শক।

(৯৯) ﺍﻟﺼﺒﻮﺭ (আস-সবুর) অত্যধিক ধৈর্যধারণকারী।

★. Courtesy : "Internet "

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** নোটঃ - (আপনার সুবিধামতো সময়ে পড়তে টাইমলাইনে শেয়ার করে রাখুন। প্রয়োজনীয় মূর্হুতে খুঁজে পেতে পোষ্টটির লিংক সেইভ রাখুন। না হলে পরে আবার খুঁজতে হবে... এবং কোন মন্তব্য দেওয়ার থাকলে কমেন্ট বক্সে জানাবেন।)

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Islamic Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog (Dhumkeatu's Diary - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

*** Image source : ©

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog (Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Dhumkeatu's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Dhumkeatu's Diary" || 17.06.2018 || 🇧🇩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় গানের সংক্ষিপ্ত তালিকা...

**প্রিয় গানের সংক্ষিপ্ত তালিকা... ১) মন শুধু মম ছুঁয়েছে- সোলস ২)নিঃস্ব করেছ আমায় - শাফিন ৩)ফিরিয়ে দাও- মাইলস ৪)শ্রাবনের মেঘগু...