শুক্রবার, ৬ জুলাই, ২০১৮

প্রেম সন্বন্ধে বিখ্যাতদের উক্তি সমগ্র

'যৌবনে যার প্রেম এলোনা তার জীবন বৃথা'--শংকর

গিন্নির চেয়ে শালী ভালো"--
কাজী নজরুল ইসলাম

'ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে
কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা
নিজেও জানেনা...মেয়েরা সত্যিকার
ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে
তারা তা নিজেও জানেনা'-- সমরেশ
মজুমদার।

'প্রেম হলো সিগারেটের মতো, জার আরম্ভ
হলো অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাইয়েতে'-- বার্নার্ড শ।

'প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে।' --প্লেটো

'প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে,
বুদ্ধিমান বোকা হয়ে যায়।'--স্পুট হাসসুন

'ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা
দেওয়াতেই বেশি আনন্দ।'--জর্জ চ্যাপম্যান

'ভালোবাসতে শেখ, ভালোবাসা দিতে শেখ
তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে
না।'--টমাস ফুলার

'কোনো কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে
থাক তা চাওয়া।'--কনফুসিয়াস

'যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার
জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে
থাকে।'--এলিজাবেথ বাওয়েন

'বন্ধুত্ব অনেক সময় ভালোবাসায় পর্যবসিত হয়,
কিন্তু বন্ধুত্বের মধ্যে কখনও ভালোবাসা থাকে না'--চার্লস কনটন

'ভালোবাসা যখন অবদমিত হয়, তার জায়গা দখল
করে ঘৃণা।'--হ্যাভনক এলিস

'যে ভালোবাসা পেল না, যে কাউকে
ভালোবাসতে পারল না, সংসারে তার মতো
হতভাগা কেউ নেই।'--কিটস্

'প্রেম হচ্ছে স্বার্থ সিদ্ধির চরম
অভিব্যক্তি'--হল.রুক.জ্যাকসন ।

'প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে'--প্লেটো ।

'প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে,
পুরুষের বাড়ায়'-- জ্যা পল বিশার ।

'প্রেম প্রকৃতির দ্বিতীয় সূর্য'--জর্জ
চ্যাপম্যান ।

'প্রেম লুকানো পথ চেনে'--জার্মান
প্রবাদ।

'ঘৃণা অন্ধ, প্রেমের মতই'-- টমাস
ফুলার ।

'কেউ ভালোবাসা পেলে এমন কি সুখ ছাড়াও সে
বাঁচতে পারে' --দস্তয়েভস্কি।

'যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার
জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে'--এলিজাবেথ বাওয়েন ।

'যে নারীকে আমি ভালবাসি তার সাহায্য
সমর্থন ছাড়া আমি যেমনটি চাই তেমনি নৃপতিরুপে
আমার দায়িত্বের গুরুভার বহন এবং আমার কর্তব্য
পালন আমার সাধ্যের অতীত বলে আমার মনে
হয়েছে'--অষ্টম এডওয়ার্ড ।

'ভালোবাসি আমারা কোন কারন ছাড়াই, কারন
ছাড়াই ঘৃণা করি'--জাঁ ফ্রাঁসোয়া রেনার।

'ওহ, এতো ভাল তাকে আমি বেসেছি , ঘৃনার কোন
অনুভূতিই না থাকে তার প্রতি'--জাঁ রাসিন ।

'ভালোবাসা এবং ভয় একত্রে মিশ্রিত হতে
পারে না'--রেগনার্ড।

'প্রেম মানুষকে শান্তি দেয়, কিন্তু স্বস্তি দেয়
না'--বায়রন।

'ভালোবাসার জন্য স্বার্থ ত্যাগে কোন ন্যায়
অন্যায় বোধ থাকে না'--টেনিসন ।

'ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল
ফোটানো যায়'--ডেভিড রস ।

'জীবন যেন একটা ফুল আর জীবনের ভালোবাসা
হলো মধু স্বরূপ'- সেনেকা।

'দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু
নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই
প্রথম প্রেম' --হুমায়ূন আজাদ।

'কেউ যদি তোমার ভালবাসার মূল্য না বুঝে তবে
নিজেকে নিঃস্ব ভেব না।জীবনটা এত তুচ্ছ না'--বসন্ত বাউরি।

'মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে, তাকে ঘৃনা
করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে
পড়লে দেখবেন তা শুকিয়ে যাওয়ার পড়েও দাগ
রেখে যায়'--সমরেশ মজুমদার।

