Useful কিছু Website এর কথা বলব আজকে যেগুলা অবসর সময়ে আমাদের Skill and Knowledge Development এ অনেক উপকারি।
আজকে একজন বলল কিছু Website এর রেফারেন্স দিতে যেগুলা Reading Skill Development এ সাহায্য করে। তাই ভাবলাম মোটামুটি বিভিন্ন রকম Skill Develop করার জন্য কিছু বিদেশি আর দেশি Website এর উপরে আজকে লিখব।
** প্রথমে বিদেশি Website গুলার কথা লিখি।
১। Khan Academy:
https://www.khanacademy.org/ আমরা প্রায় সবাই ই জানি এটার ব্যাপারে। যেকোনো বিষয়ে শেখার জন্য ভিডিও আর লিখিত টিউটোরিয়াল আছে খান একাডেমী তে। যাদের জন্য Video দেখা অনেক সহজ, মানে high speed internet and good enough smartphone আছে, তাদের জন্য এই সাইট ব্যাবহার করা অনেক সহজ আর Productive.
২। Courseera and edX:
https://www.edx.org/
https://www.coursera.org
বাসায় বসে Harvard, MIT,Yale, Princeton, এরকম সব world ranking করা university এর teacher দের কোর্স ফ্রী তে করতে চাইলে এর থেকে বেষ্ট এখন কিছু নাই। যেকোনো Field of Study এর উপরে কোর্স পাবেন, আর টা পুরপুরি
ফ্রী। আর যদি কিছু টাকা খরচ করতে পারেন কোর্স টা complete করার পর তাহলে ওরা আপনাকে ঐ university এর certificate ও পাঠিয়ে দিবে।
৩। Business and Entrepreneurship:
যারা Business এবং entrepreneurship নিয়ে পরতে আগ্রহী তারা ব্যাবহার করতে পারেন এই সাইট গুলাঃ
INC.com = http://www.inc.com/
Harvard Business Review = https://hbr.org/
Wall Street Journal = http://www.wsj.com/asia
৪। Mathematics and Science:
যারা Maths and Science নিয়ে interested তাদের জন্য এই সাইট গুলা।
Patrick JMT = http://patrickjmt.com/
Science Daily = https://www.sciencedaily.com/
Science Fair Central = http://school.discoveryeducation.com/
sciencefaircentral/
**এবার আসি আমাদের দেশি কিছু সাইট নিয়ে কথা বলতে। আমাদের দেশের ও বেশ কিছু অনেক ভাল সাইট আছে। সেগুলা দিচ্ছিঃ
৫। The Asif Khan Blog:
http://asifkhan.info/
এটা এখন Chartered Financial Analyst, আসিফ খান এর ব্লগ। এখানে উনি business and finance এর বিভিন্ন ব্যাপার নিয়ে লিখেন। উনার লেখা গুলা অনেক অনেক informative. আর যারা CFA দিতে আগ্রহী তারা উনার CFA এর উপর লেখাগুলা পরতে পারেন।
৬। Future Startup:
http://futurestartup.com/
যারা বাংলাদেশি Entrepreneur দের গল্প আর Startup দের গল্প পড়ে তাদের সম্পর্কে জানতে চান তাদের জন্য এইটা অনেক ভাল সাইট।
৭। Light Castle Blog:
www.lightcastlebd.com/blog/
বাংলাদেশের সবথেকে ভাল করছে এমন Start Up গুলার মধ্যে Lightcastle Partners অন্যতম । তাদের Blog টা বাংলাদেশের economy নিয়ে জানার জন্য , আর আসলে কোথায় কি হচ্ছে দেশের অর্থনীতিতে সেগুলা বোঝার জন্য অনেক ভাল সাইট।
৮। 10 Minute School :
http://10minuteschool.com/ বর্তমান বাংলাদেশে online -এ পড়াশুনারর জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এটি। ফেসবুক লাইভ ব্যবহার করে এখানে ক্লাস ননেওয়া হয়। ১০ মিনিট স্কুল টিম এখন প্রতিটি কোর্স মডিউল এর জন্য অডিও-ভিজ্যুয়াল শিক্ষাবিষয়ক কন্টেন্ট তৈরি করছে যা কুইজের পরিপূরক হিসেবে কাজ করবে যেন শিক্ষার্থীরা তাদের সুবিধামত শিখতে পারে এবং অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে।
টেনমিনিটস্কুলের ফেসবুক পেজ:
facebook.com/10minuteschool
ইউটিউব ঠিকানা: youtube.com/c/10minuteschool
৯ TanbirCox blogspot :
