সোমবার, ২৫ জুন, ২০১৮

ডু বিফোর ডাই (Do Before Die)

★. " ডু বিফোর ডাই (Do Before Die) "
--------- সত্যজিৎ চক্রবর্ত্তী।

★. " চ্যালেঞ্জিং চ্যালেঞ্জঃ সত্যজিৎ চক্রবর্ত্তী "
( April 24,  2016)

"অস্তমিত সূর্যকে কেউ প্রণাম করেনা। নিঃশ্বাসের আড়ালে বেঁচে থাকার নাম যদি জীবন হয়, তবে দীর্ঘায়ু অভিশাপ। জীবন একটা চ্যালেঞ্জ। এখানে ব্যর্থতাকেই ব্যর্থ করে দিতে হয়। আত্মবিশ্বাসের সাথে স্বপ্ন দেখুন, যেন হতাশা আপনাকে ছোঁয়ার আগে, হতাশা নিজেই হতাশ হয়ে যায়। বিশ্বাস করুন, বিধাতা আপনাকে শুধু একটি জীবনই দেননি; দিয়েছেন আপনার হাতেই আপনার ভাগ্য গড়ার এক অসীম ক্ষমতা।
:
সাহসীরা যখন উচ্চারণ করে Do or Die ..! তখন আমি সত্যজিৎ আরো কঠিন আত্মবিশ্বাসে চিৎকার দিয়ে বলি, DO BEFORE DIE..! জীবন তখনই মহা মুল্যবান হয়ে যায় , যখন আপনার ছোট একটি সাক্ষর হয়ে যায় বহু আকাঙ্ক্ষিত মানুষের প্রিয় অটোগ্রাফ।
:
পৃথিবীতে এমন একজন লোক ও পাওয়া যাবে না, যে কি না সফল হতে চায়না। তবে "আমার দ্বারা হবেনা " এ কথা বলা লোকের সংখ্যা কিন্তু প্রচুর। যে বলে "আমার দ্বারা হবেনা " সে নিজেও কিন্তু সফল হতে চায়। শুধু ভয় তার ব্যর্থতার। একটা কাজে ব্যর্থ হলে সে আর অন্য কাজে হাত বাড়াতে চায় না। চুন খেয়ে গাল পুড়ে গেলে তখন দই দেখলে ও ভয় লাগে। ব্যর্থতা ও জীবনের এক শিক্ষা। APJ ABDUL KALAM বলেছেন - Don't read success stories, You will get only message. Read failure stories, You will get some ideas to get success. যদি আপনি জীবনে ক্রমাগত ব্যর্থই হয়ে থাকেন, তবে আজ আমি আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। যদি আপনি হতাশ না হয়ে কাজ করে যান, তবে আপনি সফল হবেনই হবেন, চ্যালেঞ্জ!
:
জন্মই আপনার আজন্ম সাফল্য! চিকিৎসা বিজ্ঞান বলে, একটি শুক্রানু আর ডিম্বানুর মিলনের ফলেই শিশুর জন্ম হয়। মাতৃগর্ভে একটি ডিম্বানুকে নিষিক্ত করতে কোটি কোটি শুক্রানু প্রতিযোগিতায় লিপ্ত হয়। কিন্তু একটি ডিম্বানুকে নিষিক্ত করতে প্রয়োজন হয় শুধু একটি শুক্রানুর। সেই কোটি কোটি শুক্রানুকে পরাজিত করে যে নির্দিষ্ট শুক্রানুটি সফলভাবে ডিম্বানুকে নিষিক্ত করেছিল, তারই
পরিপূর্ণ রুপ আমি,আপনি আমরা সবাই। যে আপনি পৃথিবীতে আসার আগেই মাতৃগর্ভে কোটি কোটি প্রাণকে পরাজিত করেছেন, আজ সেই বিজয়ী আপনি কেন পৃথিবীতে এসে পরাজয়ের ভয় পাচ্ছেন? জন্মের আগেই আপনি দেখিয়ে দিয়েছেন আপনার সফলতার অসীম ক্ষমতা। আপনি ব্যর্থ হতেই পারেন,কিন্তু হাল ছাড়বেন না। আগামীর সূর্য আপনারই জন্য। এগিয়ে যান..."

★. " হাতের মুঠোয় সফলতাঃ সত্যজিৎ চক্রবর্ত্তী "
( April 18,  2016)

"সফলতা জ্যোতিষীর গণনা করা কোন ভবিষ্যৎবাণী নয়, সফলতা হল আপনার অসীম ক্ষমতা ব্যবহারের ফলাফল। মানুষ তাই হয়েছে,যা সে হতে চেয়েছে। মানুষ তাই করেছে যা কেউ ভাবেনি আগে। আজ থেকে কয়েকশ বছর আগেও মানুষ ভাবেনি,মুহুর্তের মধ্যেই কেউ কয়েকশ মাইল উড়ে উড়ে পাড়ি দিতে পারবে কয়েকটি দেশে। অথচ মানুষই সেটা সম্ভব করেছে বিমান আবিষ্কার করে।

ইয়েস, মানুষই করেছে! আর আপনিও মানুষ। আপনি যখন দু'পথ পাড়ি দিয়েই ক্লান্ত হয়ে যান, তখন ইতিহাস স্বাক্ষ্য দিচ্ছে কেউ কেউ নিজের পায়ে ভর করে এভারেস্ট জয় করে এসেছে।
-
এক সূর্যেই সবার সকাল হয়, এক আকাশের নিচেই সবার আশ্রয়; অথচ কেউ কেউ শুধু নোবেল পদকগুলো বানিয়েই যায়, আর কেউ কেউ বিশ্বজয় করে সে নোবেল পুরস্কারে ভূষিত হয়। আপনি কি নোবেল পদক নির্মাতা শ্রমিক হবেন, নাকি নোবেল পদকে ভূষিত বিজয়ী বীর হবেন -সে সিদ্ধান্ত আপনার।
-
যে লোকটির রক্ত ঘাম হয়ে ঝড়েছে ইটের গাঁথুনিতে একটি বিল্ডিং তৈরি করতে, সে বিল্ডিংটি তৈরি হওয়ার পর তার আর সেখানে প্রবেশের অধিকার থাকেনা, অথচ কেউ একজন সে বিল্ডিং এর মালিক হয়ে দিব্যি সুখে আছে। যে লোকটি ছাপাখানায় প্রতিদিন কতশত বই ছাপায়, সে লোকটির বই পড়ার কোন সুযোগই নেই; অথচ কেউ একজন সে বই পড়ে জজ,ম্যাজিস্ট্রেট, এএসপি কিংবা সচিব হয়ে যায়।
-
জীবনটা চ্যালেঞ্জের। ব্যর্থতা আপনার পথের কাটা নয়, বরং আপনার সফলতার একটি শিক্ষনীয় রাস্তা। শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক হওয়া যায়না। মনে রাখবেন - WINNERS are made, not born। পৃথিবীতে কোন বিজয়ীর জন্ম হয়নি, জন্মের পরই কেউ কেউ বিজয়ী হয়েছে স্বপ্ন, পরিশ্রম আর সিদ্ধান্তের কারণে। আমি সত্যজিৎ আবার দৃঢ় কন্ঠে উচ্চারণ করছি - সফলতার ভাগ্য হাতের রেখায় নয়, হাতের মুঠোয়।"

★. " চ্যালেঞ্জঃ সত্যজিৎ চক্রবর্ত্তী "
( April 5, 2016)

" হ্যালো, বিজয়মঞ্চের বিজয়ী! আপনি যখন হতাশাগ্রস্থ, ক্রমাগত ব্যর্থ হয়ে সফলতার আশা ছেড়ে দিয়েছেন, তখন আমি সত্যজিৎ আপনাকে বলতে এসেছি -নিশ্চিত আপনিই আগামীর বিজয়ী! বাংলা সাহিত্যের আদি নিদর্শন "চর্যাপদ "আবিষ্কার করতে যেয়ে হরপ্রসাদ শাস্ত্রী ২ বার ব্যর্থ হয়েছিলেন, কে রাখে আজ সে খবর! এডিসনের বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে দশ হাজার বার ব্যর্থ হওয়াটাই আজ সবার অনুপ্রেরণা।

মনে রাখবেন - WINNERS aren't people who never fail, but people who never quit. যারা ব্যর্থ হয়ে হাল ছাড়েনি, তারাই চুড়ান্ত বিজয় দেখেছে। আজকের ব্যর্থতাই কালকের অনুপ্রেরণা। আপনার দুর্বলতায় আপনার প্রধান শক্তি। পাহাড়ের বাধা পেয়ে, আঁকাবাঁকা পথ বেয়ে পানি আসে বলেই ঝর্নার দৃশ্য এত সুন্দর!

NELSON MENDELA বলেছেন -" Don't judge me by my success, judge me by how many times i fell down & got back up again. "।
প্রতিটি ব্যর্থতাই সফলতার একেকটা প্রশিক্ষন। হরপ্রসাদ শাস্ত্রী যদি ২বার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিতেন তবে তিনি "চর্যাপদ "আবিষ্কার করতে পারতেন না। এডিসন যদি ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিতেন, তবে আজ তাকে কেউ চিনতই না। সফল মানুষের জীবনে ঘটে যাওয়া ব্যর্থতাই অন্যের অনুপ্রেরণা।
-
আপনার ভাগ্যকে হাতের কয়েক ইঞ্চি রেখায় সীমাবদ্ধ করবেন না। শপথ নিন,চ্যালেঞ্জ করে বলুন - I will win not immediately but definitely. আবার বলছি সফলতার ভাগ্য হাতের রেখায় নয়, হাতের মুঠোয়। শুধু মনে রাখবেন-

"বহু শক্তিমান হাল ছেড়ে দেয়,
হার মানে যত দ্রুতগামী..
জীবন যুদ্ধে তারাই জিতে,
যারা বলে জিতবই আমি।"

★. " সাফল্যের জয়ধ্বনিঃ সত্যজিৎ চক্রবর্ত্তী "
( March 31,  2016)

" হ্যালো, আগামীর বিজয়ী! আপনিই আপনার জীবনের শ্রেষ্ঠ স্থপতি। আপনার জীবনের ইতিহাস গড়ার দায়িত্ব আপনার। অন্য কেউ এসে আপনার জীবনের ইতিহাস গড়ে দিবেনা। আজকের দিনটিই আপনার সেই ভবিষ্যত, যা নিয়ে গতকাল,গতমাস, গতবছর চিন্তিত ছিলেন; আজ অন্তত এমন কিছু করুন যেন আগামীকাল বা আগামী বছর আপনাকে চিন্তিত থাকতে না হয়। আগামী আপনার জন্য নয়, বরং আপনি আগামীর শ্রেষ্ঠ উপহার।

আমি সত্যজিৎ আবার বলছি -সফলতার ভাগ্য হাতের রেখায় নয়, হাতের মুঠোয়। উল্টে দিয়ে ভাগ্যচাকা, নিজেই আঁকুন ভাগ্যরেখা। আপনি পৃথিবীর ইতিহাস জানেন, এবার সময় এসেছে আপনার ইতিহাস পৃথিবীকে জানানোর। যে এডিসনকে শৈশবে তাঁর শিক্ষক বলেছিলেন,"তোমার ভবিষ্যত অন্ধকার ", সে এডিসনই বৈদ্যুতিক বাতি আবিষ্কার করে পৃথিবীর অন্ধকার দুর করেছেন।

যে বস্তির ছেলে এন্ড্রু কার্নেগীকে শৈশবে নোংরা পোশাকের জন্য দারোয়ান পার্কে ঢুকতে দেয়নি, একদিন সে কার্নেগীই কি-না কিনে নিল সেই পার্কটি ;হয়ে উঠলেন তাঁর সময়ের শ্রেষ্ঠ ধনপতি। যে আতিউর রহমানকে শৈশবে স্কুলে ভর্তি হতে মাত্র ১২০টাকার জন্য ভিক্ষা করতে হয়েছিল,পরবর্তিতে তাঁর স্বাক্ষর ছাড়া বাংলাদেশ ব্যাংকের কোন টাকাই তৈরি হয়না।

অসাধ্য বলতে পৃথিবীতে কিছুই নেই; অসাধ্য সেটাই যেটাকে আপনি অসাধ্য করে রেখেছেন। যেখানে বিধাতা ঘোষনা দিয়েছেন আপনিই পৃথিবীর শ্রেষ্ঠ জীব, সেখানে আপনার ভয় কেন পরাজয়ের! "

★. " চ্যালেঞ্জঃ 2 - সত্যজিৎ চক্রবর্ত্তী "
( March 27, 2016)

" ব্যর্থতা হল সফলতার অগ্রীম অভিনন্দন। ব্যর্থতার আকাশেই জীবন্ত সফলতার উড়ন্ত ঘুড়ি দেখা যায়। কে কবে মাতৃত্ব পেয়েছে প্রসব বেদনা ছাড়া! পিচঢালা মসৃন রাজপথে কিংবা দামী টাইলস বা মোজাইকের উপর কখনো ফসল জন্মায় না, ফসল হয় কাদা মাখা বিশ্রী মাঠে। শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক হওয়া যায় না।

ব্যর্থতা কিংবা বাধা ছাড়া হয়তো সফল হওয়া যায় কিন্তু বিখ্যাত সফল হওয়া যায় না। সফলতার মুকুট কয়েক ইঞ্চি কপালের উপর না উঠা পর্যন্ত যুদ্ধ চলবেই। মনে রাখবেন -প্রশিক্ষনের মাঠে যদি ঘাম না ঝড়ান, তবে যুদ্ধের ময়দানে আপনাকে রক্ত ঝড়াতে হবে।

এখন সময় শুধু নিজেকে প্রস্তুত করার। বন্ধুর ভিজিটিং কার্ডে আর কত পকেট ভারি করবেন, এবার সময় এসেছে আত্মপরিচয় নির্মান করে নিজের ভিজিটিং কার্ড বন্ধুকে উপহার দেয়ার। স্বপ্ন দেখুন, স্বপ্ন গড়ুন। ছাড়ুন হতাশা, বাঁচান আশা;আমি সত্যজিৎ বলছি -আপনার হাতের মুঠোয় সফলতা। সফলতার ভাগ্য হাতের রেখায় নয়, হাতের মুঠোয়। "

★. " দুর্ভাগ্যের রেখায় সৌভাগ্যের চিহ্নঃ সত্যজিৎ চক্রবর্ত্তী"
( May 5,  2016)

" সফলতার প্রথম সিঁড়ি হল ব্যর্থতা। ব্যর্থ সবাই হতে পারেনা। ব্যর্থ সে-ই হতে পারে যার সফল হওয়ার মত গুণাবলী আছে। নৌকা ডুবে যাবে এই ভয়ে যে নাবিক নদীতে কখনো নৌকাই ভাসাইনি, তার আবার ব্যর্থতা বা সফলতা কিসের? সে তো এক জীবন্ত লাশ! ব্যর্থ সে-ই হতে পারে যে তীব্র সফলতার আকাঙ্ক্ষা নিয়ে মাঠে নামে,যার চূড়ান্ত পরিণতি নিশ্চিত সাফল্য।
:
আপনি হতাশ হওয়ার জন্য ঘটনা যতটা না দায়ী, তার চেয়ে বেশি দায়ী আপনি ঘটনাকে কীভাবে দেখছেন সেটা! ব্যর্থ হওয়ার পর আপনি যদি ভাবেন জীবন এখানেই শেষ, তবে ইতিহাস স্বাক্ষ্য দিচ্ছে বৈদ্যুতিক বাতির আবিষ্কারক এডিসন ১০ হাজার বার ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হওয়ার পর আপনি যদি ভাবেন 'আমাকে দিয়ে কিছুই হবে না ', তবে ইতিহাস স্বাক্ষ্য দিচ্ছে চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী ও ২ বার ব্যর্থ হয়েছিলেন বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ আবিষ্কার করতে গিয়ে। ব্যর্থ হওয়ার পর শুধু এটাই ভাবুন- সকল সফল ব্যক্তির প্রথম লক্ষন আপনার মাঝে প্রকাশিত হল। তার মানে আপনিও সফল হতে যাচ্ছেন। ইয়েস আমি সত্যজিৎ বলছি, আপনিই সফল হবেন।
:
মেডিক্যালে কখনো সুস্থ হৃদপিন্ডের গ্রাফ দেখেছেন? সুস্থ হৃদপিন্ডের ECG এর গ্রাফ থাকে Ups & Downs. অর্থাৎ হৃদপিন্ডের গ্রাফটি যদি উঠানামা করে তার মানে আপনি সুস্থ। একমাত্র মৃত ব্যক্তির হৃদপিন্ডের মাঝে কোনো Ups & Downs নেই। আপনার ব্যক্তিগত জীবনে ও সফলতা ব্যর্থতায় জীবনে উত্থান পতন আসবেই। আর এগুলো আসা মানেই আপনি এখনো জীবন্ত, ঠিক সেই হৃদপিন্ডের ECG গ্রাফ এর মত।
:
হে বিজয়ী বীর! আমি সত্যজিৎ বলছি - আপনিই ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা। যেখানে মেডিক্যালে নিত্য মৃত্যুর আত্মচিৎকার উঠে, চৌরাস্তার মোড়ে গাড়ি চাপা পড়ে মারা যায় পথিক, যেখানে ব্যর্থ প্রেমিক বিষপানে আত্মহত্যা করে; সেখানে বেঁচে থাকাটাই অনেক সৌভাগ্যের! আপনিই সেই সৌভাগ্যবান। এবার একটু হাসুন! হাসিই পৃথিবীর একমাত্র ভাষা যেটি সবাই বুঝে। নিউজিল্যান্ড থেকে কানাডা, নেপাল থেকে সেনেগাল সব দেশের লোকই বুঝে। হাসি মুখে কখনো রাগা যায়না, হাসি মুখে কাউকে আঘাত দেয়া যায়না। হাসতে হাসতেই আপনি হয়ে যাবেন জনপ্রিয় ব্যক্তি,সফল ব্যক্তি।"

★. " চ্যালেঞ্জিং লাইফঃ সত্যজিৎ চক্রবর্ত্তী "
( June 3, 2016)

" জীবনের সবচেয়ে বড় পুরস্কার হল, হেরে যাওয়ার পর আগামী প্রতিযোগিতায় নিজেকে আরেকবার সুযোগ দেয়া। কেউ কখনো পরাজিত হয় না, এই পৃথিবীতে কেউ কখনো পরাজিত হয়নি। প্রতিযোগিতায় হয় আপনি জিতবেন, না হয় শিখবেন। একবার পরাজিত হওয়া মানেই আগামীতে ব্যর্থ না হওয়ার কয়েকটি কৌশল শিখা।
:
গরু জন্মের সাথে সাথেই দৌঁড়াতে পারে, কিন্তু জন্মের পর একটি মানব শিশু হাঁটা তো দূরে থাক বসতে ও পারে না। বসতে গেলেই সে ব্যর্থ হয়, হাঁটতে গেলে ও সে ব্যর্থ হয়। অথচ বিধাতা মানুষকেই বলেছেন শ্রেষ্ঠ জীব, গরুকে নয়। যে মানব শিশুটি জন্মের পর হাঁটতেই পারেনা, পরবর্তীতে সে-ই হয়ে যায় ইতিহাস বিখ্যাত শ্রেষ্ঠ দৌঁড়বিদ। আমি সত্যজিৎ বিশ্বাস করি, মানুষের শ্রেষ্ঠত্ব এখানেই! সে ব্যর্থ হতে
হতেই শ্রেষ্ঠ হয়।
:
আগেই বলেছিলাম, যে আপনি জন্মের পর কথা বলতে পারতেন না,সে আপনিই আজ শ্রেষ্ঠ বক্তা। যে আপনি একসময় সামান্য দাঁড়াতে গেলেই ব্যর্থ হতেন,সে আপনি আজ শ্রেষ্ঠ দৌঁড়বিদ। যে আপনি সাইকেল চালাতে গিয়ে শতবার আছাড় খেয়ে রক্তাক্ত হয়েছেন,সে আপনিই আজ পাইলট।
হে মানুষ! তুমিই শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছ বারবার। তোমার অসাধ্য কিছু নেই! যে শিশুটি ছোটবেলায় বাবাকে ছাড়া ঘরের চৌকাঠ পেরোতে পারত না, একসময় সেই ছেলেটিই বিমানের পাইলট হয়ে হাজার হাজার মানুষকে সীমান্ত পাড়ি দিয়ে নিয়ে যায় বিভিন্ন দেশে। আমি সাফল্য দেখি হাতের রেখায় নয়, জ্যোতিষীর গণনায় নয়; আমি সত্যজিৎ সাফল্য দেখি মানুষের অসীম ক্ষমতায়।
:
যিনি পৃথিবীর প্রতিটি ধুলিকনা থেকে সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা আপনাকেও সৃষ্টি করেছেন। আপনাকে দিয়েছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীবের মর্যাদা। এবার সময় শুধু সেই মর্যাদা রক্ষার, শ্রেষ্ঠত্ব প্রমাণের। মনে রাখবেন, দুর্ঘটনা বলতে কিছুই নেই,সবই শুধু ঘটনা। যারা ঘটনার নেতিবাচক শিকার হন, তাদের কাছে সেটি হয় দুর্ঘটনা। আবার কেউ কেউ দুর্ঘটনাকে সঠিক ব্যবহারের মধ্য দিয়ে গড়ে তোলেন একটি সফল ঘটনা হিসেবে। ১ কেজি দুধের মধ্যে কয়েক ফোটা টক পড়লে আপনি দুধটি নষ্ট হল বলে ডাস্টবিনে ফেলে দিতে পারেন। কিন্তু আমি সেই টকযুক্ত দুধকে আরো একদিন সংরক্ষন করে সুস্বাদু দই বানাতে পারি। সিদ্ধান্ত আপনার, ঘটনা দ্বারা আপনি নিয়ন্ত্রিত হবেন নাকি ঘটনাকে আপনি নিয়ন্ত্রন করবেন!
:
যেখানে স্বয়ং বিধাতা বলছেন "আপনি শ্রেষ্ঠ ",সেখানে আপনার ভয় কিসের? তবে মনে রাখবেন, God helps those who help themselves. ব্যর্থতার পর নিজেকে নিজে আরেকবার সুযোগ দিন। প্রশিক্ষনের মাঠে যদি ঘাম না ঝড়ান, তবে যুদ্ধের ময়দানে আপনাকে রক্ত ঝড়াতে হবে।"

★. Source : FB post of, Satyajit Chakraborty.

*. Founder, Ex-President at Social Law Awarness
Association, Chittagong, Bangladesh.
January 6, 2012 - Present
*.Bgc trust university debating society
Vice President & central debator.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog (Dhumkeatu's Diary - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog (Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Dhumkeatu's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Dhumkeatu's Diary" || 25.06.2018 || 🇧🇩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় গানের সংক্ষিপ্ত তালিকা...

**প্রিয় গানের সংক্ষিপ্ত তালিকা... ১) মন শুধু মম ছুঁয়েছে- সোলস ২)নিঃস্ব করেছ আমায় - শাফিন ৩)ফিরিয়ে দাও- মাইলস ৪)শ্রাবনের মেঘগু...