'প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা
থাকে সারাটি জীবন'--রবীন্দ্রনাথ ঠাকুর

'আমি তোমাকে অসংখ্যভাবে ভালবেসেছি,
অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর অন্য
জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর, সর্বদা,
সবসময়'--রবীন্দ্রনাথ ঠাকুর।

'পাগলী আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই
শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা
মুঠোফোনের এই প্রান্ত, এ কথা যদি সে
জানতো'--নির্মলেন্দু গুণ।

'মা, বোন, স্ত্রী অথবা কন্যা- যে রূপেই হোক না
কেন, নারীর প্রেম পুরুষের প্রেম অপেক্ষা শ্রেষ্ঠ ও
পবিত্র"--এইচ.জি.লরেন্স।

'বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,আমি
নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে
এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম
পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী
থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায়
নিলাম'--কাজী নজরুল ইসলাম।

'একদিন বৃষ্টিতে বিকেলে, থাকবেনা সাথে কোন
ছাতা
শুধু দেখা হয়ে যাবে মাঝ-রাস্তায়, ভিজে যাবে
চটি,জামা,মাথা
থাকবেনা রাস্তায় গাড়ীঘোড়া, দোকানপাট সব
বন্ধ
শুধু তোমার-আমার হৃদয়ে ভিজে মাটির সোদা
গন্ধ!'--অঞ্জন দত্ত

'বারবার একই ব্যাক্তির প্রেমে পড়া সার্থক
প্রেমের নিদর্শন'--ব্রোটন

'প্রেম হল মানসিক ব্যাধি'--প্লুটো

'প্রেম হল ধীর প্রশান্ত ও চিরন্তন'-- কাজী নজরুল
ইসলাম

'সবকিছুর শুরু, মধ্য এবং অন্তই হচ্ছে প্রেম'---নফডেয়ার

'একমাত্র প্রেমেই বিয়েকে পবিত্র করতে পারে।
আর একমাত্র অকৃত্রিম বিয়ে হচ্ছে সেটাই, যেটা
প্রেমের দ্বারা পবিত্রকৃত'-- লিও টলষ্টল

'ভালবাসার কোন অর্থ বা পরিমাণ নেই'--কাজী
নজরুল ইসলাম

'ভালবাসা দিয়েই কেবল ভালবাসার ঋণ পরিশোধ
করা যাই'--আলেকজেন্ডার ব্রাকেন

'অন্ধভাবে কাউকে ভালবাসলে তার ফল শুভ হতে
পারেন'-- কারলাইন

'যে ভালবাসে কিন্তু প্রকাশ করে কম সে
ভালবাসার ক্ষেত্রে প্রকৃত'-- জর্জ ডেবিটসন
'গভীর ভালবাসার কোন ছিদ্রপথ নেই'--জর্জ হেইড

'ভালবাসার নদীতে জোয়ার ভাটা আছে'
-- জন হে

'ভালবাসা হচ্ছে জীবনের বন্ধু'--জেমস হাওয়েল
'ভালবাসা হৃদয়ের দরজা মুহুর্তেই খুলে দেয়'--টমাস
মিল্টন

'ভালবাসা এমন একটি প্লাটফরম যেখানে সব মানুষ
দাড়াতে পারে'-- টমাস মিল্টন

'মানুষের জীবন হলো একটি ফুল, আর ভালবাস হলো
মধুস্বরুপ'--ভিক্টর হোগো

'পাখিরা বাসা বাধে লতা পাতা দিয়ে,
আর মানুষ বাধে ভালবাসা দিয়ে'--মুঃ ইসহাক
কোরেশী

'একমাত্র ভালবাসা সারাতে পারে সব রোগ।'--গতিয়ে

'যাকে ভালবাস তাকে চোখের আড়াল করোনা।'--বঙ্কিম চন্দ্র

'ভালবাসার জন্য যার পতন হয়, বিধাতার
কাছে সে আকাশের উজ্জল তারার মত উজ্জল'--বেন জনসন

'ভালবাসার অর্থ হলো যাকে তুমি
ভালবাসো তার মত জীবন যাপন করা'--টলস্টয়

'নারীর প্রেমে মিলনের সুর বাজে , আর
পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা'--রবিন্দ্রনাথ

'প্রেম ও হাসি ছাড়া আমাদের জীবনে
প্রকৃত কোন আনন্দ নাই । তাই যদি বাচার
আনন্দ নিয়ে বাচতে হয় তবে প্রেম ও হাসির
মধ্য দিয়ে বাচতে হবে'---হোরেস

'ভালবাসা আচ্ছাদন নয় বরং চোখের জল'-- এমারসন

'ভালবাসা যা দেয় তার চেয়ে বেশী
কেড়ে নেয়'--টেনিসন

'সত্যিকারের ভালবাসার তার পাত্র বা
পাত্রীকে সুস্থ ও সুখী দেখতে চায়'-- শরত্চন্দ্র ৷

'প্রেম মানুষকে সংযমী , চরিত্রবান ,
বলবান , সাধনার দৃঢ়বান করে , যুবককে
সংগ্রামশীল , মসত্ ও গৌরবশীল করে'--লুত্ফর
রহমান

'চলো যাই প্রেম আর বিশ্বাসের আলো
হাতে
নিয়ে এগিয়ে পেরিয়ে যাই ঘৃনার নদীর
সাঁকো '--আহসান হাবিব

' পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার
আছে। ভালবাসার অত্যাচার হচ্ছে
সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ
অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু
বলা যায় না, শুধু সহ্য করে নিতে
হয়।'--
হুমায়ূন আহমেদ

'চট করে কারো প্রেমে পড়ে যাওয়া
কাজের কথা না। অতি রূপবতীদের
কারও প্রেমে পড়তে নেই। অন্যেরা
তাদের প্রেমে পড়বে, তা-ই নিয়ম।'--
হুমায়ূন আহমেদ

'ভালবাসাবাসির জন্যে
অনন্তকালের প্রয়োজন নেই, একটি
মুহূর্তই যথেষ্ট'--
হুমায়ূন আহমেদ

,মাঝে মাঝে আত্মার সম্পর্ক
রক্তের সম্পর্ককেও অতিক্রম করে
যায়!'--
হুমায়ূন আহমেদ

'কাউকে প্রচন্ডভাবে ভালবাসার
মধ্যে এক ধরনের দুর্বলতা আছে।
নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য
মনে হয়। এই ব্যাপারটা নিজেকে
ছোট করে দেয়।'--
হুমায়ূন আহমেদ

'ভাল লাগা এমন এক জিনিস যা
একবার শুরু হলে সব কিছুই ভালো
লাগতে থাকে।'--
হুমায়ূন আহমেদ

'গার্লফ্রেন্ড বিহীন তরুনের
পৃথিবীতে বেঁচে থাকা,
ঘাসবিহীন মাঠে গরুর পায়চারির
মত'--
হুমায়ূন আহমেদ

'কলঙ্ক না লাগে যদি ভালোবেসে
লাগে কি ভালো'--
লালন

'আনন্দকে ভাগ করলে দুটি জিনিস
পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান
এবং অপরটি হচ্ছে প্রেম'--
রবীন্দ্রনাথ ঠাকুর

প্রেমহণি হৃদয় কী পদবাচ্য
মুরুভুমিকে কি নন্দনকানন বলা
উচিত?'--
নজম নদভি

এই পৃথিবীতে প্রায় সবাই, তার
থেকে বিপরীত স্বভাবের মানুষের
সাথে প্রেমে পড়ে।'--
হুমায়ূন আহমেদ

ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে
কখনও প্রেম জাগে না। যা জাগে
সেটা হল সহানুভূতি।"--
হুমায়ূন আহমেদ

ভালবাসা হচ্ছে জীবনের বন্ধু"--
জেমস হাওয়েল
'গভীর ভালবাসার কোন ছিদ্রপথ
নেই'--
জর্জ হেইড

'যুদ্ধ এবং প্রেমে কোনো কিছু
পরিকল্পনা মতো হয় না'--
হুমায়ূন আহমেদ

ক্ষমাই যদি করতে না পারো, তবে
তাকে ভালোবাসো কেন?"--
রবীন্দ্রনাথ ঠাকুর

আমাদের মধ্যে সবাই সব বড় কাজ
গুলো করতে পারবে তানা, কিন্তু
আমরা অনেক ছোট কাজ গুলো
করতে পারি আমাদের অনেক
বেশী ভালবাসা দিয়ে।"--
মাদার তেরেসা

পৃথিবীতে বালিকার প্রথম
প্রেমেরমত সর্বগ্রাসী প্রেম আর
কিছুই নাই। প্রথমযৌবনে বালিকা
যাকে ভালোবাসে তাহার মত
সৌভাগ্যবানও আর কেহই নাই।
যদিও সে প্রেম অধিকাংশ সময়
অপ্রকাশিত থেকে যায়, কিন্তু সে
প্রেমের আগুন সব বালিকাকে
সারাজীবন পোড়ায়।"---
রবীন্দ্রনাথ ঠাকুর