https://tanbircox.blogspot.com/
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্লগ সাইট। এটি বাংলা বই এর সংগ্রহশালা , যা ইউনিকোড টেক্সট ফরম্যাটে (স্ক্যান করা না)। এখানে আপনার প্রয়োজনীয় সকল বিষয়ের উপর বাংলা ই-বই অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বই গুলো - খুব সহজে Mobile ও Computer ই-বুক রিড়ারে পড়তে পারবেন…… যা দেখতে অবিকল বই-এর মতোই, কিন্তু কাগজের বদলে থকবে আপনার কম্পিউটার / মোবাইল স্ক্রীন। তাই লাইক দিন পেজে আর নিয়ে নিন বই ফ্রীতে...…! আশা করি এই বাংলা বইয়ের ইনফরমেশন গুলো বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগবে।
বইগুলো "বইঘর" অ্যাপসে ফ্রি তে পাওয়া যাবে … গুগল প্লে স্টোর গিয়ে Boighor by chorui লিখে সার্চ দিন অথবা এখানে লিংকে ক্লিক করুনঃ
https://play.google.com/store/apps/details?id=com.cgd.ebook.boighor
মোবাইলে বই পড়ার জন্য এটি একটি অনন্য অ্যাপ… এই অ্যাপসে ইউনিকোড ও স্বচ্ছ টেক্সট ফরম্যাটে মোবাইল স্ক্রিন ভার্সনে প্রয়োজনীয় সকল শিক্ষামূলক বাংলা বই (PSC, JSC, SSC, HSC ও BCS এর সকল প্রয়োজনীয় সব লেকচার শিট ও নোট ) বা ই-বুক পাওয়া যাবে..!
এই অ্যান্ড্রয়েড ও আইফোন অ্যাপ্লিকেশনটিতে রয়েছে বিখ্যাত সব লেখকের বাংলা বইয়ের এক বিরাট সংগ্রহ যা ক্রমে ক্রমে আরও সমৃদ্ধ হচ্ছে । এখানে পড়ালেখার যাবতীয় সব লেকচার শিট সরবরাহ করছেন বাংলাদেশের বিখ্যাত সব কোচিং সেন্টারের শিক্ষকরা .. এছাড়া প্রতিনিয়ত নতুন শিক্ষামূলক বই আপডেট হচ্ছে ... “ প্রত্যেক বইতে বুকমার্ক মেনুঃ (ক্লিক করে যে কোন অধ্যায়ে সরাসরি
যেতে পারবেন) , নাইট ভিউ , জুম ভিউ ও সার্চ অপশন দেওয়া আছে … এবং কিছু বইয়ের সাথে সুন্দর ও সফট অডিও অপশন দেওয়া আছে যা আপনাকে পড়ে শুনাবে …এবং অটো স্ক্রিন সাইজ পেইজ আপনাকে ডানে-বামে বা উপরে-নিচে মুভ করা লাগবে না … আপনি এই অ্যাপস বা অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করে ইন্সটল করে যে কোন একটি বই পড়ে দেখুন …… আশা এর সব ফিচার দেখে আপনি এই অ্যাপস এর ফ্যান হয়ে যাবেন ।
" প্রয়োজনীয়_বাংলা_বই _Useful -Bangla- e-books "
ফেসবুক পেজ: https://m.facebook.com/tanbir.ebooks/
ফেসবুক গ্রুপ: https://m.facebook.com/groups/378791772310112
*** আজকে তাহলে এগুলাই দিচ্ছি। আপনারা এই সাইট গুলা বুকমার্ক করে রাখুন। যখন অবসর সময় পাবেন তখন পরবেন অবশ্যই। ধন্যবাদ।
★. Courtesy : ©. Internet. (Collected).
﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋
*** নোটঃ - (আপনার সুবিধামতো সময়ে পড়তে টাইমলাইনে শেয়ার করে রাখুন। প্রয়োজনীয় মূর্হুতে খুঁজে পেতে পোষ্টটির লিংক সেইভ রাখুন। না হলে পরে আবার খুঁজতে হবে... এবং কোন মন্তব্য দেওয়ার থাকলে কমেন্ট বক্সে জানাবেন।)
﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋
** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog (Dhumkeatu's Diary - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]
*** Image source : ©
﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋
*** N.B : [All the post on this blog (Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Dhumkeatu's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]
*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷
*** Posted by : © "Dhumkeatu's Diary" || 17.06.2018 || 🇧🇩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন