মোট প্রশ্নোত্তর সংখ্যাঃ ৩০০টি (বাংলাদেশের প্রশাসনিক কাঠামো) ঃ
﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌
✩ বাংলাদেশে গ্রাম ৮৭১৯১
✩ জেলা ৬৪
✩ উপজেলা ৪৮৯ [সর্বশেষ গুইমারা, খাগড়াছড়ি
(৪৮৮তম) এবং ওসমানীনগর, সিলেট (৪৮৯তম)]
✩ থানা ৬৩৭ (সর্বশেষ বাঙ্গরা, কুমিল্লা)
✩ পৌরসভা ৩২০ (সর্বশেষ ভান্ডারিয়া, পিরোজপুর)
✩ বিভাগ ৮ (সর্বশেষ ময়মনসিংহ বিভাগ)
✩ সিটি করপোরেশন ১১টি (সর্বশেষ গাজীপুর
সিটি কর্পোরেশন)
✩ ইউনিয়ন ৪৫৬২ (তথ্যসূত্র : আদমশুমারি ও গৃহগণনা
২০১১); ৪৫৭১ (তথ্যসূত্র : প্রথম আলো)
✩ রেলওয়ে নেটওয়ার্ক ৪৪টি জেলায়
✩ পার্বত্য চট্টগ্রামে জেলা ৩টি (রাঙামাটি, বান্দরবান
ও খাগড়াছড়ি)
✩ সীমান্ত হাট ৪টি
✩ নৌ থানা ৪টি
✩ গ্রাম পর্যায়ে স্থানীয় প্রশাসন ৩ স্তরবিশিষ্ট।
যথাঃ - জেলা পরিষদ- উপজেলা পরিষদ - ইউনিয়ন
পরিষদ
✩ শহর পর্যায়ে স্থানীয় প্রশাসন ২ স্তরবিশিষ্ট।
যথাঃ - সিটি কর্পোরেশন - পৌরসভা
নোটঃ
১. নবগঠিত ময়মনসিংহ বিভাগ ৪টি জেলা নিয়ে গঠিত
হয়েছে।
যথাঃ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা।
বিভাগ সৃষ্টি হয় ১৪/০৯/২০১৫ তারিখে। বিভাগটির
আয়তন ১০,৬৬৮ বর্গ কিলোমিটার।
২. দেশের ৬৫ তম জেলা হবে ভৈরব।
এক নজরে বংলাদেশ ও বিশ্ব পরিচিতি
﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌
বাংলদেশ পরিচিতি
---------------------------
✐ রাজধানী➟ ঢাকা
✐ বিভাগ ➟ 8 টি
✐ মেট্রোপলিটন➟ 7 টি
✐ জেলা➟ 64 টি
✐ উপজেলা➟ 489 টি
✐ পুলিশ থানা➟ 635 টি
✐ নৌ থানা ➟ 4 টি
✐ রেলওয়ে থানা➟ 21 টি
✐ ইউনিয়ন➟ 4,562 টি
✐ গ্রাম ➟ 87,191 টি
✐ মহল্লা➟ 6,016 টি
✐ মৌজা➟ 59,990 টি
✐ মুদ্রা ➟ টাকা
✐ সিটি কপোরেশন➟ 11 টি
✐ পৌরসভা➟ 320 টি
✐ মাতৃভাষা ➟ বাংলা
✐ দূতাবাস➟ 48 টি
✐ রেলস্টেশন➟ 505 টি
✐ ডাকঘর➟ 9,886 টি
✐ শিক্ষা বোর্ড➟ 10 টি
✐ সীমানা দৈর্ঘ্য➟ 4,68,480 কি মি
পৃথিবী পরিচিতিঃ
﹌﹌﹌﹌﹌﹌
✐ পৃথিবীর মোট রাষ্ট্র ২২৮ টি।
✐ পৃথিবীর স্বাধীন রাষ্ট্র ১৯৫ টি।
✐ পৃথিবীতে মোট মুসলিম রাষ্ট্র ৬৫ টি।
✐ OIC ভুক্ত মুসলিম রাষ্ট্র ৫৭ টি।
✐ সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র
'কসোভা' (ইউরোপ)।
✐ পৃথিবীর মোট রাষ্ট্রসংখ্যার অনুপাতে মুসলিম
রাষ্ট্রের হার ২৬%।
✐ পৃথিবীর মুসলিম জনসংখ্যা ১৪২ কোটি।
✐ পৃথিবীর জনসংখ্যার অনুপাতে মুসলিম জনসংখ্যার
হার ২৩.১৮% ।
✐ জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম মুসলিম রাষ্ট্র
ইন্দোনেশিয়া।
✐ জনসংখ্যার দিক দিয়ে ক্ষুদ্রতম মুসলিম রাষ্ট্র
মালদ্বীপ।
✐ জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম মুসলিম
শহর করাচী (পাকিস্তান)।
✐ মুসলিম সংখ্যালঘিষ্ঠ রাষ্ট্রগুলোর মধ্যে যে
দেশে সবচে'বেশি মুসলমান বাস করে ভারতে
(১৬%)
✐ মোট জনসংখ্যার অনুপাতে বিভিন্ন মহাদেশের
মুসলিম জনসংখ্যার শতকরা হারঃ এশিয়া ২৪% ইউরোপ
১% আফ্রিকা ৫৯%
উত্তর আমেরিকা ১.৫% দক্ষিণ আমেরিকা ০.৫০%
বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি
﹌﹌﹌﹌﹌﹌
বাংলাদেশ - ভারত সীমান্ত চুক্তি বিল পাস হয়ঃ ➟ ৬
মে ২০১৫ (রাজ্যসভায়) ➟ ৭ মে ২০১৫ (লোকসভায়)
ভুল শুধরে আবার পাশ হয় ১১মে ২০১৫। ১০০তম
সংশোধনী ছিল কিন্তু ১১৯তম হবে।
বাংলাদেশের মন্ত্রিসভায় বাংলাদেশ ➟ ভারত