ভালোবাসা হচ্ছে একধরনের মায়া
যেখানে পুরুষ এক নারীকে অন্য
নারী থেকে আলাদা করে দেখে
আর নারী এক পুরুষকে অন্য পুরুষ
থেকে আলাদা করে দেখে"---
লুইস ম্যাকেন

ভালোবাসা হচ্ছে একটা আদর্শ
ব্যাপার আর বিয়ে হচ্ছে বাস্তব।
আদর্শ ও বাস্তবতার দ্বন্দ্ব তাই
কখনো নিষ্পত্তি হবে না।"
গেটো

প্রেমের বেলায় ঘন্টার
অনুপস্থিতিকে মাস, দিনের
অনুপস্থিতিকে বছর ও অল্প সময়ের
অনুপস্থিতিকে অনন্তকাল সময়ের
অনুপস্থিতি বলে মনে হয়"---
প্রবাদ

একজন নারী হয় ভালবাসে অথবা
ঘৃণা করে, এছাড়া জানে না তৃ্তীয়
কোন পন্থা"---
পিউবিলিয়াস সিরাস

ভালবাসার কোন অর্থ বা পরিমাণ
নেই"--
কাজী নজরুল ইসলাম

একমাত্র প্রেমেই বিয়েকে পবিত্র
করতে পারে। আর একমাত্র
অকৃত্রিম বিয়ে হচ্ছে সেটাই,
যেটা প্রেমের দ্বারা পবিত্রকৃত।"--
লিও টলষ্টয়

যাকে ভালবাস তাকে চোখের
আড়াল করোনা"--
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

পাখিরা বাসা বাধে লতা পাতা
দিয়ে, আর মানুষ বাধে ভালবাসা
দিয়ে।"--
মুঃ ইসহাক কোরেশী

প্রেমের মধ্যে ভয় না থাকলে রস
নিবিড় হয় না"--
রবীন্দ্রনাথ ঠাকুর

সবাই তোমাকে কষ্ট দিবে,
তোমাকে শুধু এমন একজন কে খুঁজে
নিতে হবে যার দেয়া কষ্ট তুমি
সহ্য করতে পারবে"--
হুমায়ূন আহমেদ

বয়স ভালোবাসার মতো লুকিয়ে
রাখা যায় না"--
টমাস ডেক্কার

জীবনকে ঘৃণা কোরোনা
ভালোবাসতে শেখো।
ভালোবাসা দিয়ে এবং
ভালোবাসা পেয়ে তোমার
জীবনকে স্বর্গীয় সুষমায়
উদভাসিত করে তালো।"--
মিলটন

যে মানুষটিকে তুমি দেখছো
তাকেই যদি ভালো না বাসতে
পারো, তবে তুমি কিভাবে
ঈশ্বরকে ভালোবাসবে যাকে তুমি
কোনদিন দেখোই নি?"---
হুমায়ূন আহমেদ

ভালোবাসা যখন পরিতৃপ্ত হয়
তখন তার মাধুর্য অনেক কমে যায়"--
আব্রাহাম কাওলে

ভালোবাসা কথাটা বিবাহ কথার
চেয়ে আরো বেশি জ্যান্ত"-
রবীন্দ্রনাথ ঠাকুর

ছেলেদের জন্য পৃথিবীতে সব
চাইতে মূল্যবান হল মেয়েদের
হাসি"---
হুমায়ূন আহমেদ

ভালোবাসা যদি তরল পানির মত
কোন বস্তু হত, তাহলে সেই
ভালোবাসায় সমস্ত পৃথিবী
তলিয়ে যেত। এমন কি হিমালয়
পর্বতও"---
হুমায়ূন আহমেদ

প্রেম অনুভুতি
মেয়ে জাতটাই হচ্ছে মায়াবতীর
জাত। কখন যে এই মেয়েটি মায়ায়
জড়িয়ে ফেলেছে, নিজেই বুঝতে
পারেন নি"---
হুমায়ূন আহমেদ

*Courtesy : Abdur Rob Sharif.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog (Dhumkeatu's Diary - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog (Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Dhumkeatu's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Dhumkeatu's Diary" || 06.07.2018 || 🇧🇩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় গানের সংক্ষিপ্ত তালিকা...

**প্রিয় গানের সংক্ষিপ্ত তালিকা... ১) মন শুধু মম ছুঁয়েছে- সোলস ২)নিঃস্ব করেছ আমায় - শাফিন ৩)ফিরিয়ে দাও- মাইলস ৪)শ্রাবনের মেঘগু...