সীমান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব
অনুমোদিত হয় ➟ ২৫ মে ২০১৫
স্থল সীমান্ত চুক্তি ➟ ১৯৭৪ ও ২০১১ সালের
প্রটোকল অনুমোদনের দলিল বিনিময় হয় ৬ জুন,
২০১৫।
আনুষ্ঠানিকভাবে কার্যকর ➟ ৩১ জুলাই ২০১৫।
বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত
হয়েছিল ➟ ১৬ মে ১৯৭৪।
বাংলাদেশের ভেতর ভারতের ১১১টি ছিট
মহলের আয়তন ➟ ১৭,১৫৮ একর।
ভারতের ভেতর বাংলাদেশের ৫১টি ছিট মহলের
আয়তন ➟ ৭,১১০ একর।
৩১ জুলাই ২০১৫ মধ্যরাতে বাংলাদেশ ও ভারতের
মধ্যে আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময়ের
মাধ্যমে উভয় দেশের মানচিত্র থেকে ছিটমহল
নামের শব্দটি উঠে যায়।
অচিহ্নিত সীমানা ৬.৫ কি.মি।
সীমান্তের মধ্যে চিহ্নিত সীমান্ত ৪.৫ কি.মি।
অচিহ্নিত রয়ে গেছে বিলোনিয়া সেক্টরে
মুহুরীর চরের শুধু ২ কি.মি সীমানা।
অপদখলীয় জমি ৫০৪৪.৭২ একর।
বাংলাদেশ পায় ৬টি স্থানে ২২৬৭. ৬৮২ একর।
ভারত পায় ১২টি স্থানে ২৭৭৭.০৩৮ একর।
মুজিব- ইন্দিরা চুক্তি (স্থল সীমান্ত চুক্তি)
স্বাক্ষরিত হয় ১৬ মে, ১৯৭৪।
বাংলাদেশে সংসদে পাশ হয় ২৩ নভেম্বর ১৯৭৪।
(সংবিধানের ৩য় সংশোধনী)
নিম্ন মধ্যম আয়ের দেশঃ
﹌﹌﹌﹌﹌﹌
নিম্ন মধ্যম আয়ের দেশঃ বাংলাদেশ
বিশ্বব্যাংক কর্তৃক স্বীকৃতি লাভঃ ১ জুলাই ২০১৫
বিশ্বব্যাংক এর স্তর বিভাগঃ
১) নিম্ন আয়ের দেশ = মাথাপিছু আয় ১০৪৫ ডলার বা
তার নিচে
২) নিম্ন মধ্যম আয়ের দেশ= মাথাপিছু আয় ১০৪৬
থেকে ৪১২৫ ডলার
৩) উচ্চ মধ্যম আয়ের দেশ = মাথাপিছু আয় ৪১২৬
থেকে ১২৭৩৬ ডলার
৪) উচ্চ আয়ের দেশ = মাথাপিছু আয় ১২৭৩৬
ডলারের বেশি
বিশ্বব্যাংকের তালিকা অনুযায়ী বর্তমানে,
১) নিম্ন আয়ের দেশ = ৩১ টি
২) নিম্ন মধ্যম আয়ের দেশ= ৫১ টি
৩) উচ্চ মধ্যম আয়ের দেশ = ৫৩ টি
৪) উচ্চ আয়ের দেশ = ৮০ টি
বিশ্বব্যাংকের এবারের রিপোর্টে,
• নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম
আয়ের দেশে উন্নীত= বাংলাদেশ, কেনিয়া,
মিয়ানমার, তাজিকিস্তান।
• উচ্চ মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ
আয়ের দেশে উন্নীত = আর্জেন্টিনা,
হাঙ্গেরি, ভেনিজুয়েলা, সেচেলেস।
বিশ্বব্যাংকের এবারের রিপোর্টে,
• সবচেয়ে কম মাথাপিছু আয়ের দেশ = মালায়ি
• সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের দেশ =
মোনাকো
বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশ (LDC)
তালিকাতেই আছে।
LDC থেকে বের হতে হলে তিনটি সূচক
অতিক্রম করতে হবেঃ
১) অর্থনীতির নাজুকতার সূচক
২) মানব উন্নয়ন সূচক
৩) মাথাপিছু আয়ের সূচক
﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋
** Note: ® [This is one of my Favorite Bangla,/English Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog (Dhumkeatu's Diary - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]
﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋
*** N.B : [All the post on this blog (Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Dhumkeatu's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]
*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷
*** Posted by : © "Dhumkeatu's Diary" || 26.08.2018 || 🇧🇩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন